সেন্টমার্টিনে রিসোর্টের গর্তে পড়ে প্রাণ গেল শিশুর
Published: 1st, June 2025 GMT
প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে রিসোর্টের মাটি ভরাট কাজে তৈরি হওয়া গর্তে পড়ে মোহাম্মদ রায়হান স্বাদ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে সেন্টমার্টিন নজরুল পাড়ার নীল দিগন্ত রিসোর্টের পাশে এ ঘটনা ঘটে।
নিহত রায়হান সেন্টমার্টিন দ্বীপের নজরুলপাড়ার বাসিন্দা ও মুদি দোকানদার কেফায়েত উল্লাহর ছেলে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নীল দিগন্ত রিসোর্ট নির্মাণ করার সময় কেফায়েত উল্লাহর বাড়ির পাশের ফসলি জমি থেকে মাটি ব্যবহার করা হয়। এরপর সেই গর্ত আর ভরাট করা হয়নি। ফলে সেখানে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
আজ সকাল ১১টার দিকে কয়েকজন একসঙ্গে খেলাধুলা করার একপর্যায়ে শিশু রায়হান ওই গর্তে পড়ে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করেন স্বজনরা। এরপর সেন্টমার্টিন ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত স্বাস্থ্য সহকারী তাকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য সহকারী শহিদুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।
নিহত শিশুর বাবা কেফায়েত উল্লাহ বলেন, রিসোর্টের মালিক ব্যবসা করে কোটিপতি হচ্ছেন কিন্তু আমাকে সন্তানহারা করা হয়েছে। রিসোর্টের জমি ভরাট করে ওই গর্তে বেড়া না দেওয়ায় মালিকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ চান তিনি।
সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক অজিত কুমার দাশ শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এ ব্যাপারে পুলিশ আরও তদন্ত করছে বলে জানিয়েছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: কক স ব জ র ন হত স ন টম র ট ন
এছাড়াও পড়ুন:
নড়াইলে ৩ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ
নড়াইলে কালিয়া উপজেলায় গত তিন দিন ধরে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রী নিখোঁজ রয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মেয়েকে জীবিত ফেরত পেতে ব্যাকুল হয়ে আছে পরিবার।
পরিবার ও জিডি সূত্রে জানা গেছে, গত ৩০ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার কথা বলে মেয়েটি বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ। পরিবারের লোকজন স্বজনদের বাড়িতে খোঁজ করেও তার সন্ধান পননি। পরে ৩১ অক্টোবর নিখোঁজ ছাত্রীর বাবা কালিয়া থানায় মেয়ের সন্ধান চেয়ে (জিডি) করেন।
আরো পড়ুন:
যবিপ্রবিতে বাতাস হলেই বিদ্যুৎ চলে যায়, অভিযোগ শিক্ষার্থীদের
স্নাতকের শেষ দিনে জবি শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজন
নিখোঁজ শিক্ষার্থীর মা বলেন, “আমার মেয়ে খুবই সহজ-সরল। ওইদিন স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল, এরপর আর ফিরে আসেনি। আমরা খুব চিন্তায় আছি।”
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন রোববার (২ নভেম্বর) সকালে বলেন, “নিখোঁজ ছাত্রীর বিষয়ে আমরা দেশের বিভিন্ন স্থানে তথ্য পাঠিয়েছি। মেয়েটিকে উদ্ধারে পুলিশ সর্বাত্মক তৎপরতা চালাচ্ছে।”
ঢাকা/শরিফুল/মাসুদ