যুক্তরাষ্ট্রের খ্যাতনামা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধে দেশটির সরকারের পরিকল্পনা সাময়িক সময়ের জন্য স্থগিত করেছেন দেশটির আদালত। আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরের একটি আদালত এ আদেশ দেন। বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আজই মামলা করেছিল হার্ভার্ড কর্তৃপক্ষ।

হার্ভার্ড কর্তৃপক্ষের মামলায় বলা হয়, কলমের এক খোঁচায় বিশ্ববিদ্যালয়ের এক–চতুর্থাংশ শিক্ষার্থীকে ‘মুছে’ ফেলতে চাইছে সরকার। বিদেশি এই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টি এবং এর লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্তের কথা জানায় যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ইহুদিবিদ্বেষ মোকাবিলায় যথেষ্ট পদক্ষেপ নেয়নি হার্ভার্ড কর্তৃপক্ষ। এ ছাড়া নিজেদের ভর্তি ও নিয়োগ–সংক্রান্ত চর্চায় পরিবর্তন এনেছে তারা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে শিক্ষাপ্রতিষ্ঠানটি।

বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের সরকারের সিদ্ধান্তকে ‘বেআইনি’ বলে একটি চিঠিতে উল্লেখ করেছেন হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গার্বার। বিশ্ববিদ্যালয়টিতে চলতি শিক্ষাবর্ষে প্রায় ৬ হাজার ৮০০ বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন। সংখ্যাটি শিক্ষাবর্ষে ভর্তি হওয়া মোট শিক্ষার্থীর ২৭ শতাংশের বেশি।

হার্ভার্ডের করা মামলার প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসের উপ–প্রেস সচিব অ্যাবিগালি জ্যাকসন বলেছেন, হার্ভার্ড যদি তাদের ক্যাম্পাসে যুক্তরাষ্ট্রবিরোধী, ইহুদিবিদ্বেষী ও সন্ত্রাসবাদপন্থী উসকানিদাতাদের রুখতে গুরুত্ব দিত, তাহলে তারা শুরুতেই এমন পরিস্থিতিতে পড়ত না। অর্থহীন মামলা করার চেয়ে তাদের এখন ক্যাম্পসের পরিবেশ নিরাপদ করার দিকে নজর দেওয়া উচিত।

আরও পড়ুনট্রাম্পের নিষেধাজ্ঞায় হার্ভার্ডপড়ুয়া বেলজিয়ামের হবু রানি এলিজাবেথের কী হবে৪ ঘণ্টা আগে

বিদেশি শিক্ষার্থীদের নিয়ে নতুন এ পদক্ষেপের আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে দেওয়া ফেডারেল সরকারের তহবিলে কাটছাঁট শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্ববিদ্যালয়টি বৈষম্যমূলক ‘গভীর সমস্যায়’ জর্জরিত উল্লেখ করে এরই মধ্যে তাদের ২৬৫ কোটি ডলারের তহবিল কমিয়েছে তাঁর প্রশাসন। ওই বিষয়ও আদালতে তুলেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুনহার্ভার্ড বিশ্ববিদ্যালয় বনাম আহমদ ছফার গাভী বিত্তান্ত২৯ এপ্রিল ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সরক র র

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (২৪ মে ২০২৫)

২য় বেসরকারি টেস্ট

বাংলাদেশ ‘এ’-নিউজিল্যান্ড ‘এ’

সকাল ১০টা, টি স্পোর্টস

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল

আবাহনী-রহমতগঞ্জ

বিকেল ৪টা, টি স্পোর্টস ইউটিউব

পুলিশ-চট্ট. আবাহনী

বিকেল ৪টা, টি স্পোর্টস ইউটিউব

কিংস-ফর্টিস

সন্ধ্যা ৬টা, টি স্পোর্টস ইউটিউব

ট্রেন্ট ব্রিজ টেস্ট-৩য় দিন

ইংল্যান্ড-জিম্বাবুয়ে

বিকেল ৪টা, সনি স্পোর্টস ৫

আইপিএল

দিল্লি-পাঞ্জাব

রাত ৮টা, টি স্পোর্টস

লা লিগা

রিয়াল-সোসিয়েদাদ

রাত ৮-১৫ মি., জিও সিনেমা

সম্পর্কিত নিবন্ধ