রদ্রিগো ও আলভারেজের গোল: রবিনের তির নাকি ভিঞ্চি–অ্যাঞ্জেলোর তুলি
Published: 5th, March 2025 GMT
জর্জো ভাসারি লিওনার্দো দ্য ভিঞ্চি ও মাইকেলঅ্যাঞ্জেলোর সমসাময়িক চিত্রকর। ভিঞ্চি ও অ্যাঞ্জেলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও ‘অপছন্দে’র ব্যাপার ছিল সেটা তিনিই বলে গেছেন। এক বেনামি পাণ্ডুলিপি থেকে জানা যায়, রাস্তাঘাটেও তর্কে জড়িয়েছেন দুজন। ভিঞ্চির বিশ্বাস ছিল, সৌন্দর্য বিজ্ঞান হতে উৎসারিত। অ্যাঞ্জেলো মনে করতেন, সৃষ্টিকর্তাই সব সৌন্দর্যের উৎস।
রদ্রিগো ও হুলিয়ান আলভারেজ ভিঞ্চিও নন, অ্যাঞ্জেলোও নন। ফুটবল খেলার সৌন্দর্য তাঁদের পায়ে আছে বটে, তবে চারুকলায় ভিঞ্চি ও অ্যাঞ্জেলো যে মাপের, ফুটবলের সৌন্দর্যে তাঁরা এখনো সেখানে আসতে পারেননি। কিন্তু মানুষ চাইলে কী না হয়! চেষ্টা এবং খুব করে চাইলে বোধ হয় কখনো কখনো কোনো কোনো রাতে নিজের মধ্যে ভিঞ্চি কিংবা অ্যাঞ্জেলোও নামিয়ে ফেলা যায়!
আরও পড়ুন৭ গোলে চ্যাম্পিয়নস লিগে নতুন রেকর্ড আর্সেনালের৬ ঘণ্টা আগেরদ্রিগো ও আলভারেজ বোধ হয় তা টের পাননি—সান্তিয়াগো বার্নাব্যুতে তাঁদের পা-টা ঠিক যে মুহূর্তে তুলি হয়ে উঠেছিল, তখন কারও কারও চোখে দৃশ্য দুটো ফুটেছে এভাবে, ওটা যেন ভিঞ্চির তুলির টান, অন্যটি অ্যাঞ্জেলোর! কিংবা অন্য ভাবনাও আসতে পারে। রদ্রিগো ও আলভারেজের গোল দুটি দেখে মনে হতে পারে, এ তো রবিনের জোড়া তির! রবিনকে চিনলেন না, সেই যে শেরউড জঙ্গলের রবিনহুড। দুটি গোলই একদম তিরের ফলার মতো লক্ষ্যভেদ করেছে।
গোলের পর রদ্রিগোর উদ্যাপন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//