মেজাজ হারালেন শান্ত, বড় হারে আবাহনীর শুরু
Published: 3rd, March 2025 GMT
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলতি আসরে শুরুটা ভালো হয়নি আবাহনীর। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মেজাজ হারানোর ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে ৬ উইকেটের হারে ঐতিহ্যবাহী ক্লাবটি।
মিরপুর শের-ই-বাংলায় টস হেরে ব্যাটিং করতে নেমে ২৩৪ রানে থামে আবাহনী। তাড়া করতে নেমে ৩০ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে জয়ের দেখা পায় অগ্রণী ব্যাংক।
তাড়া করতে নেমে শুরুটা ভালো হয় অগ্রণী ব্যাংকের। ইমরানুজ্জামান-সাদমান ইসলামের ব্যাট থেকে ওপেনিং জুটিতে আসে ৫৮ রান। ইমরানুজ্জমান ৩৫ রানে আউট হলে ভাঙে ৫৮ রানের জুটি।
আরো পড়ুন:
খাদের কিনারা থেকে দলকে তুলে শামীমের ঝকঝকে ৯৮
ইফতেখারের অলরাউন্ড পারফরম্যান্সে মোহামেডানের হোঁচট
এরপর সাদমান ইসলামের সঙ্গী হন ইমরুল কায়েস। সাদমান ৪৬ রানে ফিরলেও ইমরুল জয়ের ভিত গড়ে দিয়ে তবে মাঠ ছাড়েন। ইমরুল পেতে পারতেন শতকও। কিন্তু নব্বইয়ের ঘরে এসে ছয় হাঁকাতে গিয়ে ধরা পড়েন রাকিবুল হাসানের হাতে।
ইমরুলের ব্যাট থেকে সর্বোচ্চ ৯৪ রান আসে। ৯৪ বলে ৩টি চার ও ৭টি ছয়ের মারে ইনিংসটি সাজান ইমরুল। অমিত হাসান করেন ৪৪ রান। থিতু হওয়া ব্যাটাররা দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। দুই নতুন ব্যাটার মার্শাল আইয়ুব (৬) ও তাইবুর রহমান (০) অপরাজিত থেকে মাঠ ছাড়েন। আবাহনীর হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন মাহফুজুর রাব্বি।
এর আগে মোসাদ্দেক হোসেন সৈকত-পারভেজ হোসেন ইমনের ফিফটিতে ভর করে ২৩৫ রানের লক্ষ্য দিতে পারে আবাহনী। মোসাদ্দেক সর্বোচ্চ ৭৩ রান করেন। ইমনের ব্যাট থেকে আসে ৫০ রান। ২৭ রান করেন মুমিনুল হক। আর কেউ বিশের বেশি রান করতে পারেননি।
অধিনায়ক শান্ত ৫১ বলে ২০ রান করে ফেরেন সাজঘরে। নাঈম হাসানের বলে এলবিডব্লিউর শিকার হন তিনি। এই আউট মেনে নিতে পারেননি আবাহনী অধিনায়ক। আম্পায়রকে উদ্দেশ্য করে কিছু একটা বলতে দেখা যায়। এরপর মাঠের বাইরে না যেতেই ছুঁড়ে ফেলেন হেলমেট। অগ্রণীর হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন শহিদুল ইসলাম।
ঢাকা/রিয়াদ/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ন কর উইক ট ইমর ল
এছাড়াও পড়ুন:
চার দিনের জ্বরে ভুগে মারা গেল কিশোর
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের ফকিরহাট এলাকায় আশরাফুর রহমান (১৪) নামের এক কিশোর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে। গত শুক্রবার সে জ্বরে আক্রান্ত হয়। আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে পৌর সদরের জেনারেল হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়ার পথে সে মারা যায়।
আশরাফুর রহমান ওই এলাকার মিজানুর রহমানের একমাত্র ছেলে। সে সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সীতাকুণ্ডে এই প্রথম একজন মারা গেল।
আশরাফুর রহমানের দাদা এম এ আলীম আলী প্রথম আলোকে বলেন, গত শুক্রবার তাঁর নাতির জ্বর আসে। সামান্য ব্যথাও ছিল। জ্বর কমছে না দেখে রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তাঁরা। সেখানে রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। এরপর আশরাফুরকে পৌর সদরের জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। গতকাল সোমবার রাতে তার অবস্থার অবনতি হয়। আজ ভোর পাঁচটার দিকে সে মারা যায়। দুপুরে মডেল মসজিদ এলাকায় জানাজার নামাজ শেষে ফকিরহাট নলুয়া দিঘি এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আশরাফকে।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, তিনি হাসপাতালের দায়িত্বগত চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। সোমবার সন্ধ্যা পর্যন্ত ওই কিশোর ভালো ছিল। আজ ভোর চারটার দিকে তার পাতলা পায়খানা ও খিঁচুনি হয়। এরপর তারা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে নেওয়ার পথে কিশোরটি মারা যায়।
সীতাকুণ্ডে আজ এক দিনেই ৬ জনের শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলতাফ হোসেন।