ঈদের ছুটির আগেই শুরু ঈদের পরিকল্পনা। অথচ সবার পরিকল্পনায় কেবল সেলফি। ভাবলাম, আসলেই তো, এখন কেবল ঈদ নয়; সব সময়ই সবাই সেলফি নিয়ে মেতে থাকে। আমার সেলফি ভালো লাগে না। তবু এই সেলফি নিয়ে ঘটলো এক কাণ্ড। সেই ঘটনা বলছি– গ্রামে দাদুবাড়িতে আমাদের গরু কেনা হয়েছে। আমরাও এলাম গ্রামের বাড়িতে। অনেক মজা করছি চাচাতো-ফুফাতো ভাইবোনরা। একদিন আমি চাচ্চুর সঙ্গে আমাদের গরুর পরিচর্যা করছিলাম। এমন সময় আমার এক চাচাতো বোন এসে হাজির। ও খুশিতে গদগদ হয়ে বললো, ‘চলো, একটা সেলফি তুলি।’
আমি মনে মনে ভাবলাম, তা মন্দ হয় না। কিন্তু ও আমায় অবাক করে দিয়ে ফের বললো, ‘এবারের কোরবানিতে আমাদের গরুটার সঙ্গে একটা সেলফিও তোলা হয়নি। সবাই গরুর ছবি তুলে পোস্ট করছে। আমি করবো না, তা কি হয়?’
আমার আত্মসম্মানে বাধলো! বললাম, ‘তুই আমার সঙ্গে সেলফি তুলবি তার মানে কি আমি গরু!’
ও বললো, ‘আরে না, না! তুই আর আমি একসঙ্গে যৌথ প্রযোজনায় গরুর সঙ্গে সেলফি তুলবো।’
আমার আগ্রহটাই মাটি হলে গেলো। শেষ পর্যন্ত গরুর সঙ্গেও.
যা হোক গরুর সঙ্গে ওর কয়েকটা ছবি তুলে দিতে রাজি হলাম। ও হঠাৎ ভীত কণ্ঠে বললো, ‘ভয় লাগছে! আগের বার ঈদের গরুটা আমায় লেজ দিয়ে বাড়ি দিয়েছিল।’ আমি হেসে বললাম, ‘তুই তখন বোধ হয় বিউটি প্লাস দিয়ে ছবিটি তুলিসনি, তাই গরুটা মাইন্ড করছিল।’
তারপর ওকে বিউটি প্লাস দিয়ে দারুণ দারুণ কিছু ছবি তুলে দিলাম। একটা ছবি দেখিয়ে বললাম, ‘দ্যাখ দ্যাখ! গরুটাকে তো তোর চেয়েও ভালো লাগছে!’ ও শুনে খুব ক্ষেপে গেলো। তখনি মায়ের ডাক। চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে। একটু পরেই আমরা গ্রামের বাড়ির পথ ধরবো!
তারপর গরু কিনতে হবে। গরুকে খাওয়াতে হবে। সবার সঙ্গে হৈ-হল্লা করতে হবে। কতো কতো কাজ!
n বয়স : ৩+৩+৩ বছর; পঞ্চম শ্রেণি, আইডিয়াল একাডেমি, রাজশাহী
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রাইজিংবিডিতে সংবাদ প্রকাশ: ডেরা রিসোর্টের লাইসেন্স বাতিল
মানিকগঞ্জের ঘিওরের বালিয়াখোড়ায় অবস্থিত ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের নানা অনিয়ম নিয়ে রাইজিংবিডিতে ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। একইসঙ্গে ডেরা রিসোর্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে মানিকগঞ্জের জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারী নিয়ন্ত্রক (সিনিয়র সহকারী সচিব) শেখ রাশেদুজ্জামান স্বাক্ষরিত এক নির্দেশনা পত্রে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টার ২০২২ সালের ১৮ ডিসেম্বর লাইসেন্স প্রাপ্তির আবেদন করেন। নানা অনিয়মের কারণে তাদের লাইসেন্স নামঞ্জুর করা হয়েছে। রিসোর্টের লাইসেন্স না থাকায় প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৫ সালের ১৪ জানুয়ারি ‘ফসলি জমি দখল করে ডেরা রিসোর্ট নির্মাণ, বিপাকে কৃষক’; ১৯ মার্চ ‘ছাড়পত্র ছাড়াই চলছে ডেরা রিসোর্ট, তদন্ত কমিটি গঠন’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশ করে রাইজিংবিডি। গত ১৩ সেপ্টেম্বর ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশের পর বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় ডেরার লাইসেন্স নামঞ্জুর করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সুশাসনের জন্য নাগরিক মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি অধ্যাপক ইন্তাজ উদ্দিন বলেন, “অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিতে ডেরা রিসোর্ট নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোতে সাধারণ মানুষের ক্ষোভ ও ভোগান্তি তুলে ধরা হয়েছে। প্রতিবেদক অনুসন্ধান করে ডেরা রিসোর্টের নানা অনিয়ম তুলে এনেছেন। প্রতিবেদন প্রকাশের পর প্রশাসন লাইসেন্স বাতিল করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে এটি ভালো উদ্যোগ। তবে এসব নির্দেশনা কাগজে কলমের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়ন করাটাই বড় কাজ। নির্দেশনা বাস্তবায়ন হলে সুশাসন নিশ্চিত হবে।”
মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, “মন্ত্রণালয়ের নির্দেশনার কপি পেয়েছি। সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের ব্যবস্থাপক ওমর ফারুক বলেন, “লাইসেন্সের বিষয়ে কোন নোটিশ এখনও পাইনি আমরা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়েও জানা নেই। যদি লাইসেন্স বাতিল করে থাকে, তাহলে আমরা আইনিভাবে বিষয়টি সমাধান করব।”
এ বিষয়ে জানতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এশিউর গ্রুপের অঙ্গসংগঠন ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শেখ সাদীর মোবাইলে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
ঢাকা/চন্দন/এস