সাভার-নবীনগরের কয়েকটি এলাকায় আজ ৪ ঘণ্টা গ্যাস থাকবে না
Published: 27th, May 2025 GMT
জরুরি পাইপলাইন স্থানান্তরের জন্য আজ মঙ্গলবার বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মোট চার ঘণ্টা সাভার-নবীনগরের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজ তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পে জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কয়েকটি এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হলো সাভার ক্যান্টনমেন্ট, নবীনগর থেকে চক্রবর্তী মোড় পর্যন্ত এলাকায় রাস্তার পূর্ব পাশ, নবীনগর থেকে বংশী নদী পর্যন্ত এলাকা। এ ছাড়া সাভার এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এল ক য়
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় কাল ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় জরুরি গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় আগামীকাল বৃহস্পতিবার ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজ বুধবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা নারায়ণগঞ্জের ভুইগড় উত্তরপাড়া, দেলপাড়া, নুরবাগ, শাহী মহল্লা, চিতাশাল, বউবাজার, পাগলা এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।