ভারতের পাকিস্তানের বিরুদ্ধে ‘পানিযুদ্ধ’ শুরু করেছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। জ্বালানিমন্ত্রী আওয়াইস লেঘারি বৃহস্পতিবার এ অভিযোগ করেন। 

মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। এদের অধিকাংশই ছিলেন পর্যটক। এ ঘটনার পর বুধবার ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেয়। এসব পদক্ষেপের মধ্যে অন্যতম ছিল  সিন্ধু পানি চুক্তি স্থগিত করা।

১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে এই আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এ চুক্তির আওতায় সিন্ধু, চন্দ্রভাগা, শতদ্রু, ঝিলাম, ইরাবতী ও বিপাশা নদীর পানি পাকিস্তানে প্রবাহিত হয়। চলতি গ্রীষ্মে চুক্তিটি স্থগিত করার অর্থ চুক্তি অনুযায়ী পর্যাপ্ত পানি পাকিস্তান পাবে না।

পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আওয়াইস লেঘারি বৃহস্পতিবার বলেছেন, সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ভারতের এই সিদ্ধান্ত ‘পানিযুদ্ধ।’

তিনি বলেছেন, “সিন্ধু পানি চুক্তি ভারতের বেপরোয়াভাবে স্থগিত করা পানিযুদ্ধের একটি কাজ; একটি কাপুরুষোচিত, অবৈধ পদক্ষেপ। প্রতিটি ফোঁটা অধিকার অনুসারে আমাদের এবং আমরা আইনি, রাজনৈতিক এবং বিশ্বব্যাপী পূর্ণ শক্তি দিয়ে এটি রক্ষা করব।”

বিশিষ্ট কলামিস্ট এবং পাকিস্তানের এআইকে নিউজ চ্যানেলের প্রধান ফাহাদ হুসেন বলেছেন, প্রমাণ ছাড়াই ভারতের পহেলগামে হামলার জন্য পাকিস্তানকে আগেভাগে দোষারোপ উদ্বেগজনক।

হামলার নিন্দা করে ফাহাদ বলেনন, “আমি মনে করি কোনো অস্পষ্টতা নেই - যেখানেই নিরীহ মানুষ মারা যায়, সেখানেই নিন্দা করা উচিত।”

তবে, তিনি ভারতীয় মিডিয়া এবং কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ার সমালোচনা করে বলেছেন, “পাকিস্তানে অনেকেই অবাক হয়েছেন যে ভারত এখন কোনো প্রমাণ ছাড়াই এই হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করছে।”
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বল ছ ন

এছাড়াও পড়ুন:

পাকিস্তান আকাশসীমা বন্ধ করায় এয়ার ইন্ডিয়ার ৬০ কোটি ডলার ক্ষতির আশ

পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ার পর এয়ার ইন্ডিয়ার ৬০ কোটি ডলার লোকসান হতে পারে। এয়ার ইন্ডিয়ার একটি চিঠির বরাত দিয়ে বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, “ধরে নিচ্ছি যে, পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকবে যা আগামী বছর পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। তাতে যে বাড়তি খরচ হবে তার মধ্যে রয়েছে বিকল্প রুটে বিমানগুলোর দীর্ঘ উড্ডয়নের জন্য বর্ধিত জ্বালানি খরচ।

বিমান সংস্থাটি সতর্ক করে দিয়েছে জানিয়েছে, ফ্লাইটের সময় যত বেশি হবে, যাত্রীদেরও তার উপর প্রভাব পড়বে। ফ্লাইট দীর্ঘায়িত হওয়ার কারণে নিষেধাজ্ঞার সময়কালে প্রতি বছর ৫৯ কোটি ১০ লাখ ডলারেরও বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে।

২২ এপ্রিল ভারত অধিকৃত কাশ্মিরে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার জন্য কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে অভিযুক্ত করেছে ভারত। নয়াদিল্লি পরের দিনই সিন্ধু জলচুক্তি স্থগিতসহ পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেয়। এর জবাবে পাকিস্তান ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়াসহ বেশ কিছু পদক্ষেপ নেয়।

বিমান পরিবহন মন্ত্রণালয়কে লেখা চিঠির উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, ক্ষতি পোষাতে এয়ার ইন্ডিয়া সরকারের কাছে আনুপাতিক ভর্তুকির জন্য অনুরোধ করেছে। 

চিঠিতে বলা হয়েছে, “প্রভাবিত আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভর্তুকি একটি ভালো, যাচাইযোগ্য এবং ন্যায্য বিকল্প... পরিস্থিতির উন্নতি হলে ভর্তুকি প্রত্যাহার করা যেতে পারে।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ