কোরিয়ার ষাটের দশকের দুই তরুণ-তরুণীর জীবনের গল্পকে পর্দায় তুলে এনেছেন নির্মাতা কিম উন-সিয়ক। গল্পের পরতে পরতে স্মৃতিকাতরতা। হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিনস দেখে দর্শক কখনো কেঁদেছেন, কখনো হেসেছেন। গত ৭ মার্চ মুক্তি পেয়েছে ১৬ পর্বের এই সিরিজ। এ সপ্তাহে নেটফ্লিক্সের অ-ইংরেজিভাষী সিরিজের তালিকার শীর্ষে রয়েছে এটি।

বাংলাদেশের দর্শকও সিরিজটি দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন। ‘কোরিয়ান মুভি অ্যান্ড ড্রামা লাভার বিডি’ নামে একটি ফেসবুক গ্রুপে সিরিজটি নিয়ে আলোচনা করছেন অনেকে। কেউ কেউ বলছেন, দীর্ঘদিন পর কোনো কোরীয় সিরিজ নিয়ে এতটা ইতিবাচক আলোচনা দেখছেন তাঁরা। সিরাজুম মনিরা নামের এক দর্শক লিখেছেন, ‘আপনি আপনার পরিবারের বা আশপাশের মানুষদের সাধারণ জীবনযাপন খুঁজে পাবেন। কখনো হাসবেন, কখনো কাঁদবেন।’

সিরিজে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আইইউ ও পার্ক বো-গাম.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মহাসড়কে আগুন জ্বালিয়ে নাটোরে রাজন সমর্থকদের প্রতিবাদ

নাটোরের লালপুরে মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে মনোনয়ন বঞ্চিত ডা. ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা প্রতিবাদ করেন। এসময় বনপাড়া-পাবনা মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।

সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বনপাড়া-পাবনা মহাসড়কের লালপুর উপজেলার কদমচিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

এদিন সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে প্রার্থী হিসেবে সাবেক ক্রীড়ামন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণা করা হয়।

মনোনয়ন ঘোষণার পরপরই এ আসনে মনোনয়ন বঞ্চিত ডা. ইয়াসির আরশাদ রাজনের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে জিল্লুর রহমান নামে এক সমর্থক আহত হন। এরপরই রাজনের কর্মী-সমর্থকরা লালপুর উপজেলার কদমচিনাল এলাকার বনপাড়া-পাবনা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান। 

এসময় মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

এ ঘটনায় ড. ইয়াসির আরশাদ রাজনকে ফোন করলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম নিশ্চিত করে বলেন, ‘‘মহাসড়কের মাঝে টায়ারে আগুন ধরিয়েছিল কিছু লোকজন। এতে মহাসড়কে যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’’

ঢাকা/আরিফুল/এস

সম্পর্কিত নিবন্ধ