রানআউটের হ্যাটট্রিকে দিল্লি-জয় মুম্বাইয়ের
Published: 13th, April 2025 GMT
২ ওভারে ৩ উইকেট হাতে নিয়ে দরকার ২৩ রান। মু্ম্বাই ইন্ডিয়ানসের যশপ্রীত বুমরার করা ১৯তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে টানা দুই বাউন্ডারি মেরে প্রয়োজনটাকে ৯ বলে ১৫ রান বানিয়ে ফেললেন দিল্লি ক্যাপিটালসের আশুতোষ শর্মা।
কিন্তু এরপর জয়টা দুরস্তই হয়ে রইল দিল্লির জন্য। এরপর অবিশ্বাস্যভাবে টানা তিন বলে তিনটি রানআউট করে ওই ওভারেই ম্যাচটি জিতে দিল্লি-জয় করে ফেলল মুম্বাই।
২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দিল্লি অলআউট ১৯৩ রানে। ১২ রানের এই হারে পাঁচে পাঁচ জয় হলো না দিল্লির। অন্যদিকে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ষষ্ঠ ম্যাচে পেল দ্বিতীয় জয়।
১৯তম মুম্বাইয়ের রানআউটের উৎসবে প্রথম কাটা পড়েন আশুতোষ। বুমরার ইয়র্কারটাকে পয়েন্টে ঠেলে দ্বিতীয় রান নিতে গিয়ে বিপদে পড়েন আশুতোষ। উইল জ্যাকসের থ্রো ধরে তাঁকে রানআউট করে দেন উইকেটকিপার রায়ান রিকেলটন।
পরের বলটাকে ডিপ মিডউইকেটে পাঠিয়ে ২ রান নিতে গিয়ে রানআউট কুলদীপ যাদব। এবার বদলি ফিল্ডার রাজ বাওয়ার থ্রো ধরে উইকেট ভাঙেন রিকেলটন।
রানআউটের হ্যাটট্রিক বলটায় রিকেলটনকে আর গ্লাভস গলাতে দেননি মিচেল স্যান্টনার। মিড অন থেকে সরাসরি থ্রোতে ননস্ট্রাইকিং প্রান্তে উইকেট ভেঙে ১ রান নিতে যাওয়া মোহিত শর্মাকে আউট করে দেন মিচেল স্যান্টনার।
দারুণ থ্রোতে মোহিতকে রানআউট করা স্যান্টনার এর আগে বোল্ড করেছেন দিল্লির ইনিংসের সর্বোচ্চ স্কোরার করুণ নায়ারকে। ৪০ বলে ৫ ছক্কায় ৮৯ রান করে নায়ার যখন ফিরলেন দিল্লির স্কোর ১৩৫/৩। এরপর ৫০ বলে ৭১ রান দরকার ছিল দলটির। সেটি আর হলো না।
এর আগে মুম্বাইয়ের হয়ে ৩৩ বলে সর্বোচ্চ ৫৯ রান করেন তিলক বর্মা। এ ছাড়া সূর্যকুমার যাদব ২৮ বলে ৪০, রায়ান রিকেলটন ২৫ বলে ৪১ ও নমন ধীর ১৭ বলে ৩৮ রান করেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
চার দিনের জ্বরে ভুগে মারা গেল কিশোর
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের ফকিরহাট এলাকায় আশরাফুর রহমান (১৪) নামের এক কিশোর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে। গত শুক্রবার সে জ্বরে আক্রান্ত হয়। আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে পৌর সদরের জেনারেল হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়ার পথে সে মারা যায়।
আশরাফুর রহমান ওই এলাকার মিজানুর রহমানের একমাত্র ছেলে। সে সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সীতাকুণ্ডে এই প্রথম একজন মারা গেল।
আশরাফুর রহমানের দাদা এম এ আলীম আলী প্রথম আলোকে বলেন, গত শুক্রবার তাঁর নাতির জ্বর আসে। সামান্য ব্যথাও ছিল। জ্বর কমছে না দেখে রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তাঁরা। সেখানে রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। এরপর আশরাফুরকে পৌর সদরের জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। গতকাল সোমবার রাতে তার অবস্থার অবনতি হয়। আজ ভোর পাঁচটার দিকে সে মারা যায়। দুপুরে মডেল মসজিদ এলাকায় জানাজার নামাজ শেষে ফকিরহাট নলুয়া দিঘি এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আশরাফকে।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, তিনি হাসপাতালের দায়িত্বগত চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। সোমবার সন্ধ্যা পর্যন্ত ওই কিশোর ভালো ছিল। আজ ভোর চারটার দিকে তার পাতলা পায়খানা ও খিঁচুনি হয়। এরপর তারা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে নেওয়ার পথে কিশোরটি মারা যায়।
সীতাকুণ্ডে আজ এক দিনেই ৬ জনের শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলতাফ হোসেন।