ভারতের পাকিস্তানের বিরুদ্ধে ‘পানিযুদ্ধ’ শুরু করেছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। জ্বালানিমন্ত্রী আওয়াইস লেঘারি বৃহস্পতিবার এ অভিযোগ করেন। 

মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। এদের অধিকাংশই ছিলেন পর্যটক। এ ঘটনার পর বুধবার ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেয়। এসব পদক্ষেপের মধ্যে অন্যতম ছিল  সিন্ধু পানি চুক্তি স্থগিত করা।

১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে এই আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এ চুক্তির আওতায় সিন্ধু, চন্দ্রভাগা, শতদ্রু, ঝিলাম, ইরাবতী ও বিপাশা নদীর পানি পাকিস্তানে প্রবাহিত হয়। চলতি গ্রীষ্মে চুক্তিটি স্থগিত করার অর্থ চুক্তি অনুযায়ী পর্যাপ্ত পানি পাকিস্তান পাবে না।

পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আওয়াইস লেঘারি বৃহস্পতিবার বলেছেন, সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ভারতের এই সিদ্ধান্ত ‘পানিযুদ্ধ।’

তিনি বলেছেন, “সিন্ধু পানি চুক্তি ভারতের বেপরোয়াভাবে স্থগিত করা পানিযুদ্ধের একটি কাজ; একটি কাপুরুষোচিত, অবৈধ পদক্ষেপ। প্রতিটি ফোঁটা অধিকার অনুসারে আমাদের এবং আমরা আইনি, রাজনৈতিক এবং বিশ্বব্যাপী পূর্ণ শক্তি দিয়ে এটি রক্ষা করব।”

বিশিষ্ট কলামিস্ট এবং পাকিস্তানের এআইকে নিউজ চ্যানেলের প্রধান ফাহাদ হুসেন বলেছেন, প্রমাণ ছাড়াই ভারতের পহেলগামে হামলার জন্য পাকিস্তানকে আগেভাগে দোষারোপ উদ্বেগজনক।

হামলার নিন্দা করে ফাহাদ বলেনন, “আমি মনে করি কোনো অস্পষ্টতা নেই - যেখানেই নিরীহ মানুষ মারা যায়, সেখানেই নিন্দা করা উচিত।”

তবে, তিনি ভারতীয় মিডিয়া এবং কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ার সমালোচনা করে বলেছেন, “পাকিস্তানে অনেকেই অবাক হয়েছেন যে ভারত এখন কোনো প্রমাণ ছাড়াই এই হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করছে।”
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বল ছ ন

এছাড়াও পড়ুন:

ডিহাইড্রেশন দূর করতে ‘লেবুর কাজী’

লেবুর কাজী ভাতের সাথে ডালের মতো খেতে পারেন। এ ছাড়া আলু ভর্তা, ডিম ভাজি, মাংসের ঝুরা, কালা ভুনা, এবং কোয়াবের সঙ্গে খেতেও অনেক ভালো লাগে। ভুনা বা ডিপ ফ্রাই মাছের সাথেও বেশ জমে যায় লেবুর কাজী।

উপকরণ

ঠান্ডা পানি: ৫০০ মিলি

ভাজা শুকনা মরিচ: ২টি

লেবু: ১টি (রস করে নেওয়া)

সরিষার তেল: ১ টেবিল চামচ

রসুন কুচি: ১ চা চামচ

লবণ: স্বাদমতো

প্রথম ধাপ: একটি বড় বাটিতে লেবুর রস, শুকনা মরিচ, রসুন কুচি, সরিষার তেল ও লবণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর  হাত দিয়ে উপকরণগুলো ভালোভাবে মেখে নিন।

দ্বিতীয় ধাপ: এবার পরিমাণমতো পানি যোগ করুন। এরপর সবকিছু একসাথে মিশিয়ে নিলেই তৈরি লেবুর কাজী।

সূত্র: শিউলি কিচেন

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ