বার্মিংহামে ডিনার, দুবাইয়ে সকালের নাশতা, রাতে লাহোরে চ্যাম্পিয়ন—রাজার রোমাঞ্চকর ২৪ ঘণ্টা
Published: 26th, May 2025 GMT
শনিবার সন্ধ্যায় ছিলেন নটিংহামে। ইংল্যান্ড-জিম্বাবুয়ে এক টেস্ট সিরিজের তৃতীয় দিন সেটা। ম্যাচ চার দিনের হলেও তৃতীয় দিনেই ইনিংস ব্যবধানে হেরে বসে জিম্বাবুয়ে। আর এখান থেকেই শুরু হয় সিকান্দার রাজার জীবনের উত্তেজনাপূর্ণ ২৪ ঘণ্টার, যেখানে আছে একের পর এক গাড়ি ও বিমানযাত্রা, ইংল্যান্ড থেকে সংযুক্ত আরব আমিরাতের দুটি শহর ঘুরে পাকিস্তানে গমন আর টসের ১০ মিনিট আগে পিএসএল-ফাইনালে প্রবেশ।
যে ঘটনার বর্ণনায় রাজা বলেছেন, ‘ডিনার করেছি বার্মিংহামে, সকালের নাশতা দুবাইয়ে, আবুধাবিতে লাঞ্চ আর পাকিস্তানে রাতের খাবার।’
নটিংহামের ট্রেন্টব্রিজে জিম্বাবুয়ের হয়ে টেস্ট খেলা শেষে রাজার রোমাঞ্চকর যাত্রা শুরু। লাহোরে দ্রুত পৌঁছানোর জন্য প্রথমে এক বন্ধুর গাড়িতে করে পৌঁছান কাছের বার্মিংহাম বিমানবন্দরে। বিজনেস শ্রেণির টিকিট ছিল না। ইকোনমি টিকিট নিয়েই রাজা দুবাইয়ের ফ্লাইটে চড়ে বসেন।
শনিবারও ট্রেন্টব্রিজে জিম্বাবুয়ের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করেছেন সিকান্দার রাজা।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫