রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্তাম্বুলের বৈঠকে অংশগ্রহণের বিষয়ে স্পষ্টতা পাওয়ার পর শান্তি আলোচনার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ইউক্রেনের প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেবেন। বুধবার ইউক্রেনের একটি কূটনৈতিক সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার ইস্তাম্বুলের আলোচনায় যোগদানের জন্য পুতিনকে চ্যালেঞ্জ জানিয়েছেন। যদি পুতিন যোগ দিতে রাজি হন, তাহলে ২০১৯ সালের ডিসেম্বরের পর এটি হবে দুই যুদ্ধরত দেশের নেতাদের মধ্যে প্রথম বৈঠক।

কূটনৈতিক সূত্র বলেছে,“পুতিন ইস্তাম্বুলে আসতে ভয় পাচ্ছেন কিনা তার উপর সবকিছু নির্ভর করবে। তার প্রতিক্রিয়ার ভিত্তিতে, ইউক্রেনীয় নেতৃত্ব পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।”

ক্রেমলিন বুধবার জানিয়েছে, ইউক্রেনের সাথে সম্ভাব্য আলোচনার জন্য বৃহস্পতিবার একটি রুশ প্রতিনিধিদল ইস্তাম্বুলে থাকবে। তবে মস্কোর পক্ষ থেকে কে সেখানে থাকবে তা প্রকাশ করা হয়নি এবং পুতিন সেখানে যাবেন কিনা তা স্পষ্ট করা হয়নি

ইউক্রেনীয় এবং রাশিয়ান আলোচকদের মধ্যে সরাসরি আলোচনা শেষবার ২০২২ সালের মার্চ মাসে রাশিয়ার আক্রমণের প্রথম সপ্তাহগুলোতে ইস্তাম্বুলে হয়েছিল।

গত সপ্তাহে পুতিন বলেছিলেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আলোচনা বসতে চান। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, তিনি ইস্তাম্বুলে যাবেন এবং পুতিন ছাড়া রাশিয়ার অন্য কোনো কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসতে রাজী নন। এরপর থেকে এ ব্যাপারে রুশ কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি বা তাদের পরিকল্পনা সম্পর্কে তথ্য প্রকাশ করেনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে আলোচনার জন্য তুরস্কে যেতে পারেন। তবে সেখানে পুতিন উপস্থিত থাকবেন কিনা তা তিনি জানেন না।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইউক র ন র প র স ড ন ট

এছাড়াও পড়ুন:

পুশইন করা ৭৫ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর

ভারতের গুজরাট রাজ্য থেকে তুলে এনে সীমান্ত পথে বাংলাদেশে পুশইন করা ৭৮ জনের মধ্যে ৭৫ জন বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনজন ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

মঙ্গলবার (১৩ মে) সকালে সাতক্ষীরার শ্যামনগর থানায় সংবাদ সম্মেলনে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

আরো পড়ুন: ভারতের রেখে যাওয়া ৭৮ জন শ্যামনগর থানায়, আজ পরিবারের কাছে হস্তান্তর

আরো পড়ুন:

ভারতের হামলায় পাকিস্তানের ১১ সেনা নিহত, আহত ৭৮: আইএসপিআর

যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত ভারত-পাকিস্তান

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, গত ৯ মে ভোরের দিকে ভারতীয় কর্তৃপক্ষ সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ৭৫ জন বাংলাদেশি এবং তিনজন ভারতীয় নাগরিককে পুশইন করে। তাদের অধিকাংশই দীর্ঘদিন ধরে ভারতের গুজরাট রাজ্যে বসবাস করছিলেন। তারা বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুশইন হওয়া ব্যক্তিরা জানায়, গত ২৬ এপ্রিল গভীর রাতে ভারতীয় প্রশাসন তাদের বাসা থেকে আটক করে এবং গত ৯ মে ভোরের দিকে গোপনে সুন্দরবনের মান্দারাড়ি চরে রেখে যায়। পরবর্তীতে ওই ব্যক্তিরা মান্দারবাড়িয়া চর থেকে মান্দারবাড়ি ফরেস্ট অফিসে গিয়ে আশ্রয় নেন। ফরেস্ট অফিস কোস্ট গার্ডকে অবহিত করে। গত ১০ মে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন পুশইন করা ৭৮ জন ব্যক্তিকে উদ্ধার করে। তাদের প্রয়োজনীয় খাবার ও ওষুধ সরবরাহ করে।

আরো পড়ুন: সুন্দরবন দিয়ে ৭৮ জনকে ‌‌‌‌ঠেলে দিল বিএসএফ 

পুশইন হওয়া ব্যক্তিরা জানায়, ভারতীয় পুলিশ তাদের বস্তিগুলোতে হানা দেয়। তাদের পরিবারের সদস্যদের সামনে নির্যাতন করে। তাদের চোখ বেঁধে একটি সামরিক বিমানে এবং পরিবারের অন্য সদস্যদের অপর একটি সামরিক বিমানে ভিন্ন ভিন্ন জায়গায় স্থানান্তর করে। এখনো তারা তাদের স্ত্রী-সন্তানদের অবস্থান সম্পর্কে কিছুই জানেন না। পরবর্তীতে ভারতীয় কর্তৃপক্ষ জাহাজের মাধ্যমে তাদের বাংলাদেশের সুন্দরবনের একটি জায়গায় রেখে যায়। 

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, উদ্ধারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গত ১১ মে সাতক্ষীরা শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়। তিন ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলন শেষে উদ্ধারকৃত বাংলাদেশি ৭৫ জনকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (৯ মে) ভোর ৪টার দিকে বঙ্গোপসাগরসংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকার মান্দারবাড়িয়া চরে ৭৮ জনকে রেখে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সকাল ৯টার দিকে বন বিভাগের মান্দারবাড়িয়া ক্যাম্পের সদস্যরা রেখে যাওয়া ব্যক্তিদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান। রবিবার (১১ মে) রাত ১১টার দিকে ৭৫ জন বাংলাদেশি নাগরিকসহ ৭৮ জনকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • জনস্বার্থ মামলা বিচারিক সক্রিয়তার এক অস্ত্র
  • রাজশাহী কলেজে হোস্টেল ভাড়া কমানোর দাবিতে বিক্ষোভ
  • ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ, স্বরাষ্ট্র উপদেষ্টা–উপাচার্য–প্রক্টরের পদত্যাগ দাবি
  • ২০২৫ সালের প্রথম প্রান্তিকে আইডিএলসি ফাইন্যান্সের ৪৪% একত্রিত নিট মুনাফা বৃদ্ধি
  • পুশইন করা ৭৫ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর
  • লিবিয়ার রাজধানীতে রাতভর সংঘর্ষ, সশস্ত্র গোষ্ঠীর নেতা নিহত
  • আনচেলত্তিকে কোচ ঘোষণা করে ব্রাজিলের বিবৃতি 
  • তিন বছরের চুক্তিতে রিয়ালের কোচ আলোনসো 
  • জুলাই অভ্যুত্থান পরবর্তী জনগণের আকাঙ্ক্ষা পূরণই এ সরকারের অন্যতম লক্ষ্য: আসিফ মাহমুদ