সাধারণ জ্ঞান-৮ এপ্রিল-২০২৫: বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব
Published: 29th, May 2025 GMT
দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারা বছর বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন। তাঁদের সহায়তার জন্য প্রথম আলোর নিয়মিত আয়োজন।
১.
বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে (২০২৫ সাল) শীর্ষদেশ হলো—নরওয়ে। সর্বনিম্ন—আফগানিস্তান। বাংলাদেশের অবস্থান—১০০তম।
২.
নবগঠিত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের একটি শীর্ষ দেশ প্ল্যাটফর্মের নাম—‘জুলাই ঐক্য’।
৩.
দরিয়া-ই-নুর অর্থ হলো—আলোর নদী।
৪.
নাসার ‘স্পেস এক্সপ্লোরেশনে’ কততম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হয়েছে—৫৪তম দেশ হিসেবে।
৫.
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট বহনে ব্যবহৃত সরকারি উড়োজাহাজের নাম—‘এয়ার ফোর্স ওয়ান’।
৬.
সারা বিশ্বে ২০২৪ সালে সামরিক খাতের মোট ব্যয় ছিল—২.৭ ট্রিলিয়ন ডলার।
৭.
বাংলাদেশে অনুমোদিত বেসরকারি (১৯ মার্চ ২০২৫ পর্যন্ত) বিশ্ববিদ্যালয়ের সংখ্যা—১১৬টি।
৮.
কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম—মার্ক কার্নি।
৯.
বিশ্বের বৃহত্তম আইসবার্গের (হিমশৈল) নাম—A23a।
১০.
BIMSTEC-এর বর্তমান সভাপতি হলেন—বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আরও পড়ুনসাধারণ জ্ঞান-৭, এপ্রিল-২০২৫: বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব১১ মে ২০২৫১১.
সম্প্রতি পবিত্র কোরআন জাদুঘর উদ্বোধন করা হয়—সৌদি আরবের মক্কায়।
১২.
পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র হলো—কাশ্মীরের সিয়াচেন হিমবাহ।
১৩.
বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে কাটানো বন্দী হলেন—ফিলিস্তিনির নায়েল বারগুতি। ইসরায়েলের কারাগারে ছিলেন ৪৫ বছর।
১৪.
বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটারের নাম—রেইমেই (Reimei)।
১৫.
পৃথিবী থেকে একসঙ্গে দেখা যাওয়া সৌরজগতের সাতটি গ্রহকে বলে—‘প্ল্যানেটারি প্যারেড’ বা ‘গ্রহের কুজকাওয়াজ’। ২৫-২৭ ফেব্রুয়ারি ২০২৫ সালে এ বিরল ঘটনাটি ঘটে।
১৬.
দাবার বাংলাদেশের চতুর্থ নারী আন্তর্জাতিক মাস্টার হলেন—ওয়াদিফা আহমেদ।
১৭.
বাংলাদেশ স্যাটেলাইট-১ তৈরি করেছে—ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস প্রতিষ্ঠান।
১৮.
বিশ্ব স্যাটেলাইট ক্লাবে বাংলাদেশ যুক্ত হয়েছে—৫৭তম দেশ হিসেবে।
১৯.
বায়ুদূষণ ২০২৪ সালে দেশ হিসেবে দ্বিতীয় অবস্থানে ছিল—বাংলাদেশ। নগর হিসেবে বিশ্বের তৃতীয় শীর্ষ নগর ছিল—ঢাকা।
২০.
দেশীয় প্রযুক্তিতে বাংলাদেশের রেলের ও কোচ ঘোরানোর টার্ন টেবিল তৈরি করেন—রেলওয়ের প্রকৌশলী মো. তাসরুজ্জামান বাবু।
আরও পড়ুনসাধারণ জ্ঞান-৬: এপ্রিল ২০২৫: বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব০৪ মে ২০২৫উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অনুমতি ছাড়াই গাসিক কর্মকর্তা কিবরিয়ার বিদেশ যাত্রা
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার বিরুদ্ধে সরকারি চাকরি বিধি লঙ্ঘন, তথ্য গোপন, অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ ও বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের গুরুতর অভিযোগ উঠেছে।
বিষয়টি নিয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর গত ১৫ সেপ্টেম্বর লিখিত অভিযোগ করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের নাগরিক শাহেদ আলম নামে এক ব্যক্তি।
অভিযোগে বলা হয়েছে, গোলাম কিবরিয়া সরকারি কর্মকর্তা হয়েও তথ্য গোপন করে বেসরকারি পাসপোর্ট (নং A০১২৬৬৬১২) সংগ্রহ করেছেন, যা সরকারি চাকরি বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। ওই পাসপোর্ট ব্যবহার করে তিনি একাধিকবার কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণ করেছেন।
অভিযোগকারী দাবি করেন, তিনি ২০২৪ ও ২০২৫ সালের বিভিন্ন সময়ে কানাডা সফর করেছেন, যার কোনো অনুমোদন তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নেননি।
অভিযোগে উল্লেখ করা হয়, সর্বশেষ ২০২৫ সালের ১৯ জুন কানাডা সফরের সময় তিনি প্রায় ৫০ হাজার মার্কিন ডলার সঙ্গে নিয়ে গিয়েছিলেন।
অভিযোগপত্রে আরো বলা হয়, গোলাম কিবরিয়া নিয়মিত বিদেশ ভ্রমণের নামে বিপুল পরিমাণ অর্থ পাচার করে কানাডায় সেকেন্ড হোম এবং ব্যবসায়িক বিনিয়োগ করেছেন। তার নামে সাড়ে ৭ হাজার কোটি টাকা পাচারের দুর্নীতির মামলাও চলমান রয়েছে। এমন অভিযোগ থাকা সত্ত্বেও তিনি এখনো পদে বহাল থেকে প্রভাব খাটাচ্ছেন এবং যেকোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
অভিযোগকারী বলেন, “তিনি একজন সরকারি কর্মকর্তা হয়েও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নিয়মিত বিদেশে যাচ্ছেন, যা সরকারি চাকরি বিধিমালার সরাসরি লঙ্ঘন এবং গুরুতর শাস্তিযোগ্য অপরাধ।”
সূত্র জানায়, গোলাম কিবরিয়া গাজীপুর সিটি কর্পোরেশনের একজন বিতর্কিত কর্মকর্তা। তার নানা অনিয়ম ও দুর্নীতি এখন ওপেন সিক্রেট। তিনি দেশের সম্পদ বিদেশে পাচার করে কানাডায় স্থায়ী হওয়ার চেষ্টা করছেন। গাজীপুরবাসীর স্বার্থে এমন বেপরোয়া ও দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মুহাম্মদ সোহেল হাসান বলেন, “লিখিত অভিযোগটি প্রাথমিকভাবে যাচাই করা হয়েছে। প্রশাসক মহোদয় বিষয়টি নিয়ে অবগত আছেন। তথ্য গোপন করে বিদেশ যাত্রা শাস্তিযোগ্য অপরাধ, প্রমাণ মিললে বিভাগীয় তদন্তে পাঠানো হবে।”
এ বিষয়ে জানতে গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মো. আমিন আল পারভেজ বলেন, “বিষয়টি সম্পর্কে অবগত আছি। অভিযোগ পাওয়ার পর তাকে শোকজ করা হয়েছিল এবং তিনি জবাবও দিয়েছেন। শোকজের প্রতিবেদনটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি।”
এ বিষয়ে গোলাম কিবরিয়ার সঙ্গে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি।
ঢাকা/রেজাউল/এস