ঈদের দিন শুধু নতুন জামা আর গরুর মাংসের মধ্যে সীমাবদ্ধ না থাকে। এই ভাবনাতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রতি বছর সাজিয়ে তোলে তাদের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ‘আনন্দমেলা’। এবারও তার ব্যতিক্রম হয়নি। বরং এবারের আয়োজনে রয়েছে চমক, সুর, ছন্দ, রং ও তারকাময় এক বিশাল উপহার। ঈদের রাত ১০টায় যখন শহরের রাস্তাগুলো ফাঁকা হয়ে যাবে, বাড়ির বারান্দায় জমে উঠবে গল্প, তখনই টিভির পর্দায় শুরু হবে ‘আনন্দমেলা’। 

এবার অনুষ্ঠানটির হাল ধরেছেন দুই অভিনয়শিল্পী। তারা হলেন– নুসরাত ইমরোজ তিশা ও ইন্তেখাব দিনার। তাদের উপস্থাপনাতেই খুলে যাবে আনন্দমেলার একের পর এক পর্দা। শুরুতেই দেখা যাবে কবিতার রাজ্য। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী তিন নারী চরিত্র ‘নুরজাহান’, ‘লায়লী’ আর ‘চাঁদ সুলতানা’ যেন এবার উঠে এসেছেন নতুন আলোয়, নতুন ছন্দে। আনিকা কবির শখ হয়েছেন চাঁদের কন্যা ‘চাঁদ সুলতানা’, সামিরা খান মাহি হয়েছেন স্রোতের মাঝে ভেসে আসা ‘নুরজাহান’ আর মীম চৌধুরী হয়েছেন ‘লায়লী’। তারা তিনজন একসঙ্গে অংশ নিয়েছেন নজরুলের আরেকটি ‘আমি পূরব দেশের পুরনারী’ গানে। 

এরপরেই সিনেমার গান নিয়ে মঞ্চ মাতাবেন চিত্রনায়িকা পূজা চেরী ও দিঘী। তাদের দু’জনকে দেখা যাবে কোলাজ গানের সঙ্গে। তাদের পরিবেশনার পর থাকছে কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের গান। তাঁর কণ্ঠে ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’ গানটি যেন এক শ্রুতিমধুর শ্রদ্ধাঞ্জলি অতীত দিনের সোনালি সময়কে তুলে আনবে। রকপ্রেমীদের জন্য থাকবে ওয়ারফেজ ব্যান্ডের পরিবেশনা। গানের এই দোলাচল পেরিয়ে থাকছে তারকার ভুবনে–আর সেখানে এই প্রথমবারের মতো ‘আনন্দমেলা’র অতিথি হিসেবে আসছেন শাকিব খান। নিজের নতুন ছবির গানে পারফর্ম করবেন তিনি। শুধু তাই নয়, তিশার সঙ্গে জমবে তাঁর এক গভীর আলাপচারিতা–সিনেমা, জীবন, ঈদ এবং তারকা হয়ে ওঠার গল্প।

তারপর মজার মুহূর্ত! অন্যদিকে আবু হেনা রনি হাসাবেন ‘গরুর হাট’ নিয়ে। তাঁর কৌতুকের পাশাপাশি থাকবে হালকা সামাজিক খোঁচা। এরপর থাকছে কয়েকটি নাটিকা। ‘গুজব’, ‘গরুর হাট’, ‘গ্রীষ্মকালীন ফল’ আর ‘টেলিফোন পর্ব’। প্রতিটি যেন একটি স্বল্পদৈর্ঘ্য গল্প আর হাসির খোরাক। এগুলোতে অভিনয় করেছেন জিল্লুর রহমান, কচি খন্দকার, সোহেল খান, সুভাশিষ ভৌমিক, শাহীন আলম, এবিএম আজাদ, মেহেদি হাসান তরু ও শৈলী। এখানেই শেষ নয়। গেম শোতেও থাকছে টুইস্ট। ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়েও রয়েছে নানা আয়োজন। এতে অংশ নিয়েছেন সাব্বির আহমেদ, শারমিন আক্তার সুপ্তা আর আর্চার বন্যা আক্তার। এই বিশাল আয়োজনটির পেছনে আছেন তিনজন প্রযোজক। তারা হলেন সাহারিয়ার মোহাম্মদ হাসান, হাসান রিয়াদ ও মামুন মাহমুদ।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আনন দ

এছাড়াও পড়ুন:

কুয়েট শিক্ষক সমিতির আন্দোলন স্থগিত, ১৬০ দিন পর মঙ্গলবার শুরু হচ্ছে ক্লাস

১৬০ দিন পর আগামীকাল মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শুরু হচ্ছে ক্লাস। আজ সোমবার কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সভায় তিন সপ্তাহের জন্য আন্দোলন কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর দুপুরে নতুন উপাচার্য অধ্যাপক মো. মাকসুদ হেলালী একাডেমিক কার্যক্রম শুরুর নির্দেশনা দেন।

কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন বলেন, ‘উপাচার্যের আশ্বাসে আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। এখন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি চালু করবেন উপাচার্য। আগামীকাল মঙ্গলবার ক্লাস শুরু হবে। প্রশাসনের পক্ষ থেকে আজ ক্লাস শুরুর নোটিশ দেওয়া হবে।’

দুপুরে উপাচার্য অধ্যাপক মো. মাকসুদ হেলালী সাংবাদিকদের বলেন, শিক্ষক ও শিক্ষার্থীরা একমত হয়েছেন যে ক্লাস ও তদন্ত কার্যক্রম একসঙ্গে চলবে। সে অনুযায়ী আগামীকাল মঙ্গলবার ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে দুই দিন ধরে উপাচার্য বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেন। তিনি কুয়েট শিক্ষক সমিতি, অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সাধারণ শিক্ষার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা এবং স্থানীয় লোকজনের সঙ্গে আলোচনায় বসেন।

গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হন। ওই রাতেই তৎকালীন উপাচার্য ও কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এরপর শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে ২৬ এপ্রিল উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদকে ও সহ-উপাচার্য অধ্যাপক শরিফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তী সময়ে শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচার দাবিতে ৪ মে থেকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেয় শিক্ষক সমিতি। এর পর থেকে কোনো শিক্ষকই আর ক্লাসে ফেরেননি।

এ অচলাবস্থার মধ্যে গত বৃহস্পতিবার কুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাকসুদ হেলালী। পরদিন শুক্রবার তিনি খুলনায় এসে উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি একাধিক বৈঠকে বসেন—শনিবার ডিনদের সঙ্গে, রোববার সকালে লেকচারার ও সহকারী অধ্যাপক এবং দুপুরে অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের সঙ্গে। বিকেলে শিক্ষার্থীদের সঙ্গে, রাতে শিক্ষক সমিতির সঙ্গে মতবিনিময় করেন।

গত ২৬ এপ্রিল উপাচার্য ও সহ-উপাচার্যকে অপসারণের পর ১ মে চুয়েটের অধ্যাপক হজরত আলীকে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে শিক্ষক সমিতির বিরোধিতার মুখে তিনিও দায়িত্ব পালন করতে পারেননি এবং ২২ মে পদত্যাগ করেন। পরে ১০ জুন নতুন উপাচার্য নিয়োগের বিজ্ঞপ্তি দেয় সরকার। তারই ধারাবাহিকতায় গত সপ্তাহে অধ্যাপক হেলালীকে কুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আরও পড়ুনকুয়েটে অচলাবস্থা কাটছে, মঙ্গলবার থেকে শুরু হতে পারে ক্লাস২১ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • নিশ্ছিদ্র দাপটে উরুগুয়েকে উড়িয়ে ফাইনালে ও অলিম্পিকে ব্রাজিল
  • যে জীবন মানুষের উপকারে আসে না, সে জীবন সার্থক নয়: ববিতা
  • প্রেমের টানে চীনা যুবকের বাংলাদেশে এসে বিয়ে
  • চার দিনের জ্বরে ভুগে মারা গেল কিশোর
  • নারী এশিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়
  • সাংলাং থেকে বেডং, সমুদ্র আমাদের সাথী  
  • আর রাহিকুল মাখতুম: এক আশ্চর্য সিরাতগ্রন্থ
  • ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার
  • লাইভ কনসার্টে পোশাক বিড়ম্বনায় জেনিফার লোপেজ (ভিডিও)
  • কুয়েট শিক্ষক সমিতির আন্দোলন স্থগিত, ১৬০ দিন পর মঙ্গলবার শুরু হচ্ছে ক্লাস