নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশাচালক জামান মিয়া হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া, একই মামলায় আরো একজনকে ১০ বছরের কারাদণ্ড ও অন্য একজনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (১৪ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় দেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আড়াইহাজারের বাগদী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আক্তার হোসেন (৩০), একই গ্রামের মৃত আহমদ আলীর ছেলে বাদশা (৩৫) ও নাগের চরের আহাদ আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৭)। ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হলেন- আজগর। খালাসপ্রাপ্ত হলেন- জাহিদুল ইসলাম।

আরো পড়ুন:

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে ইবিতে বিক্ষোভ

সাম্য হত্যা: গ্রেপ্তার ৩ জন কারাগারে

নারায়ণগঞ্জ আদালতে (পিপি) আবুল কালাম আজাদ জাকির বলেন, ‘‘২০২০ সালে ২৯ মার্চ জামান মিয়াকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।’’

ঢাকা/অনিক/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে রিকশা চালককে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

 নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামান হোসেন নামে এক অটোরিকশা চালককে হত্যা তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।


মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-আড়াইহাজার উপজেলার ফতেহপুরের বাগদী এলাকার মোসলেম উদ্দিনের ছেলে আক্তার হোসেন (৩০), একই এলাকার মৃত আহমদ আলীর ছেলে মো. বাদশা (৩৫) ও নাগেরচরের মো. আহাদ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম(৩৭)।


হত্যার শিকার জামান উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদি গ্রামের শফিউদ্দিনের ছেলে।

কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার একটি হত্যা মামলায় আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেছেন।

আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ২০২০ সালের ৩০ মার্চ আড়াইহাজার উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকায় লাল রঙের টেপ দিয়ে মুখ পেঁচানো, রশি দিয়ে হাত-পা বাঁধা ও দুই চোখ উপড়ানো অবস্থায় এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি অটোরিকশাচালক জামানের হিসেবে শনাক্ত করে তার পরিবার। এ ঘটনায় তার ভাই জাকির হোসেন বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় আদালত রায় ঘোষণা করেছেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে মহানগর জামায়াত নেতৃবৃন্দের সাক্ষাৎ
  • আওয়ামী দোসরদের বিরুদ্ধে ২ কোটি টাকার সম্পত্তি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
  • রূপগঞ্জে বায়ুদূষণকারী নির্মাণাধীন প্রতিষ্ঠানকে জরিমানা
  • বন্দরে বালিকা (অনূর্ধ্ব-১৪) এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও প্রশিক্ষণ
  • বন্দরে বালক (অনূর্ধ্ব-১৪) সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন
  • নারায়ণগঞ্জে রিকশাচালক হত্যার দায়ে তিন আসামির মৃত্যুদণ্ড
  • নারায়ণগঞ্জে রিকশা চালককে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি
  • ফতুল্লায় দুই যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ১
  • ফতুল্লায় হত্যাচেষ্টা মামলায় বিএনপি নেতার ভাতিজা গ্রেপ্তার