Samakal:
2025-05-01@03:27:15 GMT

আবার চালু অবৈধ ইটভাটা

Published: 16th, March 2025 GMT

আবার চালু অবৈধ ইটভাটা

ভোলা জেলায় ১০৯টি ইটিভাটা রয়েছে। এর মধ্যে ২৭টির বৈধ কাগজপত্র নেই। এসব ভাটায় মাটি কেটে ড্রাম চিমনি ও সাধারণ মানের চুল্লিতে কাঠ পুড়িয়ে পরিবেশের ক্ষতি করা হচ্ছে। এর পরও নানা কারণে ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করা যাচ্ছে না।
আজ ১৭ মার্চ থেকে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী পাঁচ বিভাগের সব অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এর মধ্যে বৈধ কাগজপত্র না থাকায় ভোলা জেলাসহ বিভিন্ন উপজেলার বেশ কয়েকটি ইটভাটা গুঁড়িয়ে দেয় পরিবেশ অধিদপ্তর। এর পর আবার চালু করা হয়েছে অবৈধ ইটভাটাগুলো। নীতিমালা অমান্য করে অধিকাংশ ভাটায় চলছে কাঠ পোড়ানোর মহোৎসব। ভ্রাম্যমাণ আদালত মোটা অঙ্কের জরিমানা ও ভাটা ভেঙে দিয়েও দমিয়ে রাখতে পারছেন না।  
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ৫ মার্চ চরফ্যাসনের মাদরাজ এলাকায় মেসার্স ক্রাউন ব্রিকসের চিমনি ও কিলন ভেঙে ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। সততা, আনিশা, সরমান, এ আলী ও মধুমতি ব্রিকসের মালিককে ২৯ লাখ টাকা জরিমানা করে কাঁচা ইট, স-মিল ও চিমনি ভেঙে দেওয়া হয়। ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয় এসব অবৈধ ইভাটার। এর আগে সদর উপজেলার রূপালী ব্রিকস, ফাইভ স্টার, পান্না, বাঘা  ও গাজী ব্রিকসকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়। 
এর একদিন পর ৭ মার্চ ক্রাউন ব্রিকস কর্তৃপক্ষ নতুন চিমনি বসিয়ে কাঠ দিয়ে ইট পোড়ানো শুরু করে। ভেঙে ফেলা স-মিল মেরামত করে কাঠ চেরাইয়ের কাজ চলছে। শ্রমিকরা ব্যস্ত ইট তৈরির কাজে। একইভাবে মেরামত কাজ চলছে সততা ব্রিকসে। চরফ্যাসনের চর নুরুল আমিন গ্রামে কৃষি জমিতে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আল আমিন মুন্সি অবৈধভবে করা ‘পদ্মা-২’ নামের ইটভাটা গড়ে তোলেন। ৫ আগস্টের পর সাবেক ইউপি সদস্য মোরশেদ আলম সেখানে ‘ঢাকা ব্রিকস’ নামে নতুন সাইনবোর্ড টানিয়ে কাঠ পোড়ানো অব্যাহত রাখেন। একই গ্রামের তেঁতুলিয়া ব্রিকসেও কাঠ পোড়ানো অব্যাহত রয়েছে। 
এ বিষয়ে মেসার্স ক্রাউন ব্রিকসের ম্যানেজার মো.

বাচ্চু জানান, ভাটাটি তারা জিকজ্যাকে বাস্তবায়ন করবেন। তাই প্রাথমিক কাজের জন্য কিছু ইট পোড়ানো হচ্ছে। সততা ব্রিকসের মালিক নুরে আলমের ভাষ্য, চলতি মৌসুমে ভাটা চালু করেছেন। লাইসেন্সের জন্য কাগজপত্র সংশ্লিষ্ট অফিসে জমা দিয়েছেন।   
আইন অমান্য করা ইটভাটা মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়া। জেলা প্রশাসক আজাদ জাহান জানান, অবৈধ ইটভাটার চিমনিসহ অন্যান্য উপকরণ ভেঙে বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। এর পরও যারা নতুন করে ভাটা চালুর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থঅ নেওয়া হবে। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ইটভ ট পর ব শ

এছাড়াও পড়ুন:

সিনিয়র স্টাফ নার্সের মৌখিক পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ১০ম গ্রেডের ‘সিনিয়র স্টাফ নার্স’ পদের মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন-পিএসসি। মৌখিক পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবনে (আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা) অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষা ২৭ এপ্রিল থেকে শুরু হয়েছে। মৌখিক পরীক্ষা শেষ হবে ২২ মে’তে। বিভিন্ন কারণে যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে, সেই তালিকাও প্রকাশ করা হয়েছে।  আজ সোমবার (২৭ এপ্রিল) পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

সিনিয়র স্টাফ নার্সের সংশোধিত সূচি.pdfডাউনলোডআরও পড়ুনবিসিএসে নতুন সিলেবাস, ভারত–শ্রীলঙ্কা–সিঙ্গাপুরের চাকরির পরীক্ষার সিলেবাস নিয়ে কাজ করছে পিএসসি১০ ঘণ্টা আগে

মৌখিক পরীক্ষার বোর্ডে প্রার্থীদের করণীয় সম্পর্কেও জানিয়েছে পিএসসি। এগুলোর মধ্য অন্যতম—

শিক্ষাগত যোগ্যতার সকল মূল/সাময়িক সনদ, প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং চাকরিরত প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সিল স্বাক্ষরিত ছাড়পত্রের মূল কপি দাখিল করতে হবে, উল্লিখিত সনদ/কাগজপত্রের মূল কপি ছাড়া মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মূল আবেদনপত্র অর্থাৎ BPSC Form 5A ( Applicant's Copy) কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিম্নোক্ত কাগজপত্র/তথ্যাদির ০১ সেট মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে : ক. পরীক্ষার প্রবেশপত্র ২ (দুই) কপি; খ. BPSC Form 5A (Applicant's Copy) ০২ (দুই) কপি; গ. সকল শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদের সত্যায়িত ফটোকপি প্রভৃতি।

মৌখিক পরীক্ষার সংশোধিত সূচি দেখুন এখানে।

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের১ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • আলিম পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ ৫ দিন
  • জয়পুরহাটে পুকুর নিয়ে প্রভাবশালীদের সঙ্গে গুচ্ছগ্রামের বাসিন্দাদের দ্বন্দ্ব
  • সিনিয়র স্টাফ নার্সের মৌখিক পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ