জুনের ১৭ তারিখ গলে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট। এই টেস্ট খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন তিনি।

তবে ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য তিনি উন্মুক্ত থাকবেন, “যদি দেশের প্রয়োজন হয়, আমি ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নির্বাচনের জন্য এখনও প্রস্তুত থাকব।”

গত প্রায় এক বছর ধরে ম্যাথিউজকে শ্রীলঙ্কার ওয়ানডে বা টি-টোয়েন্টি দলে দেখা যায়নি। তবে আসন্ন টেস্টটি হবে তার টেস্ট ক্যারিয়ারের শেষ। ২০০৯ সালে টেস্টে অভিষেকের পর থেকে প্রায় অবিচ্ছিন্নভাবে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ছিলেন ম্যাথিউজ।

আরো পড়ুন:

খালেদের তোপের পরও সুবিধাজনক অবস্থানে নিউ জিল্যান্ড

গুজরাটকে হারিয়ে মর্যাদা রক্ষা লক্ষ্ণৌর

শ্রীলঙ্কার অবশ্য টেস্ট ক্রিকেটের সূচি কমে এসেছে। ৩৮ বছর বয়সী ম্যাথিউজ হয়তো পরবর্তী টেস্ট খেলতে পারতেন ২০২৬ সালের মে মাসে। কিন্তু না, তিনি এতো অপেক্ষা করবেন না। তাই এই সিদ্ধান্ত নিয়েছেন।

ম্যাথিউজ বলেন, “গত ১৭ বছর শ্রীলঙ্কার হয়ে ক্রিকেট খেলা আমার জীবনের সর্বোচ্চ গর্ব ও সম্মান। আমি ক্রিকেটকে সব কিছু দিয়েছি। আর ক্রিকেট দিয়েছে সব কিছু আমাকে, যা আমি আজ। টেস্ট থেকে বিদায় নিলেও, দেশের প্রয়োজন হলে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নির্বাচনের জন্য আমি প্রস্তুত থাকব।”

২০২৬ সালের শুরুতে শ্রীলঙ্কা ও ভারতের যৌথ আয়োজনে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে। সেই বিশ্বকাপের দলে তার নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ম্যাথিউজ এ পর্যন্ত ৩৪টি টেস্টে শ্রীলঙ্কার অধিনায়কত্ব করেছেন। বিশেষ করে ২০১৪ সালে হেডিংলিতে ১৬০ রানের ইনিংস খেলে শ্রীলঙ্কাকে একটি স্মরণীয় জয় এনে দিয়েছিলেন।

টেস্টে ৪৪.

৬২ গড়ে ম্যাথিউজের মোট রান ৮ হাজার ১৬৭ রান, যা শ্রীলঙ্কার সর্বকালের তৃতীয় সর্বোচ্চ। তার সামনে আছেন কুমার সাঙ্গাকারা (১২,৪০০) ও মাহেলা জয়াবর্ধনে (১১,৮১৪)। টেস্টে তার ১৬টি সেঞ্চুরি রয়েছে। বল হাতে নিয়েছেন ৩৩টি উইকেট।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আনচেলত্তির ব্রাজিল দলে ফিরতে কতটা প্রস্তুত নেইমার

নেইমার ও চোট যেন অবিচ্ছেদ্য। একের পর এক চোট নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাধা। এ জন্য অনেকের কাছে নেইমার এখন ‘ব্রাজিলের দুঃখ’ও বটে। অথচ তিনিই ছিলেন রোনালদো নাজারিওর পরবর্তী সময়ে ব্রাজিলীয় ফুটবলের সবচেয়ে বড় আবিষ্কার।

ব্যক্তিগত অর্জনে অবশ্য নেইমারের ঝুলিতে কিছু প্রাপ্তিও আছে। পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও এখন তিনি। কিন্তু দলীয় সাফল্যে সেই গোলগুলো তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি।

সর্বশেষ ২০২২ বিশ্বকাপেও ব্রাজিলের হতাশাজনক বিদায়ের সাক্ষী হয়েছেন নেইমার। এখন ২০২৬ বিশ্বকাপ নেইমারের জন্য কিছু করে দেখানোর শেষ সুযোগ। তবে সে জন্য অবশ্য ফিট থেকে বিশ্বকাপের মঞ্চ পর্যন্ত যেতে হবে তাঁকে, যা এ মুহূর্তে বেশ চ্যালেঞ্জিংই বটে।

আরও পড়ুনআনচেলত্তির ব্রাজিল দলে কারা ডাক পাচ্ছেন১৯ মে ২০২৫

ব্রাজিলের বিশ্বকাপ ভাগ্য বদলাতে দলটির কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা কোচদের একজন কার্লো আনচেলত্তি। ২০২৬ বিশ্বকাপে আনচেলত্তির অধীনই প্রস্তুত হবে সেলেসাওরা। আগামী ২৬ মে বিশ্বকাপ বাছাইয়ের জন্য নিজের প্রথম দলও ঘোষণা করবেন আনচেলত্তি।

এ মুহূর্তে নেইমারের চোখ সেই দলে ফেরার দিকে। এর আগে অবশ্য সান্তোসের স্কোয়াডে ফিরতে হবে তাঁর। সে জন্য অবশ্য কঠিন পরিশ্রমও করে যাচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, দলে ফেরার জন্য কতটা ঘাম ঝরাচ্ছেন সাবেক এই বার্সেলোনা তারকা।

কোপা দো ব্রাজিলে আগামী শুক্রবার ভোরে সিআরবির মুখোমুখি হবে নেইমারের সান্তোস। সেই ম্যাচ দিয়ে মাঠে ফিরতে এখন জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, নেইমার অনুশীলনে অংশ নিয়েছেন এবং বাঁ উরুর চোট থেকে সুস্থ হয়ে উঠেছেন।

আরও পড়ুন২০২৬ বিশ্বকাপ: মেসি-রোনালদো-নেইমার, কে থাকবেন কে থাকবেন না২৩ এপ্রিল ২০২৫

সব ঠিক থাকলে সিআরবির বিপক্ষে ম্যাচে মাঠে নামবেন তিনি। তবে মূল একাদশে নয়, নেইমারকে দেখা যেতে পারে বেঞ্চে। তৃতীয় রাউন্ডের প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ার পর এখন যেকোনো মূল্যে নেইমারকে দলে চায় সান্তোস। আর নেইমার যদি সান্তোসে ফেরেন, তবে তাঁর ব্রাজিল দলে ফেরাও একরকম নিশ্চিত। পাশাপাশি নেইমারকে প্রাথমিক দলে রেখে তাঁকে মূল স্কোয়াডে ফেরানোর বার্তাও দিয়ে রেখেছেন আনচেলত্তি।

এর আগে ইনস্টাগ্রামে নেইমারের শেয়ার করা এক পোস্টে তাঁকে শট অনুশীলন করতে দেখা গেছে। মাঝমাঠে কাছাকাছি জায়গায় বল রেখে বিভিন্ন দিক থেকে শটগুলো নিচ্ছিলেন তিনি। এ সময় নেইমারকে বেশ আত্মবিশ্বাসী ও চাঙাও দেখা গেছে। এখন সেই আত্মবিশ্বাস, চাঙাভাব ধরে রেখে নেইমার ব্রাজিল দলে খেলার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত হতে পারেন কি না, সেটাই দেখার অপেক্ষা।

সম্পর্কিত নিবন্ধ

  • টেস্ট ছাড়ার ঘোষণা ম্যাথুসের, শেষ টেস্ট বাংলাদেশের বিপক্ষে
  • আনচেলত্তির ব্রাজিল দলে ফিরতে কতটা প্রস্তুত নেইমার