ভোরে ঘুম ভাঙলেই মনটা ভালো হয়ে যায়। একবার চোখ মেলে আবার বন্ধ করে ফেলি। শুয়ে শুয়ে পাখির কলকাকলি শুনতে ভালোই লাগে আমার।
তারপর উঠে দিই ছুট। এক ছুটে স্কুলে। স্কুল ছুটি হলে দৌড়ে বাড়ি আসি। তারপর খেয়ে দেয়ে ঝিঁঝিঁ পোকার গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি! অবশ্য ঘুমানোর আগে ভাবি, এত্তো সুন্দর গান শিখলো কই ঝিঁঝিঁ পোকার দল?
বিকালে ঘুম ভাঙলে দিই ছুট খেলার মাঠে। ছুটতে ছুটতে দেখি, পথের পাশে কত্তো কত্তো রঙিন ফুল ফুটে আছে। ফুলের ওপর উড়ছে প্রজাপতি, ঘাসফড়িং ও ভ্রমর। ঘাসফড়িং গান গায় না, প্রজাপতিও না; ভ্রমর গায়। গুনগুন করে গায়। গান না গাইলেও ঘাসফড়িং ও প্রজাপতি আমার ভালো লাগে খুব। ভালো লাগে ভ্রমরও। আমার প্রজাপতি হতে ইচ্ছে করে, ভ্রমর হতে ইচ্ছে করে, ঘাসফড়িং হতে ইচ্ছে করে, বিকালে খেলা শেষে ঘরে ফেরার সময় উড়ে উড়ে নীড়ে ফেরা পাখিদের দেখে ডানা মেলে দিতে ইচ্ছে করে।
আমি পাখি হয়ে যাই মনে মনে, ফড়িং হয়ে যাই মনে মনে, ভ্রমর হয়ে যাই, হয়ে যাই প্রজাপতি.
n অষ্টম শ্রেণি, চৌমুহনী পাইলট উচ্চবিদ্যালয়, বেগমগঞ্জ, নোয়াখালী
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের
নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা
পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/আরিফুল/রাজীব