ভারতে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিংককে নিতে ব্যাপক তোড়জোড় চলছে। এ লক্ষ্যে ভারতীয় প্রতিষ্ঠান এয়ারটেল ইতিমধ্যে মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে। এবার মুকেশ আম্বানির জিও প্ল্যাটফর্মও প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি সই করেছে।

আজ বুধবার জিও প্ল্যাটফর্ম থেকে এই চুক্তি সইয়ের ঘোষণা আসে। মাত্র এক দিন আগেই টেলিকম ব্যবসায় আম্বানিদের প্রতিদ্বন্দ্বী ভারতী এয়ারটেল স্পেসএক্সের সঙ্গে একই ধরনের একটি চুক্তি সইয়ের ঘোষণা দিয়েছে।

স্টারলিংক পরিষেবা ভারতে আনার বিষয়ে কয়েক মাস ধরে ইলন মাস্ক ও মুকেশ আম্বানির কোম্পানির মধ্যে আলোচনা চলছিল। যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি স্পেসএক্সের স্টারলিংক কৃত্রিম উপগ্রহের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে।

কৃত্রিম উপগ্রহের মাধ্যমে হওয়ায় দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলেও স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা পাওয়া যায়। তবে এই সেবা পেতে কতটা বেশি দাম দিতে হবে, তা নিয়ে ভারতের বাজারে বিতর্ক রয়েছে।

যদিও মনে হচ্ছে, বিশ্বের সর্ববৃহৎ জনসংখ্যার দেশ ভারতের টেলিযোগাযোগ খাতের প্রতিষ্ঠানগুলো স্পেসএক্সের সঙ্গে হাতে হাত মিলিয়ে সেখানে স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির ইন্টারনেট পরিষেবা নিয়ে আসতে প্রস্তুত।

জিওর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, স্পেসএক্সের সঙ্গে যে চুক্তি হয়েছে, তাতে জিও তাদের খুচরা বিক্রয়কেন্দ্রগুলোতে ভবিষ্যতে স্টারলিংকের যন্ত্রাংশ বিক্রির প্রস্তাবও দিয়েছে।

এ ছাড়া গ্রাহকদের স্টারলিংকের ইন্টারনেট সংযোগ দেওয়া এবং সেটির রক্ষণাবেক্ষণ কাজেও জিও সহায়তা করতে চায়। তবে জিওর সঙ্গে স্পেসএক্সের এই চুক্তি ভারতে মার্কিন কোম্পানিটির স্টারলিংক পরিষেবা বিক্রির অনুমোদন পাওয়ার ওপর নির্ভর করছে বলেও বিবৃতিতে বলা হয়েছে।

স্টারলিংক ইন্টারনেট বিক্রির জন্য স্পেসএক্সকে ভারত সরকারের কাছ থেকে অনুমতি পেতে হবে। গত মাসে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছিল, ভারতে স্পেসএক্সের স্টারলিংক ব্যবসার নিবন্ধনের আবেদন প্রাথমিক অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছে।

স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবা দিতে মুকেশ আম্বানির কোম্পানি এ-সংক্রান্ত আরও কয়েকটি কোম্পানির সঙ্গে আলাদাভাবে কাজ করছে। জিও ২০২২ সালে লুক্সেমবার্গের কোম্পানি এসইএসের সঙ্গে একটি যৌথ উদ্যোগ ঘোষণা করেছিল।

গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফরে গেলে ওয়াশিংটনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন ইলন মাস্ক। যদিও বর্তমানে ভারতের বাজারে ইলন মাস্কের কেবল সামাজিক মাধ্যম ‘এক্স’-এর ব্যবসা রয়েছে।

মাস্কের আরেক প্রতিষ্ঠান টেসলাও ভারতের বাজারে প্রবেশের অপেক্ষায় আছে। বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশ ভারত।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স প সএক স র স ইলন ম স ক আম ব ন র

এছাড়াও পড়ুন:

মুন্সীগঞ্জে ড্রেনের ভেতরে মিলল ২৩টি ককটেল, আটক ১

মুন্সীগঞ্জে ড্রেনের ভেতর তিনটি প্লাস্টিকের বালতিতে লুকিয়ে রাখা ২৩টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ঘটনাস্থলের পাশে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বোনের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম জব্দ করে তারা। পাশাপাশি মোহাম্মদ হাসান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রবিবার (২ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার ড্রেন থেকে ককটেলগুলো উদ্ধার হয়। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

অভয়নগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা, আহত ৩

দিনাজপুরে পুকুর পাড় থেকে গ্রেনেড উদ্ধার 

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ঢাকনা খোলেন স্থানীয়রা। এ সময় তারা প্লাস্টিকের বালতিতে তুষ দিয়ে ঢেকে রাখা অবস্থায় কিছু বস্তু দেখতে পান। পাশাপাশি তিনটি ড্রেনের ঢাকনা খুলে তারা একই চিত্র দেখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রেনের ভেতর থেকে তিনটি বালতিতে রাখা ২৩টি তাজা ককটেল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

আটক হাসান মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেন পাটোয়ারীর ভাগ্নি জামাই বলে জানিয়েছে পুলিশ।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে। এ সময় মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারির বোন সেলিনা বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে হাসান নামে একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ