বরেণ্য অভিনেত্রী জিনাত আমান ১৯৭০ সালে বলিউডে পা রাখেন। ১৯৭৮ সালে অভিনেতা-পরিচালক-প্রযোজক সঞ্জয় খানের সঙ্গে ঘর বাঁধেন এই বর্ষীয়ান অভিনেত্রী। সঞ্জয়ের সঙ্গে দাম্পত্য জীবন সুখকর হয়নি। শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন জিনাত। সর্বশেষ ১৯৭৯ সালে ভেঙে যায় এই সংসার।

সঞ্জয়ের সঙ্গে সংসার ভাঙার ৬ বছর পর অভিনেতা মাজহার খানকে বিয়ে করেন জিনাত আমান। ১৩ বছর পর এ সংসারও ভেঙে যায়। তারপর আর সংসারী হননি ৭৩ বছরের জিনাত। দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে এ অভিনেত্রী জানালেন— অর্থপূর্ণ সম্পর্ক পাওয়া খুবই কঠিন।

জিনাত আমান বলেন, “আমার বয়স যখন কম ছিল তখন এটা নিয়ে চিন্তা করতাম না। কিন্তু এখন ব্যাপারটি নিয়ে কিছুটা হলেও চিন্তা করি। কথায় আছে— একাকিত্ব উপরে-নিচে সবখানে। আমি উভয়ই অনুভব করেছি।”

আরো পড়ুন:

যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেন হামলা: আটক হন সুনীল শেঠি

মা-বাবা হচ্ছেন কিয়ারা-সিদ্ধার্থ

অর্থপূর্ণ সম্পর্ক খুঁজে পাওয়া মুশকিল। তা জানিয়ে জিনাত আমান বলেন, “আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে অপ্রিয় সত্য উপলদ্ধি করেছি। তা হলো— অর্থপূর্ণ সম্পর্ক খুঁজে পাওয়া কঠিন। কারণ জনসাধারণের কাছে আমার যে ব্যক্তিত্ব, তা আমার সত্যিকারের সত্ত্বাকে ঢেকে রাখে। আমাকে নিয়ে মানুষের যে ধারণা, তা কারাগারের মতো। যদিও এর সুবিধাও আছে।”

অর্থপূর্ণ সম্পর্কের মানদণ্ড কী? এ প্রশ্নের জবাবে জিনাত আমান বলেন— “পারস্পরিক সহনশীলতা।” খানিকটা ব্যাখ্যা করে জিনাত আমান বলেন, “একে অপরের সাফল্য উদযাপন করা। খারাপ সময় একসঙ্গে পাড় করা। সর্বোপরি, এমন একটি স্থানে পৌঁছানো যেখানে আপনি মুখোশহীন।”

১৯৭১ সালে ‘হরে রাম হরে কৃষ্ণ’ সিনেমার মাধ্যমে অভিনয়ের পথচলা শুরু করেন জিনাত আমান। তারপর ‘ইয়াদো কি বারাত’, ‘রোটি কাপড়া আউর মাকান’, ‘সত্যম শিবম সুন্দরম’-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয় করে ঝড় তোলেন এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ইনফরমেশন সার্ভিসেসের প্রথম প্রান্তিকে লোকসান কমেছে ৮০ শতাংশ

পুঁজিবাজারে তথ্য ও প্রযুক্তি খাতে তালিকাভুক্ত কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের (আইএসএনএল) চল‌তি হিসাব বছ‌রের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্র‌তি‌বেদন প্রকাশ ক‌রা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) কমেছে ৮০ শতাংশ।

সোমবার (৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.০১) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.০৫) টাকা। সেহিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান কমেছে ০.০৪ টাকা বা ৮০ শতাংশ।

আর ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২.৪০ টাকা।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ