ইউটিউব ভিডিওতে দিন দিন বিজ্ঞাপনের সংখ্যা বেড়ে চলেছে। এমনকি আকারে বড় ভিডিওতে একাধিকবার দীর্ঘ বিজ্ঞাপনও দেখতে হয় ব্যবহারকারীদের। আর তাই অর্থের বিনিময়ে ইউটিউব প্রিমিয়াম সেবায় নিবন্ধন করে বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখেন অনেকে। তবে প্রতি মাসে অর্থ খরচ হওয়ায় চাইলেও সবার পক্ষে ইউটিউব প্রিমিয়ামের সুবিধা ব্যবহার করা সম্ভব হয় না। এ সমস্যা সমাধানে ইউটিউব প্রিমিয়ামের নতুন প্যাকেজ চালু করেছে ইউটিউব কর্তৃপক্ষ। নতুন এ প্যাকেজে একসঙ্গে দুজন সদস্য যৌথভাবে অর্থ পরিশোধ করে ইউটিউবের প্রিমিয়ামের সুবিধা ব্যবহার করতে পারবেন।

ইউটিউব জানিয়েছে, বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয়ই কনটেন্ট নির্মাতাদের আয়ের প্রধান উৎস। তবে অনেক ব্যবহারকারী প্ল্যাটফর্মে অতিরিক্ত বিজ্ঞাপন দেখার কারণে বিরক্ত হন। এ জন্যই ইউটিউব প্রিমিয়াম চালুর মাধ্যমে বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতার পাশাপাশি আরও কিছু সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। প্রিমিয়াম সংস্করণে ব্যবহারকারীরা ভিডিও ব্যাকগ্রাউন্ডে চালিয়ে রাখা, ইউটিউব মিউজিকের পূর্ণ সংগ্রহে প্রবেশাধিকারসহ বেশ কিছু বাড়তি সুবিধা পেয়ে থাকেন। নতুন প্যাকেজের মাধ্যমে একজনের খরচে দুজন ব্যক্তি ইউটিউব প্রিমিয়াম সেবা ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুনভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে এক বছরে ইউটিউবের আয় কত০৭ ফেব্রুয়ারি ২০২৫

নতুন এই প্যাকেজের তথ্য এরই মধ্যে ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশন পেজে যুক্ত করা হয়েছে। সেখানে ব্যক্তিগত, পারিবারিক ও শিক্ষার্থী প্যাকেজের পাশাপাশি দুই সদস্যের প্যাকেজের তথ্য দেখা যাচ্ছে। আগ্রহীরা চাইলে প্রথম এক মাস বিনা মূল্যে প্যাকেজটি ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুননতুন রূপে আসছে ইউটিউব, যে সুবিধা পাওয়া যাবে২৮ এপ্রিল ২০২৫

ইউটিউবের তথ্যমতে, ইউটিউব প্রিমিয়াম সেবায় নিবন্ধনের সময় আরও একজন ব্যক্তিকে যুক্ত করে প্যাকেজটি চালু করা যাবে। তবে দুজন ব্যক্তিরই বয়স কমপক্ষে ১৩ বছর হতে হবে এবং তাদের একটি বৈধ গুগল অ্যাকাউন্ট থাকতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে, তারা উভয়ই একই ঠিকানায় বসবাস করছে। এর পাশাপাশি সদস্য যুক্ত করার জন্য দুজনকেই গুগলের ‘ফ্যামিলি গ্রুপ’–এ অন্তর্ভুক্ত হতে হবে। প্রাথমিকভাবে নতুন প্যাকেজটি নির্দিষ্ট কিছু দেশ থেকে ব্যবহার করা যাবে।

সূত্র: নিউজ১৮

আরও পড়ুনইউটিউব চ্যানেলে যে ধরনের ভিডিও প্রকাশ করলে অর্থ আয়ের সুযোগ বন্ধ হবে০৬ এপ্রিল ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র কর

এছাড়াও পড়ুন:

নিজের টাকায় সোহানকে সেরা ফিল্ডারের পুরস্কার দেন আশিক

দারুণ উদ্যোগ নিয়ে প্রশংসিত হচ্ছেন বাংলাদেশ ‘এ’ দলের ফিল্ডিং কোচ আশিকুর রহমান। সিলেটে নিউ জিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে ম্যাচের সেরা ফিল্ডারকে মেডেল দেয়ার রীতি চালু করেন দেশি এই কোচ।

গতকাল কিউইদের বিপক্ষে দাপুটে জয়ের পর সেরা ফিল্ডারের মেডেল পান অধিনায়ক নুরুল হাসান সোহান। একটি স্ট্যাম্পিং ও চারটি ক্যাচ ধরে সেরা ফিল্ডারের পুরস্কার বাগিয়ে নেন এ দলের অধিনায়ক।

আশিক সেই মেডেল বানিয়েছেন নিজের টাকায়। এমন তথ্য দিলেন ‘এ’ দলের হেড কোচ মিজানুর রহমান বাবুল। মঙ্গলবার (০৬ মে) সংবাদমাধ্যমে বাবুল বলেন, “এখানে আসার আগে দেখলাম সে একটা পয়সা দিয়ে মেডেল বানিয়ে এনেছে। তো এটা একটা সুন্দর মুহূর্ত, সেরা ফিল্ডার হলে তাদের মধ্যে একটা কম্পিটিশন থাকে।’’

আরো পড়ুন:

নতুন মুখ ও পুরনোদের নিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

দ. আফ্রিকার বিপক্ষে পারলো না নারী ইমার্জিং দল

“একটা ছোট মেডেল যাই হোক না কেন। এটা একটা জিনিস এটা তো পুরস্কার। এই পুরস্কারটা নেয়ার জন্য সবাই উদগ্রীব হয়ে থাকে। এটা দলের মধ্যে খুব ভালো একটা পজেটিভ দিক। এটা নেয়ার জন্য সবাই ভালো ফিল করতে থাকে।’’ -আরও যোগ করেন বাবুল।

বিভিন্ন দেশের ম্যাচের সেরা ফিল্ডার কিংবা সেরা খেলোয়াড়কে ড্রেসিংরুমে পুরস্কৃত করার বিষয়টি হারহামেশা দেখা যায়। বাংলাদেশে এমন উদ্যোগ নিশ্চিতভাবে ক্রিকেটারদের আরও উৎসাহ দেবে বলে মনে করেন ‘এ’ দলের কোচ।  

আশিকের প্রশংসা করে বাবুল বলেন, “আশিক আমাদের দেশের খুবই একজন... সেই ফিল্ডিংটা দেখে। সে খুবই উন্নতমানের একজন কোচ। তার এরকম অনেক চিন্তাভাবনা নিজে থেকেই আসে। এতদিন সে বিভিন্নভাবে উজ্জীবিত করত দলকে। চকলেট দিয়ে, বিস্কিট দিয়ে, টাকা দিয়ে। সেরা ফিল্ডারকে পুরস্কৃত করা যেটা ছেলেদের মোটিভেটেড করে।“

এদিকে বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের র‍্যাংকিংয়ে অবনমন হওয়ায় মন খারাপ বাবুলের। বাংলাদেশের অবস্থান এখন দশে। ষষ্ঠ স্থানে থাকা আফগানিস্তানের সঙ্গে পয়েন্টের ব্যবধান ৭৪! আর নয়ে থাকা উইন্ডিজের সঙ্গে ব্যবধান ৪১।

“অবশ্যই হতাশাজনক যে শুধু কোচ হিসেবে না। এটা একজন বাংলাদেশি হিসেবে খারাপ লাগে। অনেক উন্নতির কথা বলি হয়তো, কিন্তু মাঠে যদি সেই খেলাটা খেলতে না পারি র‍্যাঙ্কিংয়ে যদি উন্নতি করতে না পারি অবশ্যই খারাপ লাগে।’’ —বলেছেন বাবুল।

ঢাকা/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • চিকিৎসা নিয়ে রাশিয়া থেকে ফিরেছেন গুলিতে নাক, চোখ, ঠোঁট হারানো সেই খোকন
  • ‘আমরা এখানে এসেছি কারণ আমরা সেটা প্রাপ্য’
  • থ্যালাসেমিয়া হলে কী করবেন
  • ভারতের হামলায় মাসুদ আজহার পরিবারের ১০ সদস্য নিহত: বিবিসি
  • ক্ষেপণাস্ত্র হামলায় দুই দেশে ৩৬ জন নিহত
  • এপ্রিলে ৬১০ দুর্ঘটনায় ৬২৮ জনের প্রাণহানি
  • বন্দরে আইরিন ভেরাইটিজ ষ্টোরে চুরি ঘটনায় আরও একজন গ্রেপ্তার
  • নাটোরের প্রবীণ সাংবাদিক নবীউর রহমান মারা গেছেন
  • নিজের টাকায় সোহানকে সেরা ফিল্ডারের পুরস্কার দেন আশিক