এবার মালয়েশিয়ান ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন সামিউল ইসলাম। আজ ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সিঙ্গাপুরের ড্যানিয়েল উইলিয়ামস ও মালয়েশিয়ার জেফ ইয়াংকে হারিয়ে প্রথম হয়েছেন বাংলাদেশের এই সাঁতারু। সোনা জিততে সামিউলের লেগেছে ২৬.৬৮ সেকেন্ড সময়। এই ইভেন্টে এটি তাঁর সেরা টাইমিং, আন্তর্জাতিক পর্যায়ে প্রথম সোনাও।

এ নিয়ে এক মাসেই বিদেশের মাটিতে তিন পদক জিতেছেন সামিউল। চলতি মাসের প্রথম সপ্তাহে থাই ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ জেতেন তিনি। আর ৫০ মিটার ব্যাকস্ট্রোকে জেতেন রুপা।

আরও পড়ুনভারত-পাকিস্তান নতুন সংঘাত: আইসিসি ও এসিসির সামনে কী অপেক্ষা করছে৩ ঘণ্টা আগে

২৪ এপ্রিল কুয়ালালামপুরে শুরু হওয়া এ প্রতিযোগিতা শেষ হবে ২৭ এপ্রিল। যেখানে স্বাগতিক মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, তাজিকিস্তান, ইন্দোনেশিয়া, ঘানাসহ বিশ্বের প্রায় ৩০টি দেশ থেকে সাঁতারুরা অংশ নিচ্ছেন। সিনিয়র ও জুনিয়র—দুই পর্যায়ের সাঁতারুরাই মালয়েশিয়ান ওপেনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এক মাসেই বিদেশের মাটিতে তিন পদক জিতেছেন সামিউল.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ম উল

এছাড়াও পড়ুন:

৩৫ দিনে হিলি বন্দরে ১ লাখ মেট্রিকটন চাল আমদানি

গত ৩৫ দিনে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে দুই হাজার ২৪টি ভারতীয় ট্রাকে করে এক লাখ চার হাজার ৮৫৯ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। যার প্রভাব পড়েছে দেশের চালের বাজারে। খুচরা বাজারে কেজি প্রতি চালের দাম কমেছে প্রকার ভেদে ৪ থেকে ৬ টাকা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় হিলি বন্দর ঘুরে জানা যায়, দেশের অস্থির চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে গত ১২ আগস্ট থেকে চাল আমদানির অনুমতি দেয় সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত ২ শতাংশ শুল্কে ভারত থেকে চাল আমদানি করছেন ব্যবসায়ীরা। 

প্রতি টন চাল ৫২০ থেকে ৫৩০ ডলার, কিছু ক্ষেত্রে ৫৪০ ডলার মূল্যে আমদানি হচ্ছে। এসময় সবচেয়ে বেশি আসছে শম্পা কাটারি জাতের চাল।

হিলির খুচরা ব্যবসায়ী স্বপন পাল বলেন, “ভারত থেকে চাল আসায় বাজারের অস্থিরতা কমছে। প্রতিটি জাতের চাল কেজিতে ৪ থেকে ৬ টাকা করে কমেছে। ৫৫ টাকা কেজি দরের মোটা চাল বিক্রি করছি ৫১ থেকে ৫২ টাকা, আবার ৭৪ টাকার শম্পা কাটারি চাল খুচরা বিক্রি করছি ৬৮ কেজি হিসেবে। আশা করছি আগামীতে আরো কমবে।”

আমদানিকারক নুর ইসলাম বলেন, “২ শতাংশ শুল্কে আমরা চাল আনছি। ৫২০-৫৪০ ডলার দরে আমদানি হচ্ছে। এতে বাজারে দামের প্রভাব স্পষ্টভাবে পড়ছে।”

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জানান, গত ১২ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর ৩৫ দিনে ভারত থেকে ২৪২১টি ট্রাকে এক লাখ চার হাজার ৮৫৯ মেট্রিকটন চাল এসেছে। দেশের বাজারে চালের চাহিদা থাকায় দ্রুত খালাস প্রক্রিয়াও সম্পন্ন হচ্ছে।

ঢাকা/মোসলেম/এস

সম্পর্কিত নিবন্ধ