প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর ঘোষণা নিউজিল্যান্ডের
Published: 7th, April 2025 GMT
নিউজিল্যান্ড নিজেদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশটি এখন ক্ষেপণাস্ত্র, সাইবার নিরাপত্তা ও ড্রোন খাতে বিপুল অর্থ ব্যয় করবে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন আজ সোমবার বলেন, ‘আমাদের শক্তি বাড়ানোর সময় এসেছে। ১০ বছরের মধ্যে আমাদের প্রতিরক্ষা ব্যয় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) দ্বিগুণের বেশি করা হবে।’ দেশটি বর্তমানে জিডিপির এক শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করে।
লুক্সনের তথ্যমতে, তাঁর দেশ প্রতিরক্ষা খাতে এখন থেকে বছরে ৫০০ কোটি ডলার ব্যয় করবে এবং প্রধান আঞ্চলিক মিত্র অস্ট্রেলিয়ার সামরিক কাজের দিকে গভীর চোখ রাখবে।
প্রধানমন্ত্রী লুক্সন বলেন, ‘বৈশ্বিক উত্তেজনা দ্রুত বাড়ছে। আর বিশ্বমঞ্চে নিউজিল্যান্ডের কদর বাড়ছে। কিন্তু সে তুলনায় আমাদের বর্তমান সামরিক ব্যয় বেশ কম।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আঘাত করার সক্ষমতা বাড়ানো, দূরপাল্লার ড্রোন, সাইবার নিরাপত্তা ও সীমান্ত নজরদারি আমাদের অগ্রাধিকার।’
নিউজিল্যান্ড পাঁচটি দেশের গোয়েন্দাদের সমন্বয়ে গঠিত ‘ফাইভ আইস’–এর সদস্য। জোটটির বাকি দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া।
পশ্চিমাদের মিত্র হওয়া সত্ত্বেও চীনের প্রতি নরম হওয়ায় নিউজিল্যান্ডের সমালোচনা ছিল। ফাইভ আইসের সমালোচনা ছিল, ওয়েলিংটন মিত্রদের নিরাপত্তাকে গুরুত্ব না দিয়ে বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য সম্পর্ককে অগ্রাধিকার দিচ্ছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আম দ র
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়।
হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ।
সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে।
ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল।
নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।