ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল পরীক্ষার রুটিন প্রকাশ, পরীক্ষা ৩ মে
Published: 23rd, March 2025 GMT
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন কামিল (স্নাতকোত্তর) প্রথম ও দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা আগামী ৩ মে থেকে শুরু হবে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার এই সময়সূচি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, কামিল (স্নাতকোত্তর) প্রথম ও দ্বিতীয় পর্ব (নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট ও রিটেইক) পরীক্ষা-২০২৩ সময়সূচি প্রকাশ করা হয়েছে। বিশেষ প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে।
প্রকাশিত সূচি অনুযায়ী ৩ মে থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ২৪ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা-১.
২. পরীক্ষার্থীরা তাঁদের প্রবেশপত্র পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে সাত দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করবেন।
৩. প্রত্যেক পরীক্ষার্থী নিজ নিজ উত্তরপত্রে OMR ফরমে তাঁর পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবেন। কোনো অবস্থাতেই মার্জিন কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
আরও পড়ুনপাকিস্তানের বৃত্তি, বাংলাদেশি শিক্ষার্থীদের লাহোর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা২২ মার্চ ২০২৫৪. কক্ষ পর্যবেক্ষকেরা অবশ্যই পরীক্ষার্থীদের ভরাটকৃত OMR যাচাই পূর্বক স্বাক্ষর করবেন।
৫. মৌখিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই স্বাক্ষরলিপি ব্যবহার করতে হবে।
৬. প্রত্যেক পরীক্ষার্থী কেবল প্রবেশপত্রে বর্ণিত বিষয়/বিষয়গুলোর পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবেন। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ের পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবেন না।
৭. কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন সঙ্গে রাখতে পারবেন না এবং কোনো পরীক্ষার্থী কেন্দ্রে মুঠোফোন আনতে পারবেন না।
৮. পরীক্ষা অনুষ্ঠানের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত স্বাস্থ্য নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
আরও পড়ুনতথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের প্রযুক্তি-অধ্যায় ১, চতুর্থ অংশ। এসএসসি পরীক্ষা-২০২৫২১ মার্চ ২০২৫৯. পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের এ ওয়েবসাইট পাওয়া যাবে। পরীক্ষা চলাকালীন অন্তত দুবার (সকাল ও বিকেল) উল্লিখিত ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, ডাকযোগে পরীক্ষাসংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রেরণ করা হবে না।
এদিকে অপর এক বিজ্ঞপ্তিতে এ পরীক্ষার ১৪৯টি কেন্দ্রসংবলিত তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুনএসএসসি ২০২৫-এর একটি পরীক্ষা পেছাল, নতুন রুটিনে কোন পরীক্ষা কবে২০ মার্চ ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ র থ র পর ক ষ প রব ন
এছাড়াও পড়ুন:
নওগাঁয় ১০ জনকে ঠেলে দিল বিএসএফ
নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্ত পিলার ২৫৬/৭ এস কাছ দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হলে বিজিবির সদস্যরা তাদেরকে আটক করেন। তাদের মধ্যে দুজন পুরুষ এবং আটজন নারী।
বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।
আরো পড়ুন:
গাংনী সীমান্ত দিয়ে ১৮ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
বড়লেখা সীমান্ত দিয়ে ১০ রোহিঙ্গাকে ঠেলে দিয়েছে বিএসএফ
আটকরা হলেন—আছমা বেগম (৪০), খাদিজা বেগম (৩৪), পাখি বেগম (২৪), রুমা বেগম (২৫), কাকলি আক্তার (২৭), রুজিনা আক্তার (৩৩), কোহিনুর বেগম (২৬), নাসরিন বেগম (৩৩), মঞ্জুরুল ইসলাম (৩৬), সুমন হোসেন (২৭)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক।
বিজিবি জানিয়েছে, আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার জেসিও সুবেদার মো. জিহাদ আলীর নেতৃত্বে একটি টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহেষপুরে ওই ১০ জনকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে যান। মুম্বাই শহরে পুরুষ দুজন রাজমিস্ত্রি হিসেবে এবং নারী আটজন গৃহকর্মী হিসেবে কাজ করতেন। সেখানে তাদেরকে আটক করে ভারতীয় পুলিশ। গত ২৯ জুলাই ভারতের হরিবংশীপুর বিএসএফ ক্যাম্পে তাদেরকে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার ভোর রাতে বিএসএফ ওই ১০ জনকে বাংলাদেশে ঠেলে দিলে বিজিবি টহল দল তাদের আটক করে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা/সাজু/রফিক