জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে মাইক ওয়াল্টজকে সরিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পাশাপাশি ট্রাম্প তাকে জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি শুক্রবার (২ মে) সকালে  এ তথ্য নিশ্চিত করেছে।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ট্রাম্প ওয়াল্টজকে তার কাজের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, “মাইক ওয়াল্টজ-এর স্থলাভিষিক্ত হবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।”

এর আগে, সংবেদনশীল সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনা করা একটি চ্যাট গ্রুপে ভুল করে একজন সাংবাদিককে যুক্ত করার জন্য ওয়াল্টজ সমালোচনার মধ্যে পড়েছিলেন।

তবে ট্রাম্প ওয়াল্টজকে সম্মান করেন বিধায় তাকে একটি সফট ল্যান্ডিং ও  একটি হাই-প্রোফাইল নতুন পদ দেওয়া হয়েছে।

ঢাকা/নাসিম/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রুয়ান্ডা-কঙ্গোর সঙ্গে চুক্তি করছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনের পর যুক্তরাষ্ট্রের নজর এবার আফ্রিকায়। কঙ্গো ও রুয়ান্ডার মধ্যে চলমান দ্বন্দ্ব নিরসনের পাশাপাশি তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় খনিজ সম্পদ চুক্তির জন্য তোড়জোড় করছে ওয়াশিংটন।

বৃহস্পতিবার এ তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আফ্রিকাবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা মাসসাদ বৌলোস। দোহায় এক সাক্ষাৎকারে বৌলোস বলেছেন, শান্তিচুক্তি সম্পন্ন হলে সেদিনই কঙ্গোর সঙ্গে খনিজ সম্পদ চুক্তি সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র। আর রুয়ান্ডার সঙ্গে একই তবে কিছুটা ভিন্ন আকারের চুক্তি করা হবে।

এই চুক্তি এমন একসময়ে হচ্ছে, যখন রুয়ান্ডাসমর্থিত এম২৩ বিদ্রোহীরা কঙ্গোতে নজিরবিহীন অগ্রগতি অর্জন করছে। অঞ্চলটি ট্যানটালাম, স্বর্ণসহ বিভিন্ন খনিজ সম্পদে সমৃদ্ধ এবং কয়েক দশক ধরে সংঘাতে জর্জরিত। রয়টার্স।
 

সম্পর্কিত নিবন্ধ