কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য নির্বাচনের বিকল্প নেই: আমীর খসরু
Published: 22nd, March 2025 GMT
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে, কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। যারা দ্বিতীয় বিকল্প খুঁজছে, তারা গণতন্ত্র চায় না। জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে তাদের হাতেই গণতন্ত্রের মালিকানা ফিরিয়ে দিতে হবে। নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ সামনে আনতে হবে।
শনিবার চট্টগ্রাম নগরের একটি ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার অনুষ্ঠানে তিনি এসব বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা একভাবে নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করেছেন। এখন আরেকটা পক্ষ অন্যভাবে ক্ষতিগ্রস্ত করতে চায়, বাধা দিতে চায়। এই প্রক্রিয়া চলতে দেওয়া যায় না। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের ধারা ফিরিয়ে আনতে হবে। তখন জবাবদিহি থাকবে।
আমীর খসরু বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর মানুষের মনে যে পরিবর্তন এসেছে, তা ধারণ করতে হবে। পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে চাইলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসতে হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার ও সংসদ গঠন করতে হবে।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জুলাই আন্দোলনকে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়াবেন না: টুকু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘‘জুলাই আন্দোলনে বাংলাদেশ রাহুমুক্ত হয়েছে। দয়া করে এটাকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঙ্গে জড়াবেন না। একটি দেশের স্বাধীনতা একবারই হয়, দুবার নয়। সেই স্বাধীনতা আমাদের একটি মানচিত্র, পতাকা ও সংবিধান দিয়েছে।’’
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে জুলাই আন্দোলনের বর্ষপূর্তি ও বীর শহীদদের স্মরণে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘‘একটি দল জুলাই আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা দাবি করছে। তাদের বলি, বাংলাদেশে রাজনীতি করলে দেশের স্বাধীনতা মানতে হবে। পাকিস্তান এই দেশের ওপর শোষণ ও নির্যাতন করেছে, এই বাস্তবতা মেনে নিতে হবে। আপনারা স্বাধীনতার ট্রেনে উঠতে পারেননি, ট্রেন মিস করেছিলেন। সেটা আপনাদের ব্যর্থতা। এ জন্য কিন্তু ক্ষমাও চাননি।’’
আরো পড়ুন:
অনির্বাচিত সরকারে দেশ পিছিয়ে যাচ্ছে: আমীর খসরু
টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতিকে অব্যাহতি
তিনি বলেন, ‘‘জুলাইকে দ্বিতীয় স্বাধীনতা দাবি করবেন না। জুলাই এমনি এমনি আসেনি। ঘরবাড়ি ছেড়ে, মাঠের মধ্যে ঘুমিয়ে, জেল খেটে, মামলা খেয়ে, নির্যাতন-নিপীড়ন সহ্য করে আন্দোলন-সংগ্রাম করার পর জুলাই অভ্যুত্থান হয়েছে।’’
টুকু আরো বলেন, ‘‘কয়েকটি দল পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করছে। কিন্তু, জনগণ পিআর পদ্ধতি বোঝে না। বিএনপি নির্বাচনমুখী দল, আমরা নির্বাচন ও জনগণের রায়ে বিশ্বাস করি। তাই বিএনপি অতীতের মতো জনগণের ভোটেই ক্ষমতায় যেতে চায়।’’
ঢাকা/রাসেল/রাজীব