আইসিসির হেফাজতে দুতার্তের প্রথম রাত্রি কেন এত গুরুত্বপূর্ণ
Published: 14th, March 2025 GMT
ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে ম্যানিলায় গ্রেপ্তার করে দ্য হেগে পাঠানোর পর নেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) আটককেন্দ্রে। গত বুধবার রাতে কেন্দ্রটির বাইরে সমবেত হয়েছিলেন তাঁর সমর্থকেরা। তাঁদের হাতে ছিল জাতীয় পতাকা; স্লোগান দিচ্ছিলেন তাঁকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে। এ সময় একটি গাড়ি আটককেন্দ্রের লোহার ফটক হয়ে বেরিয়ে যাচ্ছিল দ্রুতগতিতে। ধারণা করা হচ্ছে, গাড়িটিতে দুতার্তে ছিলেন।
নেদারল্যান্ডসের দ্য হেগে উড়োজাহাজ থেকে নামার কিছু আগেও ৭৯ বছর বয়সী দুতার্তে তাঁর রক্তক্ষয়ী ‘মাদকযুদ্ধ’ নিয়ে আত্মপক্ষ সমর্থন করেন। আইসিসি বলছেন, এ যুদ্ধে দুতার্তের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ করার ‘গ্রহণযোগ্য ভিত্তি’ রয়েছে।
ফিলিপাইনে পৌর মেয়র থাকাকালে ও পরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দুতার্তের ‘মাদকযুদ্ধে’ স্বল্পকালীন মাদক কারবারি, মাদকসেবী এবং আরও অনেকে বিচারবহির্ভূত হত্যার শিকার হন।
সরকারিভাবে নিহত ব্যক্তিদের এ সংখ্যা প্রায় ছয় হাজার। যদিও মানবাধিকারকর্মীদের ধারণা, প্রকৃতপক্ষে এ সংখ্যা হাজার হাজার।
দুতার্তে বলেছেন, দেশের সড়কগুলো থেকে অপরাধ নির্মূল করতে তিনি মাদক কারবারিদের বিরুদ্ধে ওই অভিযান চালিয়েছিলেন।
তবে মানবাধিকার গোষ্ঠীগুলোর অভিযোগ, এ অভিযানের ঢালাও অপব্যবহার করেছে পুলিশ, নিশানা বানিয়েছে শহরের দরিদ্র তরুণদের।
ফিলিপাইনে পৌর মেয়র থাকাকালে ও পরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দুতার্তের ‘মাদকযুদ্ধে’ স্বল্পকালীন মাদক কারবারি, মাদকসেবী এবং আরও অনেকে বিচারবহির্ভূত হত্যার শিকার হন। সরকারিভাবে নিহতদের এ সংখ্যা ছয় হাজারের মতো। যদিও মানবাধিকারকর্মীদের ধারণা, প্রকৃতপক্ষে এ সংখ্যা হাজার হাজার।দুতার্তে এশিয়ার প্রথম কোনো সাবেক রাষ্ট্রপ্রধান, যিনি আইসিসির বিচারের সম্মুখীন হচ্ছেন। এ ছাড়া তিনিই প্রথম কোনো সন্দেহভাজন সাবেক রাষ্ট্রনেতা, যাকে গত তিন বছরের মধ্যে দ্য হেগে পাঠানো হলো।
বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের গুরুত্বপূর্ণ একটি মুহূর্তে সেখানে হাজির করা হলো দুতার্তেকে।
কীভাবে কারা প্রকোষ্ঠে গেলেন দুতার্তে
রদ্রিগো দুতার্তেকে গত সোমবার গ্রেপ্তার করে দ্য হেগের কাছে সমর্পণ করা নজিরবিহীন কিছু ঘটনার ফসল।
দুতার্তের সমর্থকদের অভিযোগ, ফিলিপাইনের বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস আইসিসিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন, যিনি প্রকাশ্যে ক্ষমতাধর দুতার্তে পরিবারের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছেন।
আমি আমাদের আইন প্রয়োগকারী সংস্থা ও সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছি। আমি বলেছি, আমি তোমাদের সুরক্ষা দেব এবং তোমরা যা করবে, তার সব দায়দায়িত্ব আমার।রদ্রিগো দুতার্তে, ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্টযখন একটি দেশের অভ্যন্তরীণ আদালতগুলো কোনো প্রভাবশালী ব্যক্তির বিচার করতে অসমর্থ হয় বা বিচার করতে আগ্রহী হয় না, তখন তাঁকে কাঠগড়ায় দাঁড় করানোর সর্বশেষ স্থল হলো আইসিসি। কিন্তু দুতার্তের এ ঘটনা আইসিসির এখতিয়ার কার্যকর করার ক্ষেত্রে এই আদালত রাষ্ট্রীয় সহযোগিতার ওপর কতটা নির্ভরশীল, তা-ই স্মরণ করিয়ে দেয়। কার্যকর অর্থেই সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতা ছাড়া এমন অপরাধীদের গ্রেপ্তারের কোনো ক্ষমতা এই আদালতের নেই, যা প্রায়ই প্রত্যাখ্যান করা হয়ে থাকে।
দুতার্তের ক্ষেত্রে এমনকি ২০২২ সাল পর্যন্ত তাঁকে কখনো আইসিসিতে বিচারের সম্মুখীন করার সুযোগ পাওয়া ছিল দৃশ্যত অচিন্তনীয়। ওই সময় দুতার্তের মেয়ে ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তে প্রেসিডেনশিয়াল নির্বাচনে জিততে মার্কোসের সঙ্গে শক্তিশালী জোট গড়ে তোলেন।
দুতার্তে পরিবারের সঙ্গে মার্কোসের সম্পর্ক এতটাই ভালো ছিল যে কয়েক মাস আগপর্যন্ত তিনি আইসিসিকে সহযোগিতা করার ধারণা নাকচ করে দেন। কিন্তু দুতার্তের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করে তাঁকে এখন দ্য হেগের কাছে তুলে দেওয়া হলো। এতে এটিই বোঝা গেল, রাজনীতির হাওয়া যখন পাল্টে যায়, তখন একসময় যাঁকে ভাবা হচ্ছিল ধরাছোঁয়ার বাইরেই থাকবেন, তিনিই এসে গেলেন দ্য হেগের নাগালে।
যখন একটি দেশের অভ্যন্তরীণ আদালতগুলো কোনো প্রভাবশালী ব্যক্তির বিচার করতে অসমর্থ হয় বা বিচার করতে আগ্রহী হয় না, তখন তাঁকে কাঠগড়ায় দাঁড় করানোর সর্বশেষ স্থল হলো আইসিসি। কিন্তু দুতার্তের এ ঘটনা আইসিসির এখতিয়ার কার্যকর করার ক্ষেত্রে এই আদালত রাষ্ট্রীয় সহযোগিতার ওপর কতটা নির্ভরশীল, তা-ই স্মরণ করিয়ে দেয়। কার্যকর অর্থেই সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতা ছাড়া এমন অপরাধীদের গ্রেপ্তারের কোনো ক্ষমতা এই আদালতের নেই, যা প্রায়ই প্রত্যাখ্যান করা হয়ে থাকে।ম্যানিলায় গ্রেপ্তার হওয়া থেকে শুরু করে দ্য হেগে উড়োজাহাজে অবতরণ—দুতার্তকে প্রত্যর্পণের পুরো প্রক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন তাঁর মেয়ে কিটি ও সহযোগীর মাধ্যমে দুতার্তে নিজেই। দুতার্তেকে বহনকারী উড়োজাহাজকে ফ্লাইট রাডারে সার্বক্ষণিক নজরে রাখা হচ্ছিল।
ফেসবুকে এক ভিডিও বার্তায় ফিলিপাইনের সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ‘আমি আমাদের আইন প্রয়োগকারী সংস্থা ও সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছি। আমি বলেছি, আমি তোমাদের সুরক্ষা দেব এবং তোমরা যা করবে, তার সব দায়দায়িত্ব আমার।’ ম্যানিলা থেকে দ্য হেগ—২৪ ঘণ্টার যাত্রায় আরও কিছু পোস্ট শেয়ার করেছেন দুতার্তে। এটি সেগুলোরই একটি।
আরও পড়ুনফিলিপাইনে মাদকবিরোধী যুদ্ধের সব দায় নিলেন দুতার্তে১৩ মার্চ ২০২৫আইসিসির জন্য খুবই প্রয়োজনীয় এ বিজয়?
দুতার্তেকে গ্রেপ্তার করার ঘটনা এখন এ কঠোর বার্তাই দিচ্ছে যে ব্যক্তিবিশেষ যত ক্ষমতাশালী হোন না কেন, নিজ কর্মকাণ্ডের জন্য তাঁকে জবাবদিহি করানো যেতেই পারে। এর মধ্য দিয়ে রোধ করা যেতে পারে ভবিষ্যতে ক্ষমতার অপব্যবহারও।
জাতীয় সার্বভৌমত্ব প্রশ্নে আইসিসির ভূমিকা নিয়েও বিতর্ক উসকে দিয়েছে দুতার্তেকে গ্রেপ্তার করার এ ঘটনা। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো আইসিসির সদস্য নয়, এমন দেশগুলো প্রায়ই এ বিষয়ে উদ্বেগ জানিয়ে থাকে।
আরও পড়ুনফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তেকে আইসিসিতে পাঠানো হয়েছে১২ মার্চ ২০২৫তহবিলের জোগান পেতে ও নিজেকে কর্মক্ষম হিসেবে তুলে ধরতে আন্তর্জাতিক এই আদালত তার ১২৮ সদস্যদেশের ওপর নির্ভরশীল।
তাই গণমাধ্যমের শিরোনাম হয়ে দুতার্তের হেগে প্রত্যর্পণ ও আইসিসির আটককেন্দ্রে প্রথম রাত থাকার ঘটনা এ আদালতকে অতিপ্রয়োজনীয় বিজয়ই এনে দিয়েছে—এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
গুরুত্বপূর্ণ দুই রাষ্ট্রনেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর দুতার্তেকে দ্য হেগে নিয়ে আসা, এটিই প্রমাণ করে, ভয়ানক নিষ্ঠুরতায় জড়িত ব্যক্তিকে বিচারের মুখোমুখি করার সক্ষমতা আইসিসির রয়েছে। যদিও ইতিপূর্বে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করা তার পরোয়ানা কার্যকর না হওয়ার সম্ভাবনাই বেশি।
দুতার্তের বিচার আইসিসির জন্য এক গুরুত্বপূর্ণ পরীক্ষাও বটে। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করাকে কেন্দ্র করে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খানের বিরুদ্ধে সম্প্রতি নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সাবেক প্রেসিডেন্ট দুতার্তেকে গ্রেপ্তার করা এই আদালতকে শক্ত জবাব দেওয়ার সুযোগ এনে দিয়েছে।
আরও পড়ুনঅপরাধ দমনে ‘ডেথ স্কোয়াড’ রাখার কথা স্বীকার করলেন দুতার্তে২৯ অক্টোবর ২০২৪আরও পড়ুনআইসিসির পরোয়ানায় গ্রেপ্তার হলেও দুতার্তের বিচার করা কি সম্ভব হবে১২ মার্চ ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ ল প ইন র স ব ক গ র প ত র কর ব চ র করত ব চ র কর আইস স র ক র যকর সহয গ ত পর য় ন র কর র অপর ধ প রথম ক ষমত
এছাড়াও পড়ুন:
গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় গত চার দিনে ১২ শিশুর জামিন নামঞ্জুর
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৮ জন শিশু রয়েছে। এর মধ্যে গত চার দিনে ১২ শিশুর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার সাত শিশুর জামিন আবেদনের শুনানি হয়। গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ আরাফাত হোসেন তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে সোম ও মঙ্গলবার পাঁচ শিশুর জামিন আবেদন করা হয়। তাদের জামিন নামঞ্জুর করা হয়। ওই পাঁচজনের জামিন আবেদন করা হয়েছিল ম্যাজিস্ট্রেট আদালতে।
কারাগার সূত্র জানায়, গত ১৬ জুলাই সংঘর্ষের পর ১৭ ও ১৮ জুলাই জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮ শিশুকে আটক করে পুলিশ। ১৮ জুলাই তাদের আদালতে হাজির করে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। পরে ২১ জুলাই তাদের যশোরের পুলেরহাট শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।
আদালতের নথি অনুযায়ী, গ্রেপ্তার হওয়া শিশুদের বয়স, ঠিকানা পরিষ্কারভাবে উল্লেখ নেই। তবে গতকাল পর্যন্ত ১২ শিশুর নাম ও পরিচয় শনাক্ত হয়েছে। প্রথম আলোর পক্ষ থেকে চার পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। অভিভাবকদের অভিযোগ, তাদের সন্তানদের কোনো ধরনের তদন্ত ছাড়াই আটক করা হয়েছে।
আরও পড়ুনগ্রেপ্তার হওয়া শিশুদের বিষয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ২৭ জুলাই ২০২৫একজন শিশুর বাবা বলেন, ‘সংসারে অভাব–অনটন, নিজেরাই সংসার চালাইতে পারি না। আমার কষ্ট দেখে ছেলে রাজমিস্ত্রির কাজে যোগ দেয়। সে গোপালগঞ্জ সদর উপজেলার রমজান শেখ নামের একটা রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে। কাজের সময় পুলিশ তাদের ধরে নিয়ে যায়।’
আরেক শিশুর ভ্যানচালক বাবা বলেন, ‘আমরা গরিব মানুষ, কোথাও কোনো কাইজের মধ্যে নেই। তিনডা ছেলে, বড়টা একটা মাদ্রাসার শিক্ষক। ছোট দুইডা এখনো পড়ে। যারে ধরছে, সে সবার ছোট। ওই দিন সকালে আমার মাদ্রাসায় গেছে, পরীক্ষা ছিল। পরে দুপুরের আগে আমি নিজে যাইয়ে নিয়ে আসছি। সেদিন বাড়িতেই ছিল। পরের দিনও সারা দিন বাড়ি ছিল, সেদিন তো কারফিউ ছিল। আসরের নামাজের পর আমার কাছ থেকে ২০ টাকা নিয়ে গেছে চটপটি খাইতে। পাশে মাদ্রাসার সামনেই চটপটির দোকান বসে। সেই হান দে ওরে ধইরে নিছে।’
ওই ব্যক্তি আরও বলেন, ‘ধরার ঘণ্টাখানেক পর থানা থেইকা ফোন দিছে, কয় ছেলে ধরা হইছে। আমরা থানায় গিয়া অনেক কইছি, ও তো কোথাও যায় না, কোনো গ্যাঞ্জামের ছেলে না। মাদ্রাসায় পড়ে। কিন্তু কেউ কিছুই শুনল না। ছেলেরে ছাড়ায় আনতে অনেক জায়গায় দৌড়াইছি।’ তিনি জানান, এ ঘটনার পর থেকে তাঁদের প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে।
এ ছাড়া জামিনের আশ্বাস দিয়ে কয়েকজন লোক তাদের কাছ থেকে টাকা নিয়েছে বলেও অভিযোগ করেন একজন অভিভাবক।
আরও পড়ুনগোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় আরও একটি মামলা, আসামি ৪৭৭ জন৩১ জুলাই ২০২৫গ্রেপ্তার এক শিশুর আইনজীবী ফিরোজা বেগম বলেন, ১৬ জুলাই সহিংসতার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এই শিশুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ফৌজদারি কার্যবিধির ১৭৩ ধারায় দ্রুত তদন্ত করে নির্দোষ প্রমাণিত হলে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুযোগ রয়েছে।
এ বিষয়ে সরকারি কৌঁসুলি তৌফিকুল ইসলাম বলেন, শিশুরা অল্প সময় আগে গ্রেপ্তার হয়েছে, এখনো তদন্ত চলছে। তাই হয়তো বিচারক জামিন নামঞ্জুর করেছেন। এ মামলায় এখনো কারও জামিন হয়নি।
আরও পড়ুনগোপালগঞ্জে সংঘাতের ইঙ্গিত ছিল স্পষ্ট, নিরাপত্তা প্রস্তুতি নিয়ে প্রশ্ন ১৮ জুলাই ২০২৫