বার্সেলোনার চিকিৎসকের মৃত্যু, ওসাসুনার বিপক্ষে ম্যাচ স্থগিত
Published: 9th, March 2025 GMT
বার্সেলোনার প্রথম দলের চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়ার মৃত্যুতে ওসাসুনার বিপক্ষে লা লিগার ম্যাচটি স্থগিত করা হয়েছে। ম্যাচটি পরবর্তী তারিখে পুনরায় আয়োজন করা হবে বলে জানিয়েছে বার্সেলোনা।
এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে বার্সেলোনা ঘোষণা করছে যে, আজ সন্ধ্যায় প্রথম দলের চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়ার মৃত্যু হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এই কারণে ওসাসুনার বিপক্ষে লা লিগার ম্যাচ স্থগিত করা হয়েছে এবং পরে নতুন করে সময় নির্ধারণ করা হবে। ক্লাবের পরিচালনা পর্ষদ ও সকল কর্মী তার পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’
ওসাসুনাও এক বিবৃতিতে শোক প্রকাশ করেছে, ‘ডাক্তার কার্লেস মিনারো গার্সিয়ার পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। একইসঙ্গে এই কঠিন সময়ে বার্সেলোনা ক্লাবের সকল সদস্য এবং সমর্থকদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তার আত্মার শান্তি কামনা করি।’
বার্সেলোনার চিকিৎসক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছিলেন মিনারো গার্সিয়া। তার হঠাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্যাম্প ন্যুতে। ম্যাচের নতুন সূচি শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে লা লিগা কর্তৃপক্ষ।
২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ দুইয়ে, ৫৪ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ তিনে আছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র চ ক ৎসক
এছাড়াও পড়ুন:
আমদানি বৃদ্ধি ইতিবাচক, ধারাবাহিকতা থাকতে হবে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে মূলধনি যন্ত্রপাতি ও ভোগ্যপণ্যের ঋণপত্র খোলার হারে যে প্রবৃদ্ধি হয়েছে, সেটিকে আমি ইতিবাচক হিসেবেই দেখছি। তবে তিন মাসের চিত্র দিয়ে সামগ্রিক অবস্থা এখনো মূল্যায়ন করার সময় হয়নি।
মূলধনি যন্ত্রপাতি আমদানিতে হঠাৎ প্রায় ২৩ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে। এটা সুখবর হলেও কোনো বড় প্রকল্পের মালামাল আমদানিতে এত বেশি প্রবৃদ্ধি হয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার। যদি সত্যিকারের নতুন নতুন কারখানার যন্ত্রপাতি আমদানির মাধ্যমে এ প্রবৃদ্ধি ঘটে, তাহলে তা অর্থনীতির জন্য ইতিবাচক।
মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধারাবাহিকতা থাকলেই বলা যাবে, দেশে বিনিয়োগ হচ্ছে। বিনিয়োগ হলে সামনে কর্মসংস্থানও বাড়বে। আর তাতে অর্থনীতিতেও গতি সঞ্চার হবে।
মূলধনি যন্ত্রপাতির মতো ভোগ্যপণ্যের ঋণপত্র খোলার হারও বাড়ছে। বাংলাদেশ ব্যাংক তিন মাসের যে তুলনা করে দেখিয়েছে, তাতে ঋণপত্র খোলার হার ২০ শতাংশ বেড়েছে।
সব মিলিয়ে মূলধনি যন্ত্রপাতি আমদানিতে যে প্রবৃদ্ধি হয়েছে, তা আগামী কয়েক মাস অব্যাহত থাকলে অর্থনীতিতে কর্মচাঞ্চল্য বাড়বে।
মোহাম্মদ মোস্তফা হায়দার, পরিচালক, টি কে গ্রুপ