ইউটিউব প্রিমিয়াম এবার কম খরচে ব্যবহার করা যাবে, কীভাবে
Published: 7th, May 2025 GMT
ইউটিউব ভিডিওতে দিন দিন বিজ্ঞাপনের সংখ্যা বেড়ে চলেছে। এমনকি আকারে বড় ভিডিওতে একাধিকবার দীর্ঘ বিজ্ঞাপনও দেখতে হয় ব্যবহারকারীদের। আর তাই অর্থের বিনিময়ে ইউটিউব প্রিমিয়াম সেবায় নিবন্ধন করে বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখেন অনেকে। তবে প্রতি মাসে অর্থ খরচ হওয়ায় চাইলেও সবার পক্ষে ইউটিউব প্রিমিয়ামের সুবিধা ব্যবহার করা সম্ভব হয় না। এ সমস্যা সমাধানে ইউটিউব প্রিমিয়ামের নতুন প্যাকেজ চালু করেছে ইউটিউব কর্তৃপক্ষ। নতুন এ প্যাকেজে একসঙ্গে দুজন সদস্য যৌথভাবে অর্থ পরিশোধ করে ইউটিউবের প্রিমিয়ামের সুবিধা ব্যবহার করতে পারবেন।
ইউটিউব জানিয়েছে, বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয়ই কনটেন্ট নির্মাতাদের আয়ের প্রধান উৎস। তবে অনেক ব্যবহারকারী প্ল্যাটফর্মে অতিরিক্ত বিজ্ঞাপন দেখার কারণে বিরক্ত হন। এ জন্যই ইউটিউব প্রিমিয়াম চালুর মাধ্যমে বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতার পাশাপাশি আরও কিছু সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। প্রিমিয়াম সংস্করণে ব্যবহারকারীরা ভিডিও ব্যাকগ্রাউন্ডে চালিয়ে রাখা, ইউটিউব মিউজিকের পূর্ণ সংগ্রহে প্রবেশাধিকারসহ বেশ কিছু বাড়তি সুবিধা পেয়ে থাকেন। নতুন প্যাকেজের মাধ্যমে একজনের খরচে দুজন ব্যক্তি ইউটিউব প্রিমিয়াম সেবা ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুনভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে এক বছরে ইউটিউবের আয় কত০৭ ফেব্রুয়ারি ২০২৫নতুন এই প্যাকেজের তথ্য এরই মধ্যে ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশন পেজে যুক্ত করা হয়েছে। সেখানে ব্যক্তিগত, পারিবারিক ও শিক্ষার্থী প্যাকেজের পাশাপাশি দুই সদস্যের প্যাকেজের তথ্য দেখা যাচ্ছে। আগ্রহীরা চাইলে প্রথম এক মাস বিনা মূল্যে প্যাকেজটি ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুননতুন রূপে আসছে ইউটিউব, যে সুবিধা পাওয়া যাবে২৮ এপ্রিল ২০২৫ইউটিউবের তথ্যমতে, ইউটিউব প্রিমিয়াম সেবায় নিবন্ধনের সময় আরও একজন ব্যক্তিকে যুক্ত করে প্যাকেজটি চালু করা যাবে। তবে দুজন ব্যক্তিরই বয়স কমপক্ষে ১৩ বছর হতে হবে এবং তাদের একটি বৈধ গুগল অ্যাকাউন্ট থাকতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে, তারা উভয়ই একই ঠিকানায় বসবাস করছে। এর পাশাপাশি সদস্য যুক্ত করার জন্য দুজনকেই গুগলের ‘ফ্যামিলি গ্রুপ’–এ অন্তর্ভুক্ত হতে হবে। প্রাথমিকভাবে নতুন প্যাকেজটি নির্দিষ্ট কিছু দেশ থেকে ব্যবহার করা যাবে।
সূত্র: নিউজ১৮
আরও পড়ুনইউটিউব চ্যানেলে যে ধরনের ভিডিও প্রকাশ করলে অর্থ আয়ের সুযোগ বন্ধ হবে০৬ এপ্রিল ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র কর
এছাড়াও পড়ুন:
নাটকীয়তা আর রহস্যে মোড়ানো ফ্রেন সিলাকের জীবন
কারও কারও জীবনের গল্প এমন যে ‘ফিকশনকেও’ হার মানায়। এমন একজন মানুষ হলেন ফ্রেন সিলাক। তাকে বলা হয় ‘লাকিয়েস্ট আনলাকিয়েন্স ম্যান’। কেন এই খেতাব পেলেন ফ্রেন সিলাক?
ফ্রেন একদিকে যেমন একে একে সাত বার মৃত্যুর মুখ থেকে ফিরেছেন অন্যদিকে লটারি জিতে কোটিপতি হয়েছিলেন। ৪ বার ব্যর্থ বিবাহের আঘাত সহ্য করেছেন। তারপর পঞ্চম বিয়ে করে করে নতুন সংসার করছেন। ক্রোয়েশিয়ার সংগীত শিক্ষক ফ্রানে সেলাকের জীবন কাহিনি এমনই। বিশ্বজুড়ে তিনি পরিচিত তার অবিশ্বাস্য সৌভাগ্যের জন্য।
১৯২৯ সালের ১৪ জুন ক্রোয়েশিয়ায় জন্ম ফ্রেন সিলাকের। ফ্রেন পেশায় একজন সংগীত শিক্ষক ছিলেন। তার জীবন ছিল খুবই সাধারণ। ১৯৬৬ সালে ফ্রেন পড়েছিল বাস দুর্ঘটনায়। তিনি যে বাসে চড়েছিলেন সেই বাসটি নদীতে পড়ে যায়। সেখানে চারজন হতাহতের ঘটনা ঘটলেও ফ্রেন অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন। এরপরে ১৯৭০ সাল পর্যন্ত তুলনামূলকভাবে অস্বাভাবিক কিছু বছর কেটে গেছে। সেলাক জানায় যে তার গাড়ির জ্বালানি ট্যাঙ্ক মোটরওয়েতে বিস্ফোরিত হয়েছিল।
৩৩ বছর বয়সে ফ্রেনে একবার বিমানে চড়েছিলেন। সেই বিমান পড়লো দুর্ঘটনার কবলে। কিন্তু ফ্রেন দুর্ঘটনায় পড়া বিমান থেকে সোজা খড়ের গাদার উপর ভূপতিত হন। এবং প্রাণে বেঁচে যান।
একবার তিনি একটি বাসের ধাক্কা থেকেও ফিরে আসেন জীবনে।
এতো এতো ঘটনার পরে সেলাক একদিন এক মিলিয়ন ডলারের (প্রায় ₹৮.৩৬ কোটি) লটারি জেতেন। তবে অবাক করার মতো বিষয় হলো, ফ্রেন প্রায় সব অর্থই পরিবার ও বন্ধুদের মধ্যে বিলিয়ে দেন।
‘রিপ্লেস বিলিভ ইট অর নট’ অনুযায়ী, ২০০০ সালের মাঝামাঝি সেলাক ক্রোয়েশিয়ায় লটারি জেতেন। তিনি সেই টাকায় একটি বিলাসবহুল বাড়ি কেনেন। কিন্তু ২০১০ সালে সেই বাড়ি বিক্রি করে দেন।
বার বার মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ফ্রেন জীবনের শেষ পর্যায়ে আবার অর্থ, বাড়ি সব হারিয়ে সাধারণ জীবন যাপনে ফিরে এসেছেন। কিন্তু তিনি পঞ্চম স্ত্রীর সঙ্গে ভালো আছেন।
ঢাকা/লিপি