সাতক্ষীরায় ক্ষতিকর জেলি বা অপদ্রব্য পুশ করা ৩০০ কেজি বাগদা ও গলদা চিংড়ি জব্দ করেছে বিজিবি। এসময় জেলি পুশের অপরাধে চার ব্যবসায়ীকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২ মে) সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার রাতে শহরের আলিয়া মাদ্রাসার মোড়ে অভিযান চালিয়ে জেলি পুশ করা চিংড়ি জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচটি পিকআপ থেকে ৯০০ কেজি বাগদা ও গলদা চিংড়ি জব্দ করা হয়। পরে জব্দ করা চিংড়ি সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম এবং বিজিবির সমন্বয়ে গঠিত পর্ষদ সরেজমিনে পরীক্ষা করেন। এসময় ৩০০ কেজি চিংড়িতে ক্ষতিকর জেলি বা অপদ্রব্য পাওয়া যায়।

চিংড়িতে ক্ষতিকর দ্রব্য পুশ করার অপরাধে মৎস্য ব্যবসায়ী জয়দেব মন্ডলকে ২৪ হাজার টাকা, আনন্দ মিস্ত্রিকে ১০ হাজার টাকা, রবিন সর্দারকে ১০ হাজার টাকা এবং আনিসুর রহমানকে ৫ হাজার টাকাসহ মোট ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, জেলি পুশ করা চিংড়ি পুড়িয়ে ধ্বংস ও বাকি ৬০০ কেজি চিংড়ি ব্যবসায়ীদের ফেরত দেওয়া হয়েছে।

ঢাকা/শাহীন/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প শ কর

এছাড়াও পড়ুন:

ফ্যাসিস্টদের দোসররা বিভিন্ন ইস্যূতে পানি ঘোলা করতে চায়: মাও. জব্বার

আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর - মুহাম্মদ আবদুল জব্বার

কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতি গণসংযোগ করেন নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ পূর্ব থানা ৬ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী ৩০ এপ্রিল মঙলবার বাদ মাগরিব আদমজী সোনামিয়া মার্কেট সংলগ্ন বড় মসজিদ এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। 

গণসংযোগে প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুুল জব্বার বলেন চব্বিশের আন্দোলনে স্বৈরাচারী ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও তাদের দোসররা কিন্তু এখনো বিভিন্ন স্থানে ঘাপটি মেরে আছেন। তারা বিভিন্ন ইসূতে পানি ঘোলা করতে চায়।

তাদেরকে হুশিয়ার করে বলেন বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ আর কোন ফ্যাসিস্টদের দেখতে চায়না, যারা আজকে দখলদারিত্ব ও চাঁদাবাজিতে লিপ্ত আছেন তাদেরকে ধরে পুলিশ প্রশাসনের কাছে সোপর্দ করবেন। 

এসময় তিনি আরো বলেন আল্লাহর আইন কুরআন দিয়ে সমাজ ও রাষ্ট্র পরিচালনা হলে দেশে আর কোন সন্ত্রাস চাঁদাবাজ থাকবেনা। আর আল্লাহর আইন ও সৎ লোকের সাশন প্রতিষ্ঠা করতেই নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

৬ নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় পূর্ব থানা আমীর আলী আক্কাস রোমনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি  ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন , দক্ষিন থানা আমীর আলহাজ্ব কফিলউদ্দিন আহমেদ, নায়েবে আমীর আবদুল গফুর, পূর্ব থানা সেক্রেটারি শহিদুজ্জামান শহিদ সহ আরো অনেকে।

সম্পর্কিত নিবন্ধ

  • বিএনপি সব সময় শ্রমিকদের পাশে আছে : রাজিব 
  •  খালেদা জিয়ার সুস্থতায় জাকির খানের দোয়া 
  • ফতুল্লায় জে. আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের বর্ষপূর্তি উদযাপন
  • শ্রমিকরাই জীবন দিয়ে বাংলাদেশের মুক্ত পরিবেশ সৃষ্টি করেছে : মামুন মাহমুদ
  • মুন্সীগঞ্জে দিনমজুরের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
  • ছেলেকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার, কচুয়ায় গ্রেপ্তার ২ জন
  • শ্রমিক দিবসে রিকশাচালকদের পাশে নারায়ণগঞ্জ ‘বসুন্ধরা শুভসংঘ’
  • ফ্যাসিস্টদের দোসররা বিভিন্ন ইস্যূতে পানি ঘোলা করতে চায়: মাও. জব্বার
  • চকলেটের লোভ দেখিয়ে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার