নারায়ণগঞ্জে অটোরিকশাচালককে হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড
Published: 14th, May 2025 GMT
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশাচালক জামান মিয়া হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া, একই মামলায় আরো একজনকে ১০ বছরের কারাদণ্ড ও অন্য একজনকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার (১৪ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় দেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আড়াইহাজারের বাগদী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আক্তার হোসেন (৩০), একই গ্রামের মৃত আহমদ আলীর ছেলে বাদশা (৩৫) ও নাগের চরের আহাদ আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৭)। ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হলেন- আজগর। খালাসপ্রাপ্ত হলেন- জাহিদুল ইসলাম।
আরো পড়ুন:
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে ইবিতে বিক্ষোভ
সাম্য হত্যা: গ্রেপ্তার ৩ জন কারাগারে
নারায়ণগঞ্জ আদালতে (পিপি) আবুল কালাম আজাদ জাকির বলেন, ‘‘২০২০ সালে ২৯ মার্চ জামান মিয়াকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।’’
ঢাকা/অনিক/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
সাংবাদিক মাহাবুবের শয্যাপাশে সাম্যবাদী দলের নেতৃবৃন্দ
বন্দর প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মাহাবুব হোসেনের শয্যাপাশে দাড়িয়েছেন নারায়ণগঞ্জ জেলা সাম্যবাদী দলের নেতৃবৃন্দ।
সাম্যবাদী দলের প্রধান সাঈদ আহাম্মেদের নির্দেশে নারায়ণগঞ্জ জেলা সাম্যবাদী দলের একটি প্রতিনিধি দল রোববার (৬ জুলাই) দুপুরে বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জের নমুনা বাজারস্থ সাংবাদিক মেহেবুব হোসেনের বাস ভবনে গিয়ে তার খোঁজ খবর নেন।
এ সময় তারা মাহাবুব হোসেনের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন এবং সুস্থ্যতা লাভের জন্য তারা সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন। সাম্যবাদী দলের নেতৃবৃন্দের এহেন মানবিকতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন সাংবাদিক মাহাবুব ও তার পরিবারের সদস্যরা।
ওই সময় উপস্থিত নারায়ণগঞ্জ জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কমরেড জাকির শিকদার, জেলা কমিটির প্রচার সম্পাদক কমরেড সেলিম হায়দার,বন্দর থানা কমিটি সভাপতি কমরেড ইরফান খন্দকার ও সাবেক সভাপতি কমরেড জাহাঙ্গীর প্রধান প্রমুখ।