গত মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই জানা যায়, আইসিসির নির্ধারিত সূচির বাইরে বাংলাদেশ ও পাকিস্তান একটি ওয়ানডে সিরিজ খেলবে। সিরিজটি বাংলাদেশের মাটিতে জুলাইয়ে আয়োজনের চেষ্টা চলছে বলেও জানা গিয়েছিল। বিসিবি থেকে তখন জানানো হয়েছিল, সূচি নির্ধারণের বিষয়ে দুই বোর্ড কাজ করছে।

এর মধ্যেই জানা গেল, জুলাইয়ের ওই তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি বদলে টি-২০ ফরম্যাটে আনা হচ্ছে। অর্থাৎ ঘরের মাঠে বাংলাদেশ জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে।

শুধু তাই নয়, আগামী মে মাসে আইসিসি নির্ধারিত সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে। ওই সিরিজে তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ খেলার কথা ছিল দুই দলের। তবে সাদা বলের ওই সিরিজিটি পুরোপুরি টি-২০ ফরম্যাটে বদলে ফেলা হচ্ছে। অর্থাৎ মে মাসে পাকিস্তানে গিয়ে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ।

আগামী সেপ্টেম্বরে টি-২০ ফরম্যাটে ভারতের মাটিতে এশিয়া কাপ হবে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে  ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে। ওই দুই টুর্নামেন্টের প্রস্তুতি নিতে দুই বোর্ড ওয়ানডের পরিবর্তনে টি-২০ সিরিজ খেলা কার্যকর হবে বলে মনে করছে।

বিষয়টি নিয়ে বিসিবির সূত্র জানায়, বিশ্বকাপ ও এশিয়া কাপের কথা চিন্তা করে দুই বোর্ড টি-২০ সিরিজ খেলার পক্ষে। দুই সিরিজে আটটি টি-২০ খেলার বিষয়ে দুই বোর্ড নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে। বাংলাদেশ অংশে তিন ম্যাচের টি-২০ সিরিজটি ২০ জুলাইয়ের দিকে শুরু হতে পারে। তবে এখনো কোন বোর্ডই সিরিজের সূচি চূড়ান্ত করেনি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ২০ স র জ খ ল

এছাড়াও পড়ুন:

যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বিশেষ সম্পর্কের প্রশংসা করলেন ট্রাম্প

বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রশংসা করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একইসঙ্গে ইউক্রেনকে স্বৈরশাসনের (রাশিয়ার পুতিন সরকার) বিরুদ্ধে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।

গতকাল বুধবার উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন রাজা।

এদিকে রাজার এ বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের প্রশংসা করে বলেন, এ সম্পর্ককে ‘বিশেষ’ শব্দ দিয়ে যথাযথভাবে বোঝানো যায় না।

ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।

উইন্ডসর ক্যাসলে ১৬০ অতিথির জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ এ ভোজসভায় রাজার বক্তৃতায় দুই দেশের গভীর বন্ধন এবং সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ধরে রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

রাজা চার্লস বলেন, ‘আমাদের প্রিয় মূল্যবোধ রক্ষার জন্য আমাদের জনগণ একসঙ্গে লড়াই করেছে, প্রাণ দিয়েছে।’

ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।

ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজপ্রাসাদে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়

সম্পর্কিত নিবন্ধ