ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন কামিল (স্নাতকোত্তর) প্রথম ও দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা আগামী ৩ মে থেকে শুরু হবে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার এই সময়সূচি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, কামিল (স্নাতকোত্তর) প্রথম ও দ্বিতীয় পর্ব (নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট ও রিটেইক) পরীক্ষা-২০২৩ সময়সূচি প্রকাশ করা হয়েছে। বিশেষ প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে।

প্রকাশিত সূচি অনুযায়ী ৩ মে থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ২৪ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা-

১.

উল্লিখিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।

২. পরীক্ষার্থীরা তাঁদের প্রবেশপত্র পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে সাত দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করবেন।

৩. প্রত্যেক পরীক্ষার্থী নিজ নিজ উত্তরপত্রে OMR ফরমে তাঁর পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবেন। কোনো অবস্থাতেই মার্জিন কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

আরও পড়ুনপাকিস্তানের বৃত্তি, বাংলাদেশি শিক্ষার্থীদের লাহোর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা২২ মার্চ ২০২৫

৪. কক্ষ পর্যবেক্ষকেরা অবশ্যই পরীক্ষার্থীদের ভরাটকৃত OMR যাচাই পূর্বক স্বাক্ষর করবেন।

৫. মৌখিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই স্বাক্ষরলিপি ব্যবহার করতে হবে।

৬. প্রত্যেক পরীক্ষার্থী কেবল প্রবেশপত্রে বর্ণিত বিষয়/বিষয়গুলোর পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবেন। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ের পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবেন না।

৭. কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন সঙ্গে রাখতে পারবেন না এবং কোনো পরীক্ষার্থী কেন্দ্রে মুঠোফোন আনতে পারবেন না।

৮. পরীক্ষা অনুষ্ঠানের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত স্বাস্থ্য নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

আরও পড়ুনতথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের প্রযুক্তি-অধ্যায় ১, চতুর্থ অংশ। এসএসসি পরীক্ষা-২০২৫২১ মার্চ ২০২৫

৯. পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের এ ওয়েবসাইট পাওয়া যাবে। পরীক্ষা চলাকালীন অন্তত দুবার (সকাল ও বিকেল) উল্লিখিত ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, ডাকযোগে পরীক্ষাসংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রেরণ করা হবে না।

এদিকে অপর এক বিজ্ঞপ্তিতে এ পরীক্ষার ১৪৯টি কেন্দ্রসংবলিত তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুনএসএসসি ২০২৫-এর একটি পরীক্ষা পেছাল, নতুন রুটিনে কোন পরীক্ষা কবে২০ মার্চ ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ র থ র পর ক ষ প রব ন

এছাড়াও পড়ুন:

আমদানি বৃদ্ধি ইতিবাচক, ধারাবাহিকতা থাকতে হবে

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে মূলধনি যন্ত্রপাতি ও ভোগ্যপণ্যের ঋণপত্র খোলার হারে যে প্রবৃদ্ধি হয়েছে, সেটিকে আমি ইতিবাচক হিসেবেই দেখছি। তবে তিন মাসের চিত্র দিয়ে সামগ্রিক অবস্থা এখনো মূল্যায়ন করার সময় হয়নি।

মূলধনি যন্ত্রপাতি আমদানিতে হঠাৎ প্রায় ২৩ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে। এটা সুখবর হলেও কোনো বড় প্রকল্পের মালামাল আমদানিতে এত বেশি প্রবৃদ্ধি হয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার। যদি সত্যিকারের নতুন নতুন কারখানার যন্ত্রপাতি আমদানির মাধ্যমে এ প্রবৃদ্ধি ঘটে, তাহলে তা অর্থনীতির জন্য ইতিবাচক।

মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধারাবাহিকতা থাকলেই বলা যাবে, দেশে বিনিয়োগ হচ্ছে। বিনিয়োগ হলে সামনে কর্মসংস্থানও বাড়বে। আর তাতে অর্থনীতিতেও গতি সঞ্চার হবে।

মূলধনি যন্ত্রপাতির মতো ভোগ্যপণ্যের ঋণপত্র খোলার হারও বাড়ছে। বাংলাদেশ ব্যাংক তিন মাসের যে তুলনা করে দেখিয়েছে, তাতে ঋণপত্র খোলার হার ২০ শতাংশ বেড়েছে।

সব মিলিয়ে মূলধনি যন্ত্রপাতি আমদানিতে যে প্রবৃদ্ধি হয়েছে, তা আগামী কয়েক মাস অব্যাহত থাকলে অর্থনীতিতে কর্মচাঞ্চল্য বাড়বে।

মোহাম্মদ মোস্তফা হায়দার, পরিচালক, টি কে গ্রুপ

সম্পর্কিত নিবন্ধ