সারা দেশে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় এর প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে ফরিদপুরের সর্বস্তরের জনগণ মানববন্ধন করেছেন। মঙ্গলবার সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, নাগরিক সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও ধর্ষণের শিকার এক শিশুর মা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। দোষীদের দ্রুত বিচার নিশ্চিত না হলে অপরাধীরা আরও সাহসী হয়ে উঠবে।

এ সময় বক্তব্য রাখেন সমাজকর্মী জেবা তাহাসিন, শিক্ষার্থী তানিয়া আহমেদ, মো.

আশিকসহ ধর্ষণের শিকার এক শিশুর মা। শিশুটির মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার সন্তানের ওপর যে অত্যাচার হয়েছে, তা কোনো মা-বাবার কাছেই মেনে নেওয়া সম্ভব নয়। আমরা চাই, ধর্ষকেরা কঠোর শাস্তি পাক এবং এমন ঘটনা আর না ঘটুক।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘ধর্ষকের ঠাঁই বাংলায় হবে না’, ‘ধর্ষণের বিরুদ্ধে শূন্য সহনশীলতা চাই’, ‘দ্রুত বিচার, কঠোর শাস্তি’—এমন বিভিন্ন স্লোগানে প্রতিবাদ জানান তারা।

স্থানীয় শিক্ষার্থী তানিয়া আহমেদ বলেন, ধর্ষণের মতো অপরাধ শুধু একজন নারী নয়, পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। এজন্য আমাদের কঠোর আইন ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান এবং আশা প্রকাশ করেন যে, এই আন্দোলন সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার ও বিচারের দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন আইনজীবীরা। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নড়াইল আদালত চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন নড়াইল আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট এস এম আব্দুল হক। বক্তব্য রাখেন- নড়াইল আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট আজিজুল ইসলাম, সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার, অ্যাডভোকেট মাহবুব মোশেদ জাপল ও অ্যাডভোকেট রাজীব।

আরো পড়ুন:

বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি

নারায়ণগঞ্জে ৭ খুন: মামলার রায় দ্রুত কার্যকর চান স্বজনরা

বক্তারা বলেন, গণতন্ত্রকে হত্যা করে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারকে আজীবন ক্ষমতা রাখার জন্য জুডিসিয়াল যত কাজ তার সবই সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক করেছেন। তিনি জনগণের ভোটের অধিকার হরণ করেছেন। তাকে দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান বক্তারা।

ঢাকা/শরিফুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • নির্দোষ দাবি প্রতিপক্ষের, হয়নি মামলা
  • তারেক রহমানের ৩১ দফার মধ্যেই সংস্কার রয়েছে, অচিরেই নির্বাচন দিন : সোহাগ
  • বাসে হামলার প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন
  • ধর্ষকদের শাস্তির দাবিতে তিতুমীরে মানববন্ধন
  • উত্তরায় বাসে হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন
  • সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
  • চলতি বছর বিশ্বে মন্দার ঝুঁকি বেড়েছে, জরিপে অর্থনীতিবিদদের শঙ্কা
  • বুয়েটের নতুন রিকশার অনুমোদন দেবে সরকার, ‘মাস্টার ট্রেইনার’ হবেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা
  • জুলাই অভ্যুত্থানে শহীদের ভাইকে কোপানোর ঘটনায় মামলা, প্রতিবাদ কর্মসূচি
  • শাহজালাল বিশ্ববিদ্যালয়: নিষেধাজ্ঞা অমান্য করে কর্মসূচি, ছাত্রদলের সভাপতি-সম্পাদককে নোটিশ