নারী বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান
Published: 20th, April 2025 GMT
নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে পাকিস্তান নারী ক্রিকেট দল। তবে বড় সাফল্যের পরই তৈরি হয়েছে নতুন এক অনিশ্চয়তা! বিশ্বকাপে ভারতের মাটিতে খেলবে কি পাকিস্তান?
এই প্রশ্নের অবশ্য প্রাথমিক উত্তর দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি। শনিবার (১৯ এপ্রিল) লাহোরে এলসিসিএ গ্রাউন্ড পরিদর্শনের সময় তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপে অংশ নেবে না পাকিস্তানের নারী দল।
নকভি বলেছেন, ‘‘যেহেতু চ্যাম্পিয়নস ট্রফির সময় ভারত পাকিস্তানে খেলতে আসেনি এবং তাদের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হয়েছিল, সেক্ষেত্রে আমরাও একই দাবি করছি—নারী বিশ্বকাপের ম্যাচও নিরপেক্ষ মাঠে হতে হবে।’’
আরো পড়ুন:
শুরুর ‘জট’ খুলছেই না
নিরুত্তাপ মঞ্চে আশার জয়গান
এই অবস্থান স্পষ্টভাবে দেখাচ্ছে, ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন এবারও ক্রিকেটে প্রভাব ফেলছে। এর আগে পিসিবি প্রস্তাব দিয়েছিল যে ২০২৭ সাল পর্যন্ত আইসিসির সব টুর্নামেন্টে দুই দেশের মধ্যকার ম্যাচ নিরপেক্ষ মাঠে অনুষ্ঠিত হওয়া উচিত।
বিশ্বকাপ আয়োজনের বিকল্প হিসেবে শ্রীলঙ্কা কিংবা সংযুক্ত আরব আমিরাতের নাম উঠে আসছে। ধারণা করা হচ্ছে, পাকিস্তানের ম্যাচগুলো ওই দেশগুলোর কোনো ভেন্যুতে হতে পারে। যদিও এখন পর্যন্ত আইসিসি আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা দেয়নি।
নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে। তার আগেই ভেন্যু চূড়ান্ত, আইসিসির অবস্থান ও ভারতের প্রতিক্রিয়া নিয়ে তৈরি হবে আন্তর্জাতিক আলোচনা।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের
নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা
পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/আরিফুল/রাজীব