দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো থেকে আমদানিকৃত সৌর প্যানেলের ওপর ২ হাজার ৫২১ শতাংশ কর আরোপের পরিকল্পনা ঘোষণা করেছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

এক বছর আগে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে সৌর প্যানেলের যন্ত্রাংশ উৎপাদনকারীরা যুক্তরাষ্ট্রে তাদের বাণিজ্য সুরক্ষার আহ্বান জানিয়েছিল। ওই সময় বিষয়টির ওপর তদন্ত শুরু হয়েছিল। 

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবনায় কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভিয়েতনামের কোম্পানিগুলোকে টার্গেট করা হয়েছে। এই কোম্পানিগুলোর বিরুদ্ধে অভিযোগ, তারা চীনের কাছ থেকে ভর্তুকি সুবিধা নিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে স্বস্তায় পণ্য সরবরাহের মাধ্যমে ডাম্পিং করছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের বাইরে মার্কিন সরকারি সংস্থা ইন্টারন্যাশনাল ট্রেম কমিশন জুনে নতুন শুল্কের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাবে।

কোম্পানি ও তাদের পণ্য উৎপাদনকারী দেশের ওপর ভিত্তি করে ভারসাম্য ও অ্যান্টি ডাম্পিং শুল্ক ভিন্ন হতে পারে। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে অসহযোগিতার কারণে কম্বোডিয়ার সৌর যন্ত্রাংশ রপ্তানিকারকদের ওপর ৩ হাজার ৫২১ শতাংশ শুল্ক আরোপ করা হবে। মালয়েশিয়ায় চীনা উৎপাদনকারী জিনকো সোলারের ওপর ৪১ শতাংশেরও বেশি শুল্ক আরোপ করা হবে, যা অন্যান্য দেশগুলোর তুলনায় সর্বনিম্ন। আরেকটি চীন ভিত্তিক কোম্পানি ট্রিনা সোলারের ওপর ৩৭৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই কোম্পানিটি থাইল্যান্ডে তাদের পণ্য উৎপাদন করে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ওপর

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ