দিনাজপুরের বিরল সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। একইসঙ্গে দুই ভারতীয়কে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন বিওপি ক্যাম্পের মল্লিকপুর কারুলিয়াপাড়া সীমান্তে বিজিবি-বিএসএফের এক পতাকা বৈঠকে এ হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি বিজিবির কর্মকর্তারা।

এর আগে দুপুর ১২টার দিকে মল্লিকপুর কারুলিয়াপাড়া সীমান্ত এলাকা থেকে স্থানীয় ইসরাইল ইসলামের ছেলে এনামুল ইসলাম (৫০) ও বনগাঁও এলাকার এনামুল ইসলামের ছেলে মাসুমকে (১৫) ধরে নিয়ে যায় বিএসএফ। ওই সময় দুই ভারতীয়কে আটক করে গ্রামবাসী। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। তারা হলেন- ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার কাটাবাড়ি অনন্তপুর এলাকার সুরেন টুডুর ছেলে অভিনাত (২২) ও নুরদুছ সরেনের ছেলে ফিলিপ সরেন (৩৩)।

ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম বলেন, দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় বিজিবির পক্ষ থেকে ভারতের ৯১বিএসএফ কাটাবাড়ি ক্যাম্পে দুটি চিঠি দেওয়া হয়। সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে সাড়া পাওয়ার পর ওই সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের নাগরিকদের স্ব স্ব সীমান্ত রক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এসএফ ইসল ম

এছাড়াও পড়ুন:

দিনাজপুর সীমান্তে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, দুই ভারতীয় আটক

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর সীমান্তে ধান কাটা ও মাড়াইয়ের সময় দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার প্রতিবাদে দুই ভারতীয় কৃষককে ধরে এনে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে সোপর্দ করেছেন বাংলাদেশিরা।

আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন বিওপি ক্যাম্পের মল্লিকপুর কারুলিয়াপাড়ার ৩২০/৯ এস পিলার-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছিল।

বিএসএফের ধরে নিয়ে যাওয়া বাংলাদেশিরা হলেন ধর্মজৈন এলাকার বাসিন্দা ইসরাইলের ছেলে এনামুল হক (৪৫) ও বনগাঁও এলাকার এনামুলের ছেলে মো. মাসুদ রানা (২২)। অন্যদিকে বিজিবির হেফাজতে থাকা ভারতীয় নাগরিকেরা হলেন ভারতের গঙ্গারামপুর থানার অনন্তপুর গ্রামের সরেণ টুডুর ছেলে অবিনাশ টুডু (২০) ও লরদু সরেণের ছেলে ফিলিপ সরেণ (৩০)।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল থেকে বাংলাদেশি নাগরিক মাসুদ রানা, এনামুল হকসহ কয়েকজন ৩২০/৯ এস পিলারের কাছে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে নিজ জমিতে ধান কাটছিলেন। ধান কাটা শেষে একই পিলারসংলগ্ন ভারতীয় নাগরিকের জমিতে ধান মাড়াই কার্যক্রম শুরু করেন। তখন বিএসএফ সদস্যরা দুজনকে ধরে নিয়ে যান। বিষয়টি জানতে পেরে কারুলিয়াপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা ভারতীয় দুই কৃষককে ধরে নিয়ে কারুলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আটকে রাখেন। পরে স্থানীয় ইউপি সদস্য আবদুর রহমানের মাধ্যমে বিজিবি সদস্যদের হাতে তুলে দেন।

জানতে চাইলে ধর্মজৈন বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘সীমান্তে ধান কাটার সময় দুই বাংলাদেশি নাগরিককে তুলে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে স্থানীয় বাংলাদেশি নাগরিকেরা দুই ভারতীয় নাগরিককে আটক করেন। আমরা ইতিমধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে আলোচনা শুরু করেছি। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি প্রক্রিয়া চলমান।’

সম্পর্কিত নিবন্ধ

  • ৮ ঘণ্টা পর দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
  • পাটগ্রামের ২ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
  • বিজিবি–বিএসএফ পতাকা বৈঠকের পর দুই দেশের নাগরিকদের হস্তান্তর
  • এবার পাটগ্রাম সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
  • পতাকা বৈঠক শেষে দুই দেশের নাগরিকদের ফেরত দিল বিজিবি-বিএসএফ
  • ঝিনাইদহে বিএসএফের গুলিতে যুবক আহত, দাবি পরিবারের
  • ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত হওয়ার খবর
  • বিরল সীমান্তে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, দুই ভারতীয় আট
  • দিনাজপুর সীমান্তে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, দুই ভারতীয় আটক