‘আমাদেরকে দলবদ্ধতার ঊর্ধ্বে উঠতে হবে’
Published: 23rd, May 2025 GMT
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এক ফেসবুক পোস্টে ‘আমাদেরকে দলবদ্ধতার ঊর্ধ্বে উঠতে হবে’ বলে মন্তব্য করেছেন।
শুক্রবার (২৩ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।
তাসনিম জারা তার পোস্টে লিখেছেন, “জুলাই বিপ্লবের পর গত রাত সবচেয়ে কঠিন ছিল। আমি এমন একটি প্রতিফলন শেয়ার করতে চাই যা আমাকে জাগিয়ে রেখেছে। এটা কোনো দোষের মুহূর্ত নয়। এটি প্রতিফলন করার একটি মুহূর্ত।”
পোস্টে তিনি লেখেন, “রাজনৈতিক অভিনেতাদের মধ্যে ক্ষুদ্র দ্বন্দ্ব এবং অবিশ্বাস পুরো গণতান্ত্রিক রূপান্তরকে ঝুঁকিতে ফেলছে। আমরা স্বল্পমেয়াদী গণনা একটি জাতির আশা বিপন্ন হতে দিতে পারি না, যারা স্বাধীনতার জন্য প্রস্তুত।”
এনসিপির এই জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আরও লেখেন, “আমাদের এটা এখানে হতে দেওয়া উচিত নয়। আমাদের দলবদ্ধতার উপরে উঠতে হবে। বিপ্লব জনগণের দ্বারা বহন করা হয়েছে এবং এটা তাদের কাছে। আমরা আমাদের সংযম, আমাদের সংলাপ এবং আমাদের ঐক্য ঋণী।”
তিনি আরও লেখেন, “এটি হোক ঐক্যের দিকে টার্নিং পয়েন্ট, আর বিভেদ নয়।”
ঢাকা/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন