মানবাধিকার সমুন্নত রাখতে গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ২০০৯ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে প্রায় ৬৬৬ জন ব্যক্তি গুম হয়েছেন। তবে তাঁদের হিসাবে উল্লিখিত গুমের সংখ্যা আরও কয়েক গুণ বেশি হবে। গুমের শিকার ব্যক্তিদের অধিকাংশ এখনো নিখোঁজ, অনেকেরই মৃতদেহ পাওয়া গেছে, আবার অনেক দিন পর কাউকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এটি বিগত আওয়ামী শাসনামলের একটি বর্বর দুঃশাসনের নমুনা।

প্রতিবছর মে মাসের শেষ সপ্তাহকে বিশ্বজুড়ে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ হিসেবে পালন করা হয়। এই সপ্তাহ উপলক্ষে গতকাল সোমবার বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা বলেছেন। আজ মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আন্তর্জাতিক এই সপ্তাহ উপলক্ষে নিজের ফেসবুক পেজে পৃথক বাণী পোস্ট করেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুকে লিখেছেন, প্রতিবছরের মতো এ বছরও মে মাসের শেষ সপ্তাহে গুম সপ্তাহ পালিত হচ্ছে। গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে এই আন্তর্জাতিক সপ্তাহ। ২০০৯ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে প্রায় ৬৬৬ জন ব্যক্তি গুম হয়েছেন। তিনি লিখেছেন, ‘আমাদের হিসাবে উল্লিখিত গুমের সংখ্যা আরও কয়েক গুণ বেশি হবে। তাঁদের মধ্যে অধিকাংশ এখনো নিখোঁজ, অনেকেরই মৃতদেহ পাওয়া গেছে, আবার অনেক দিন পর কাউকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’ তারেক রহমান লিখেছেন, এটি বিগত আওয়ামী শাসনামলের একটি বর্বর দুঃশাসনের নমুনা। উল্লিখিত সংখ্যা গুম হয়ে যাওয়া পরিবার কর্তৃক প্রদত্ত রিপোর্টের ভিত্তিতে আর অনেক আতঙ্কিত পরিবারই রিপোর্ট করার সাহস পায়নি।

তারেক রহমান লেখেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া ব্যক্তিদের ১০–১৫ বছরেও কোনো হদিস পাওয়া যায়নি। বাংলাদেশের গুমের ঘটনাগুলোর সবচেয়ে বেশি শিকার হয়েছেন বিরোধীদলীয় রাজনৈতিক দলগুলোর নেতা–কর্মী ও সমর্থকেরা। গুমের শিকার হয়েছেন দেশের ব্যবসায়ী, বুদ্ধিজীবী এবং সাধারণ মানুষও। আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম আইন অনুযায়ী, কোনো ব্যক্তিকে গুম করা একটি মানবাধিকারবিরোধী অপরাধ। মানবাধিকার সমুন্নত রাখতে গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে। গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহে আমি এই গুম হওয়া মানুষদের অসহায় পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করছি।’

আর কোনো ব্যক্তি যাতে গুমের শিকার না হন, সে জন্য রাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তিনি আরও লিখেছেন, ‘আর যেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের মতো অমানবিক ঘটনা না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সোচ্চার থাকতে হবে। রাজনৈতিক দর্শন বা রাষ্ট্রীয় সীমানাকে অতিক্রম করে বাংলাদেশসহ বিশ্বব্যাপী গুমের শিকার সব ব্যক্তি ও পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি।’

ফখরুলের সহমর্মিতা

বাংলাদেশসহ বিশ্বব্যাপী গুমের শিকার সব ব্যক্তি ও পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। তিনি আজ ফেসবুকে লিখেছেন, বাংলাদেশে গুমের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় প্রবল প্রতিবাদী হলেও বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেড় দশক ধরে কোনো কিছুকেই তোয়াক্কা না করে বিএনপিসহ বিরোধী নেতা–কর্মীদের পাইকারি হারে গুম করেছে। আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে একদিকে সমাজ ও রাজনীতিতে মাফিয়াদের উত্থান, অন্যদিকে গণতন্ত্রকামী মানুষ জোরপূর্বক গুমের আতঙ্কে দিনরাত উদ্বিগ্ন থেকেছেন। সবার চোখের সামনে থেকে ব্যক্তিকে তুলে নিয়ে গুম করা হলেও পতিত আওয়ামী লীগ সরকার বরাবরই গুমের বিষয়টি সব আন্তর্জাতিক ফোরামে নির্লজ্জের মতো অস্বীকার করেছে।

একমাত্র সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের পক্ষেই সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব বলে পোস্টে মন্তব্য করে ফখরুল আরও লেখেন, কারণ নির্বাচিত সরকারকে জনগণের নিকট জবাবদিহি করতে হয়।

আরও পড়ুনআয়নাঘরের প্রতিষ্ঠাতার পুনর্বাসন চায় না দেশের মানুষ: তারেক রহমান১০ মে ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ত র ক রহম ন ত আওয় ম ব এনপ র গ ম হয় পর ব র হয় ছ ন ফ সব ক ফখর ল সরক র

এছাড়াও পড়ুন:

শাহজালালে বিমানে বোমা আতঙ্ক, ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট সাময়িক স্থগিত

নিরাপত্তা ঝুঁকির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-কাঠমান্ডু রুটের ফ্লাইট বিজি-৩৭৩ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল পৌনে ৫টায় ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল।

জানা যায়, ফ্লাইট ছাড়ার আগে অপরিচিত নম্বর থেকে ফোন করে জানানো হয়, বিমানে বোমা রয়েছে। এরপরই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নিয়ে আসা হয়। আইনশৃঙ্খলা বাহিনী শুরু করে তল্লাশি অভিযান।

আরো পড়ুন:

বেবিচকের নতুন চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক  

ট্রলি টাগের আঘাতে বোয়িং বিমান ক্ষতিগ্রস্ত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর বলেন, “একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে জানানো হয়, ফ্লাইটে বোমা রয়েছে। সে সময় উড়োজাহাজটি উড্ডয়নের প্রস্তুতিতে ছিল। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়।”

তিনি আরো জানান, বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গুরুত্বের সঙ্গে দেখছে এবং আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তল্লাশি চালাচ্ছে।

ঢাকা/মাকসুদ/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • বিএনপিকে দলীয় চাঁদাবাজি ও খুনাখুনির রাজনীতি বন্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
  • চাঁদাবাজদের তালিকা তৈরি হচ্ছে, পুলিশ কঠোর অবস্থানে: আইজিপি
  • নির্বাচনের আগেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বদ্ধপরিকর সরকার: উপ প্রেস সচিব
  • দৌলতপুরে ১০ মাসে ১০ খুন
  • ‘নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করবে সরকার’
  • লাল চাঁদ হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • মিটফোর্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে: স্বরাষ্ট্র উপদেষ্
  • প্রশাসনকে নিষ্ক্রিয় রেখে দেশে অরাজক পরিস্থিতি রাখতে চাচ্ছে সরকার: যুবদল সভাপতি
  • সরকারের নিদ্রাভঙ্গ হউক
  • শাহজালালে বিমানে বোমা আতঙ্ক, ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট সাময়িক স্থগিত