ইটভাটায় কিশোরী সহকর্মীকে ধর্ষণের অভিযোগে শ্রমিক গ্রেপ্তার
Published: 10th, March 2025 GMT
শেরপুরের নকলায় ইটভাটার এক কিশোরী শ্রমিককে (১৫) ধর্ষণের অভিযোগে আরেক শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে গতকাল রোববার রাতে থানায় মামলা করেছেন।
গ্রেপ্তার সাব্বির হোসেনের (২০) বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়। তিনি নকলা উপজেলার একটি ইটভাটায় কাজ করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সাব্বির ও ওই কিশোরী ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করেন। গতকাল বিকেলে বিয়ের আশ্বাস দিয়ে ইটভাটার নির্জন স্থানে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন সাব্বির। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে নকলা থানায় খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে এবং সাব্বিরকে আটক করে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান আজ সোমবার সকালে বলেন, গ্রেপ্তার সাব্বিরকে শেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরীকে শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইটভ ট
এছাড়াও পড়ুন:
তিনি চাকরি ছাড়বেন শুনলেই সহকর্মীরা হাসাহাসি করেন
নাটক, সিনেমা কিংবা ওয়েব—সব প্ল্যাটফর্মেই তিনি সরব। তবে অনেকেই হয়তো জানেন না, এই অভিনেতা চাকরির ফাঁকে শুটিং করেন। একসঙ্গে দুই জায়গায় মানিয়ে নিতে পারছিলেন না। এ কারণে দু–তিন মাস পরপরই সিদ্ধান্ত নেন, চাকরি ছাড়বেন। তাঁর এই চাকরি ছাড়ার কথা শুনলেই এখন সহকর্মীরা হাসাহাসি করেন। এই অভিনেতার নাম মোস্তফা মন্ওয়ার। আজ তাঁর জন্মদিন।
এই অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, চাকরি ছাড়ার কথা তিন-চার মাস পরপর বলবেন—এটা সহকর্মীরা ধরেই নিয়েছেন। কারণ, শুটিংয়ে সময় দিতে হয়। অফিসেও দায়িত্ব পালন করতে হয়।
মোস্তফা মন্ওয়ার বলেন, ‘দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে আমি অভিনয় ও চাকরি একসঙ্গে করছি। অনেকবার চেয়েছি চাকরি ছেড়ে শুধু শুটিং শুরু করি। কিন্তু কোনোভাবেই এটা হচ্ছে না। অর্থনৈতিক কারণে অভিনয়কেই শুধু পেশা হিসেবে নিতে পারছি না। চাকরিও ছাড়তে পারছি না। এর আগে চার-পাঁচবার চাকরি ছেড়েছি। কিন্তু আবার চাকরিতেই ফিরতে হয়েছে। ছুটির দিনে পরিবারকে সময় দিতে পারি না। শুটিংয়ে যাই।’
মোস্তফা মন্ওয়ার। ছবি: ফেসবুক থেকে