নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনার গণহত্যা দিবস আজ। ১৯৭১ সালের ২৩ মে ভোরে ফজরের আজানের সময় পাকিস্তানি বাহিনী গানবোট করে এসে ইতনা গ্রামে ইতিহাসের এক জঘন্যতম গণহত্যা চালায়। গণহত্যায় শিশুসহ ৩৯ জন নারী-পুরুষ হত্যার শিকার হয়। তাদের বাড়িঘরে আগুন জ্বালিয়ে দেয়।

বিষাদময় সেদিনের কথা মনে করে এ অঞ্চলের মানুষেরা আজও আঁতকে ওঠেন। এইদিনে নিহতদের স্মরণে ১৯৯৪ সালের ২৩ মে ইতনা স্কুল ও কলেজের পাশে ‘নামফলক’ নির্মাণ করা হয়েছে।

নামফলকে হত্যাযজ্ঞের শিকার হওয়া তালিকাভুক্তরা হলেন- ইতনা গ্রামের শেখ হাফিজুল হক হিরু মিয়া, সৈয়দ শওকত আলী, সৈয়দ কাওছার আলী, সৈয়দ এসমত আলী, সৈয়দ মোশাররফ আলী, শেখ তবিবর রহমান তবি, সিকদার ওয়ালিয়ার রহমান, সিকদার হাবিবুর রহমান, মোল্লা মকলেসুর রহমান, রাশেদ গাজী, বাদল শেখ, বানছারাম মন্ডল, হারেজ ফরির, তরু মিনা, হেমায়েত হোসেন, রবি মোল্লা, আব্দুস সামাদ মোল্লা চুন্নু, পাচু মিয়া খদগির, মতলেব শেখ ওরফে কালমতে, নালু খাঁ, শেখ রফিউদ্দিন লেংটা, নুরুদ্দিন শেখ, কেয়ামদ্দিন ওরফে কিনু ফকির, মির্জা মোবারক হোসেন, নুরু মোল্লা, কুটি মিয়া মোল্লা, কানাই স্বর্ণকার, মোল্লা আব্দুর রাজ্জাক, মোল্লা সফিউদ্দিন আহমেদ, মোল্লা মানসুর আহম্মেদ, মালেক শেখ, শিকাদার হাদিয়ার রহমান, নবীর শেখ, ফেলু শেখ, মোহন কাজী ওরফে পাগলা কাজী, আতিয়ার শেখ, জহির শেখ, ছরোয়ার রহমান লেংটা ও বাকু শেখ। 

এ ছাড়াও স্বাধীনতা যুদ্ধের সময় ইতনা গ্রামের আরো ১১ জন শহীদ হন। এরা হলেন-শিকদার হেমায়েতুল ইসলাম ধলু, অতুল পাল, পেনু ঘোষ, শেখ আতিয়ার রহমান খোকা, মির্জা রফিকুল ইসলাম, সরদার সামসুর রহমান বাঁশি, মিনা আব্দুর রাজ্জাক, ছরোয়ার রহমান ভূঁইয়া, আতিয়ার রহমান ভূঁইয়া, হাসেম শেখ ও এসএম রেজাউল ইসলাম।

এ উপলক্ষে ইতনায় বিকালে আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হবে।

ঢাকা/শরিফুল/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য় র রহম ন গণহত য

এছাড়াও পড়ুন:

যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্সের তীব্র সমালোচনা নেতানিয়াহুর

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার এবং ফ্রান্স ও কানাডার নেতাদের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, এই নেতারা ‘চান হামাস ক্ষমতায় থাকুক।’

তিনি স্টারমার, ইমানুয়েল ম্যাক্রন এবং মার্ক কার্নিকে “গণহত্যাকারী, ধর্ষক, শিশুহত্যাকারী ও অপহরণকারীদের” পক্ষ নেওয়ার অভিযোগও করেছেন।

বৃহস্পতিবার ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের কর্মীদের উপর হামলার পর নেতানিয়াহু বক্তব্য রাখছিলেন। কয়েকদিন আগে, যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডা গাজায় ইসরায়েলি আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছিল এবং মানবিক পরিস্থিতিকে ‘অসহনীয়’ বলে বর্ণনা করেছিল।

ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের কর্মীদের উপর হামলার ঘটনায় অবশ্য নিন্দা জানিয়েছে ডাউনিং স্ট্রিট ওয়াশিংটন। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার এক পোস্টে বলেছেন, ইহুদি-বিদ্বেষকে “আমাদের অবশ্যই নির্মূল করতে হবে।”

১৯ মাস আগে গাজায় ইসরায়েলি হামলার প্রতি সমর্থন জানিয়েছিল ইহুদিবাদী দেশটির ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। তবে সম্প্রতি ইসরায়েল গাজায় সবধরনের আন্তর্জাতিক ত্রাণের প্রবেশ বন্ধ করে দেয় এবং সাধারণ মানুষের ওপর নির্বিচারে হামলা শুরু করে। এ ঘটনায় ইসরায়েলের তীব্র সমালোচনা করে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। ইসরায়েল যদি পথ পরিবর্তন না করে তবে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিল তিনটি দেশ। ইতিমধ্যে যুক্তরাজ্য ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করেছে।

বৃহস্পতিবার নেতানিয়াহু তিন দেশের সমালোচনা করে বলেছেন, “আমি প্রেসিডেন্ট ম্যাক্রন, প্রধানমন্ত্রী কার্নি এবং প্রধানমন্ত্রী স্টারমারকে বলছি, যখন গণহত্যাকারী, ধর্ষক, শিশু হত্যাকারী ও অপহরণকারীরা আপনাদের ধন্যবাদ জানায়, তখন আপনারা ন্যায়বিচারের ভুল দিকে আছেন। আপনারা মানবতার ভুল দিকে আছেন এবং আপনারা ইতিহাসের ভুল দিকে আছেন।”
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ

  • যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্সের তীব্র সমালোচনা নেতানিয়াহুর
  • আবাসিক হলসহ ১২ স্থাপনার নতুন নামকরণের সিদ্ধান্ত, ফেসবুকে শিক্ষার্থীদের সমালোচনা
  • জেলেনস্কির পর হোয়াইট হাউসে নাস্তানাবুদ হলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট
  • শ্বেতাঙ্গ গণহত্যা নিয়ে মিথ্যা অভিযোগ ট্রাম্পের, পরিস্থিতি সামলে নিলেন রামাফোসা
  • বৈঠকে রামাফোসার কাছে দক্ষিণ আফ্রিকায় ‘শ্বেত গণহত্যার’ মিথ্যা অভিযোগ ট্রাম্পের
  • সুচিত্রা সেন ছাত্রীনিবাসের নাম পরিবর্তন নিয়ে সমালোচনা
  • ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দিতে স্পেনের পার্লামেন্টে প্রস্তাব পাস
  • এডওয়ার্ড কলেজের ৩ আবাসিক হলের নাম পরিবর্তন