Prothomalo:
2025-07-04@08:47:09 GMT
নারী–পুরুষ সমতা নিয়ে আসছে এবারের ব্যালন ডি’অর
Published: 19th, May 2025 GMT
প্যারিসের থিয়েটার দু শাতলেতে চলতি বছরের ২২ সেপ্টেম্বর দেওয়া হবে ফুটবলারদের ব্যক্তিগত বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর। আয়োজকেরা আজ জানিয়েছেন, এই প্রথমবারের মতো ছেলে ও মেয়েদের বিভাগে সমান পুরস্কার দেওয়া হবে। মানে পুরস্কারসংখ্যা সমান হবে ছেলে ও মেয়েদের বিভাগে।
আরও পড়ুনআনচেলত্তির ব্রাজিল দলে কারা ডাক পাচ্ছেন১ ঘণ্টা আগে১৯৫৬ সাল থেকে ব্যালন ডি’অর পুরস্কারের প্রচলন করা ফ্রান্সের সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ ও উয়েফা জানিয়েছে, মেয়েদের বিভাগে সেরা নারী গোলকিপার, সেরা উদীয়মান নারী খেলোয়াড় এবং ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সর্বোচ্চ গোল করা নারী ফুটবলারের পুরস্কার এবার সংযোজন করা হয়েছে।
গত বছর ছেলেদের বিভাগে ব্যালন ডি’অর জেতেন রদ্রি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রস ক র
এছাড়াও পড়ুন:
একঝলক (8 জুলাই ২০২৫)
ছবি: কল্যাণ প্রসূন