Samakal:
2025-09-18@01:25:57 GMT

আবার চালু অবৈধ ইটভাটা

Published: 16th, March 2025 GMT

আবার চালু অবৈধ ইটভাটা

ভোলা জেলায় ১০৯টি ইটিভাটা রয়েছে। এর মধ্যে ২৭টির বৈধ কাগজপত্র নেই। এসব ভাটায় মাটি কেটে ড্রাম চিমনি ও সাধারণ মানের চুল্লিতে কাঠ পুড়িয়ে পরিবেশের ক্ষতি করা হচ্ছে। এর পরও নানা কারণে ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করা যাচ্ছে না।
আজ ১৭ মার্চ থেকে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী পাঁচ বিভাগের সব অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এর মধ্যে বৈধ কাগজপত্র না থাকায় ভোলা জেলাসহ বিভিন্ন উপজেলার বেশ কয়েকটি ইটভাটা গুঁড়িয়ে দেয় পরিবেশ অধিদপ্তর। এর পর আবার চালু করা হয়েছে অবৈধ ইটভাটাগুলো। নীতিমালা অমান্য করে অধিকাংশ ভাটায় চলছে কাঠ পোড়ানোর মহোৎসব। ভ্রাম্যমাণ আদালত মোটা অঙ্কের জরিমানা ও ভাটা ভেঙে দিয়েও দমিয়ে রাখতে পারছেন না।  
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ৫ মার্চ চরফ্যাসনের মাদরাজ এলাকায় মেসার্স ক্রাউন ব্রিকসের চিমনি ও কিলন ভেঙে ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। সততা, আনিশা, সরমান, এ আলী ও মধুমতি ব্রিকসের মালিককে ২৯ লাখ টাকা জরিমানা করে কাঁচা ইট, স-মিল ও চিমনি ভেঙে দেওয়া হয়। ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয় এসব অবৈধ ইভাটার। এর আগে সদর উপজেলার রূপালী ব্রিকস, ফাইভ স্টার, পান্না, বাঘা  ও গাজী ব্রিকসকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়। 
এর একদিন পর ৭ মার্চ ক্রাউন ব্রিকস কর্তৃপক্ষ নতুন চিমনি বসিয়ে কাঠ দিয়ে ইট পোড়ানো শুরু করে। ভেঙে ফেলা স-মিল মেরামত করে কাঠ চেরাইয়ের কাজ চলছে। শ্রমিকরা ব্যস্ত ইট তৈরির কাজে। একইভাবে মেরামত কাজ চলছে সততা ব্রিকসে। চরফ্যাসনের চর নুরুল আমিন গ্রামে কৃষি জমিতে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আল আমিন মুন্সি অবৈধভবে করা ‘পদ্মা-২’ নামের ইটভাটা গড়ে তোলেন। ৫ আগস্টের পর সাবেক ইউপি সদস্য মোরশেদ আলম সেখানে ‘ঢাকা ব্রিকস’ নামে নতুন সাইনবোর্ড টানিয়ে কাঠ পোড়ানো অব্যাহত রাখেন। একই গ্রামের তেঁতুলিয়া ব্রিকসেও কাঠ পোড়ানো অব্যাহত রয়েছে। 
এ বিষয়ে মেসার্স ক্রাউন ব্রিকসের ম্যানেজার মো.

বাচ্চু জানান, ভাটাটি তারা জিকজ্যাকে বাস্তবায়ন করবেন। তাই প্রাথমিক কাজের জন্য কিছু ইট পোড়ানো হচ্ছে। সততা ব্রিকসের মালিক নুরে আলমের ভাষ্য, চলতি মৌসুমে ভাটা চালু করেছেন। লাইসেন্সের জন্য কাগজপত্র সংশ্লিষ্ট অফিসে জমা দিয়েছেন।   
আইন অমান্য করা ইটভাটা মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়া। জেলা প্রশাসক আজাদ জাহান জানান, অবৈধ ইটভাটার চিমনিসহ অন্যান্য উপকরণ ভেঙে বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। এর পরও যারা নতুন করে ভাটা চালুর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থঅ নেওয়া হবে। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ইটভ ট পর ব শ

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ