ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের সাধারণ নির্বাচনে মধ্যডানপন্থি বিরোধীরা আশ্চর্যজনক জয় পেয়েছে। ডেনমার্ক থেকে ধীরে ধীরে স্বাধীনতার পক্ষে থাকা ডেমোক্রেটিক দলটি প্রায় ৩০ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। খবর বিবিসির

প্রাথমিক ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। আর নালেরাক পার্টি ২৪ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ২১ শতাংশ ভোট পেয়ে ক্ষমতাসীন আইএ পার্টি তৃতীয় অবস্থানে নেমে গেছে। ‘সোশ্যাল লিবারেল’ হিসেবে পরিচয় দেওয়া ডেমোক্রেটিক পার্টি গ্রিনল্যান্ডের স্বাধীনতাকে সমর্থন করে।

স্বাধীনতাপন্থি দলগুলোর মধ্যে জাতীয়তাবাদী হিসেবে পরিচিত নালেরাক পার্টি এরই মধ্যে একটি ‘অত্যাশ্চর্য’ নির্বাচনী সফলতার দিকে এগিয়ে চলেছে বলেও জানিয়েছে কেএনআর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকাঙ্ক্ষিত অঞ্চলটিতে স্বাধীনতার পক্ষে থাকা জাতীয়তাবাদী নালেরাক পার্টির সমর্থন বেশ বেড়েছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সিলেট জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার 

সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাতে নগরীর শেখঘাট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা-পুলিশ। 

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তাকে ওই সব মামলায় গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। তিনি জানান, দুপুরে তাকে আদালতে হাজির করা হবে।

সম্পর্কিত নিবন্ধ