মাঠে বল দখলের লড়াই আর সেই লড়াইয়ের সঙ্গে তাল মিলিয়ে গ্যালারিতে হইহুল্লোড়। তারা সবাই খুদে। আরও স্পষ্ট করে বললে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। কেউ এসেছে মা–বাবার সঙ্গে, কেউ স্কুলশিক্ষকদের সঙ্গে।

শিক্ষার্থী, শিক্ষক আর অভিভাবকদের এমন সরব উপস্থিতিতে গতকাল ঢাকা স্টেডিয়ামে হয়ে গেল প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দুটি ফাইনাল। একটি বালক বিভাগে, আরেকটি বালিকা বিভাগে।

জেলা থেকে বিভাগ আর বিভাগ থেকে জাতীয় পর্যায়ের মঞ্চে এসে ফাইনালে শিরোপা জিতেছে (বালক বিভাগে) কক্সবাজারের কুতুবদিয়ার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও (বালিকা বিভাগে) পাবনার জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিযোগিতায় সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া নাহিদ হোসেন ও লামিয়া খাতুনদের চোখে এখন বড় ফুটবলার হওয়ার স্বপ্ন।

তোহা নামে পরিচিত নাহিদ দ্বীপ উপজেলা কুতুবদিয়ার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এ টুর্নামেন্টের সর্বশেষ আসরে জেলা পর্যায় থেকে বিদায় নিয়েছিল তার স্কুল। এবার নতুন উদ্যমে ফিরে একেবারে ট্রফি হাতে তুলতে পেরে যারপরনাই উচ্ছ্বসিত নাহিদ।

সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া নাহিদ হোসেন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ