সিদ্ধিরগঞ্জে আদমজী হকার্স মার্কেটে ছাত্রদের হস্তক্ষেপে বন্ধ হলো চাঁদা আদায়
Published: 7th, March 2025 GMT
সিদ্ধিরগঞ্জে আদমজী হকার্স মার্কেট থেকে একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করে আসছে। এমন সংবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিদ্ধিরগঞ্জ থানার ছাত্ররা সেখানে অবস্থান নেয় এবং চাঁদা আদায়কালে হাতেনাতে চাঁদাবাজদের আটক করে।
এ সময় উত্তেজিত জনতা চাঁদাবাজদের উত্তম মধ্যম দেয়। পরে ছাত্ররা এ মার্কেটকে চাঁদাবাজ মুক্ত মার্কেট ঘোষনা দিয়ে চাঁদা আদায়ের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেয়।
এসময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক মোঃ মেহরাব হোসেন প্রভাত, যুগ্ম সদস্য সচিব মোঃ ইমন আহমেদ, বৈছাআ নারায়ণগঞ্জ মহানগর এর সিনিয়র মুখ্য সংগঠক তাকবির আমান, হাসিবুল আলম রিদুল, মোঃ তামিম, মিনহাজ, নাসির, উৎসব, সুজন, রাব্বি, ছাত্রদল এর সাকিব সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার অন্যান্য সংগঠকবৃন্দ ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক মোঃ মেহরাব হোসেন প্রভাত বলেন , বিগত সময় ধরে কিছু অসাধু লোকজন আদমজী হকার মার্কেট থেকে জোরপূর্বক ৫০-১০০ টাকা চাঁদা আদায় করছিল, চাদাঁ না দিলে চড় থাপ্পড় মেরে পন্য নিয়ে যায়।
তাই আজ আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার সংগঠকরা এ খবর পেয়ে এখানে আসি এবং চাদাঁবাজী বন্ধ করে সকল ব্যবসায়ীদের রুখে দাড়িয়ে ঐক্যের বাঁধ গড়তে বলি । সন্ত্রাসবাদ ও চাদাঁবাজের বিরুদ্ধে লড়াই করতে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সকলেই সবর্দা প্রস্তুত আছি ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব মোঃ ইমন আহমেদ বলেন, আমি চাই প্রতিবাদ আমার থেকেই শুরু হোক এবং তা ছড়িয়ে পড়ুক।অন্যায়কে দেখে তার প্রতিবাদ না করাও আরেকটি অন্যায়। আজ থেকে চাদাবাজী বন্ধ থাকবে এই ফুটে এবং অদূর ভবিষ্যতেও যেন না হয় সেজন্য সদা প্রস্তুত থাকবে আমাদের সহযোদ্ধারা।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ
এছাড়াও পড়ুন:
আড়াইহাজারের সেপটি ট্যাংকির ঝুঁকি ও করণীয় নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
আড়াইহাজারে সেপটি ট্যাংকির ঝুঁকি ও করনীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বৈইলার কান্দী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্ড কার্যালয়ের সামনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনের আয়োজন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ জোন- ২ ।
উক্ত প্রশিক্ষণে আড়াইহাজার এলাকায় অর্ধশতাধিক নির্মাণ শ্রমিক অংশগ্রহণ করেন এবং সচেতনার মাধ্যমে সেফটি ট্যাংকির দূর্ঘটনার মোকাবেলা করে জীবন রক্ষা করার বিষয়ে প্রশিক্ষণ নেন।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক মোহাম্মদ ওসমান গনি । এই সময় নারায়ণগঞ্জ জোন-২ এবং আড়াইহাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো: রবিউল হাসানসহ অনান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে অংশ নেওয়া নির্মাণ শ্রমিক বাছেদ বলেন, নতুন এই প্রশিক্ষণে অংশ নিয়ে আমরা অনেক কিছু শিখলাম। আমরা চাই এই ধরণের প্রশিক্ষণ সবাইকে দেওয়া হোক।