ভারতের অধিনায়ক রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আজ বুধবার (৭ মে) তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন তিনি আর টেস্ট খেলবেন না এবং সেটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এই ঘোষণার ফলে এতোদিন তার লংগার ভার্সনের ভবিষ্যৎ নিয়ে চলা সব জল্পনা-কল্পনারও অবসান হলো।

৩৮ বছর বয়সী রোহিত, তার ক্যারিয়ারের দ্বিতীয়ার্ধে হয়ে উঠেছিলেন ভারতের অন্যতম নির্ভরযোগ্য টেস্ট ব্যাটার। ৬৭টি টেস্টে তিনি করেছেন ৪৩০১ রান, যার মধ্যে রয়েছে ১২টি সেঞ্চুরি ও ১৮টি হাফসেঞ্চুরি। গড় ছিল ৪০.

৫৭, যা দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে একজন ওপেনারের জন্য বেশ সম্মানজনক।

টেস্ট দলের অধিনায়ক হিসেবেও রোহিতের অর্জন কম নয়। তার নেতৃত্বেই ভারত খেলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে প্রতিপক্ষ ছিল শক্তিশালী অস্ট্রেলিয়া। যদিও শেষদিকে নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে কয়েকটি সিরিজে দল কাঙ্ক্ষিত সাফল্য পায়নি, তবুও রোহিতের নেতৃত্বে ভারতীয় দল ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

আরো পড়ুন:

সীমান্তে উত্তেজনা তুঙ্গে, তবু নির্ধারিত সময়েই চলবে আইপিএল

সোহান-মাহিদুলের সেঞ্চুরির ম্যাচ জয়ে রাঙাল ‘এ’ দল

এখন প্রশ্ন উঠছে, কে হবেন ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক? সামনে রয়েছে ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ। সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় আছেন জাসপ্রিত বুমরাহ, লোকেশ রাহুল, শুভমান গিল এবং ঋষভ পন্ত। তাদের মধ্য থেকেই কেউ একজন হাতে তুলে নেবেন ভারতের সাদা পোশাকের নেতৃত্ব।

রোহিতের বিদায়ে ভারতীয় টেস্ট ক্রিকেটে একটি অধ্যায়ের অবসান হলো। এখন দেখার বিষয়, নতুন যুগের সূচনা কেমনভাবে হয়।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ক্ষেপণাস্ত্র হামলায় দুই দেশে ৩৬ জন নিহত

ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর বিবিসির।

বিবিসি নিশ্চিত হয়ে জানিয়েছে, ভারত শাসিত কাশ্মীরে অন্তত ১০ জন সাধারণ মানুষ মারা গেছেন এবং ৩২ জন আহত হয়েছেন। দিল্লির বিমান হামলার জবাবে দেশ দুটির মধ্যে কার্যত সীমান্ত হিসেবে পরিচিত এলাকায় পাকিস্তান যখন ভারী গোলাবর্ষণ শুরু করে, তখন এই ঘটনা ঘটে ।

স্থানীয়রা বিবিসিকে জানিয়েছেন, গুলিবর্ষণ সবচেয়ে বেশি হয়েছে পুঞ্চ এবং মেন্ধার এলাকায়। বাড়ি এবং দোকানপাট সহ অনেক ভবন গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুঞ্চের স্থানীয় সাংবাদিক জামরুদ মুঘল ফোনে বিবিসিকে বলেন, "বুধবার রাতে ঘণ্টার পর ঘণ্টা আমরা বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছি"।

‘মানুষ পুরো রাত ঘুমাতে পারেনি। সবাই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় পালিয়ে গেছে," বলেন মুঘল। "আমাদের স্থানীয় হাসপাতাল এখন আহত মানুষে ভরে গেছে।’

পাকিস্তানে বসবাসরত জাতিসংঘ ঘোষিত একজন সন্ত্রাসী মাওলানা মাসুদ আজহার জানিয়েছেন, ভারতের বাহাওয়ালপুরে সুবাহান আল্লাহ মসজিদে হামলায় তার পরিবারের ১০ সদস্য এবং চার ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছেন।

বিবিসি উর্দু জানাচ্ছে, জইশ-ই-মোহাম্মদ (জেইএম) নামে যে জঙ্গি সংগঠনের নেতৃত্ব তিনি দেন, বুধবার তারা এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে ছিলেন মাসুদ আজহারের বড় বোন ও তার স্বামী, তার ভাতিজা ও তার স্ত্রী, একজন ভাগ্নি এবং পরিবারের আরও পাঁচজন শিশু।

জেইএম ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারতশাসিত কাশ্মীরে একটি আত্মঘাতী হামলা চালায়, যেখানে ৪০ জন সৈন্য নিহত হয়। এই হামলা দুই প্রতিবেশী দেশকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।

সংগঠনটি আরও জানিয়েছে, ওই হামলায় আজহারের তিনজন ঘনিষ্ঠ সহযোগী এবং তাদের একজনের মা’ও নিহত হয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • ভারতের ১২টি ড্রোন নিষ্ক্রিয়, একজন বেসামরিক নাগরিক নিহত: পাকিস্তান সেনাবাহিনী
  • তাহলে ধোনি অবসর নিচ্ছেন না
  • চিকিৎসা নিয়ে রাশিয়া থেকে ফিরেছেন গুলিতে নাক, চোখ, ঠোঁট হারানো সেই খোকন
  • ‘আমরা এখানে এসেছি কারণ আমরা সেটা প্রাপ্য’
  • টেস্ট থেকে অবসরের ঘোষণা রোহিতের
  • থ্যালাসেমিয়া হলে কী করবেন
  • ভারতের হামলায় মাসুদ আজহার পরিবারের ১০ সদস্য নিহত: বিবিসি
  • ক্ষেপণাস্ত্র হামলায় দুই দেশে ৩৬ জন নিহত
  • ওয়াক্ফ মামলা উত্তরসূরির জন্য রেখে গেলেন ভারতের প্রধান বিচারপতি, শুনানি ১৫ মে