ক্রিস্টিয়ানো রোনালদোর ঈদের শুভেচ্ছা
Published: 31st, March 2025 GMT
বিশ্বখ্যাত ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সৌদি আরবের ঐতিহ্যবাহী পোশাকে একটি ছবি শেয়ার করে তিনি ভক্তদের উদ্দেশে শুভেচ্ছা বার্তা দেন।
ছবিতে দেখা যায়, রোনালদোর হাতে আরবের ঐতিহ্যবাহী তলোয়ার এবং কাঁধে সৌদি পতাকার মতো একটি কাপড়।
ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘‘সবাইকে ঈদের শুভেচ্ছা! আপনাদের জীবন আনন্দ, শান্তি ও ভালোবাসায় ভরে উঠুক। প্রিয়জনদের সঙ্গে কাটুক এক আনন্দময় ঈদ। ঈদ মোবারক!’’
আরো পড়ুন:
রুদ্ধশ্বাস লড়াই জিতে সেমিফাইনালে পর্তুগাল
‘আমাদের হাতে এখনও দ্বিতীয় লেগ আছে’
উল্লেখ্য, ক্রিস্টিয়ানো রোনালদো গত দুই বছরের বেশি সময় ধরে সৌদি আরবে অবস্থান করছেন এবং দেশটির ক্লাব আল নাসরের হয়ে খেলছেন।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ইনফরমেশন সার্ভিসেসের প্রথম প্রান্তিকে লোকসান কমেছে ৮০ শতাংশ
পুঁজিবাজারে তথ্য ও প্রযুক্তি খাতে তালিকাভুক্ত কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের (আইএসএনএল) চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) কমেছে ৮০ শতাংশ।
সোমবার (৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে রবিবার (২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
তথ্য মতে, কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.০১) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.০৫) টাকা। সেহিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান কমেছে ০.০৪ টাকা বা ৮০ শতাংশ।
আর ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২.৪০ টাকা।
ঢাকা/এনটি/ইভা