সিদ্ধিরগঞ্জে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২টায় সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের উত্তর পাড়ে সৃষ্টি যুব সংসদের উদ্যোগে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় সারাদেশে খুন ধর্ষণসহ নানাবিধ অপরাধ কর্মকান্ডের দ্রুত বিচার দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রখেন, সৃষ্টি যুব সংসদের সাধারণ সম্পাদক মো: শাহাদাত হোসেন, সংগঠক মো: আব্দুল্লাহ, নারায়ণগঞ্জ মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব তফাজ্জল হক ফয়েজী, সদস্য সিয়াম হাওলাদার, নাসিক ৪নং ওয়ার্ড শিমরাইল উত্তর ইউনিট জামায়াতে ইসলামীর সভাপতি মিজানুর রহমান মীর, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা রুবেল মাহমুদ, জাহিদুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটি, সিদ্ধিরগঞ্জের নেতা মো: ইসমাঈল হোসেন, সৃষ্টি যুব সংসদের সদস্য শারমিন রহমান ছোয়া ও মো: সুজন মাহমুদ।

সারাদেশে সম্প্রতি যেসব ধর্ষণের ঘটনা ঘটেছে সেসব ঘটনার সর্বোচ্চ শাস্তি এবং বিচার প্রক্রিয়া দ্রুত করার দাবী জানিয়ে বক্তরা অর্ন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, ২৪-এর গনঅভ্যুত্থান এবং বর্তমান সরকারকে ব্যর্থ করতে স্বৈরাচারী আওয়ামীলীগের দোসররা দেশকে অস্থীতিশীল করার জন্য এসব খুন-ধর্ষণ এবং রাহাজানী শুরু করেছে। তাই অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সৃষ্টি যুব সংসদের সদস্য আরোহী ইসলাম, তৃষা আক্তার, স্বাক্ষর, শাওন, সোহান, রাহাত, আনিসুর রহমান, হৃদয় আহমেদ ও জোনায়েদসহ প্রমূখ।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ ম নববন সদস য

এছাড়াও পড়ুন:

ভাসানী বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী রোডম্যাপের দাবিতে মানববন্ধন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী রোডম্যাপের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রশাসনিক ভবণের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করেন।

আরো পড়ুন:

সিএনজি চালকের বিরুদ্ধে কুবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

অবশেষে শেষ হলো জাকসু নির্বাচনের ভোট গণনা

এতে বক্তব্য দেন, অপরাধতত্ব ও পুলিশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আক্তারুজ্জামান সাজু, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী কাশিফ আহমাদ প্রমুখ।

বক্তারা বলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) গঠনের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছি। আমাদের সুস্পষ্ট দাবিগুলো হচ্ছে, ছাত্র সংসদের গঠনতন্ত্র প্রণয়ন; নির্বাচনী রোডম্যাপ প্রকাশ; অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন। কিন্তু দুঃখজনকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন নামমাত্র একটি কমিটি গঠন করলেও এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করেনি। আমরা গত রবিবার (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত সময়সীমা দিয়েছিলাম। প্রতিবারের মতো এবারো প্রশাসন প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি।

বক্তারা আরো বলেন, পূর্বঘোষিত সতর্কবার্তার ভিত্তিতে আমরা আজ মানববন্ধন কর্মসূচি পালনে বাধ্য হয়েছি। এ কর্মসূচি কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনী রোডম্যাপ প্রকাশের দাবিতে আমাদের দৃঢ় অবস্থানের প্রকাশ।

সেইসঙ্গে আমরা আপনাদের একটি সুসংবাদ দিতে চাই যে, আমরা খুব শিগগিরই ঐতিহাসিক দরবার হলে একটি ছাত্র সম্মেলনের পরিকল্পনা করছি। যেখানে ক্যাম্পাসের সব রাজনৈতিক ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ শিক্ষার্থীর সমন্বয়ে মাকসুর রূপরেখা কেমন হতে পারে, তা নিয়ে আলোচনা করা হবে। আমরা খুব দ্রুতই এই সম্মেলন আয়োজক কমিটি গঠন করে শিক্ষার্থীদের নিকট প্রকাশ করব ইনশাআল্লাহ।

ঢাকা/কাওছার/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • খুলনায় নামের বিভ্রান্তিতে ২ কলেজ, প্রতিকার দাবি
  • বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর উপজেলা কমিটি গঠন
  • নারায়ণগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শনে জাতীয় প্রেস ক্লাব সম্পাদক
  • সিদ্ধিরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের রূপকার সাংবাদিক আবদুল অদুদের সাথে মতবিনিময়
  • রূপগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন 
  • প্রস্তাবিত কাঠামোয় বিশ্ববিদ্যালয় চান না সাত কলেজের শিক্ষকেরা
  • ১৩ ঘণ্টা পর রংপুরের রেল যোগাযোগ সচল
  • বন কর্মকর্তার ১৭ বিয়ে: আদালতে মামলা, তদন্তে পিবিআই
  • সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের স্থান পরিবর্তনের দাবিতে ৫টি পরিবেশবাদী সংগঠনের মানববন্ধন
  • ভাসানী বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী রোডম্যাপের দাবিতে মানববন্ধন