‘টি-টোয়েন্টি খেলতে এসেছি, প্রতি মিনিট হিসাব করে কাজ করব’
Published: 2nd, June 2025 GMT
বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েই কাজের গতি বাড়ানোর বার্তা দিলেন আমিনুল ইসলাম বুলবুল। জানালেন, বিসিবিতে শৃঙ্খলার অভাব রয়েছে যা নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই সঙ্গে বোর্ডের অভ্যন্তরীণ পরিবেশে সৌহার্দ্য ফেরানোর ওপরও গুরুত্ব দিয়েছেন সাবেক এই অধিনায়ক।
সমকালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বুলবুল বলেন, ‘বিসিবিতে বিশৃঙ্খলা একটা বড় সমস্যা, এটা আমরা চিহ্নিত করেছি। শৃঙ্খলা ফেরাতে আমরা এইচআর পলিসি হাতে নিচ্ছি। পাশাপাশি দুর্নীতি দমন বিভাগকে এডুকেশনের আওতায় আনতে চাই, ক্রিকেটের স্পিরিট ফেরাতে চাই। আমরা লক্ষ্য ঠিক করেছি—৩০ জুনের মধ্যে এসব কার্যক্রম শুরু করব।’
তবে নিজের দায়িত্বকালকে দীর্ঘ মেয়াদে দেখতে চান না বুলবুল। বলেন, ‘আমি লম্বা সময়ের জন্য আসিনি, টি-টোয়েন্টি খেলতে এসেছি। এই মেয়াদে প্রতিটি মিনিট হিসাব করে কাজ করছি। জানি না ভবিষ্যতে কী হবে। আপাতত আমি ফ্রি। ২০১৫ সালের এই দিনে আমি আইসিসিতে যোগ দিয়েছিলাম, আর ১০ বছর পূর্তির দিনে চাকরি ছাড়লাম।’
বোর্ডের সদ্য বিদায়ী সভাপতি ফারুক আহমেদের সঙ্গে এখনও যোগাযোগ হয়নি বলে জানান বুলবুল। তিনি বলেন, ‘ফারুক ভাইয়ের সঙ্গে এখনও কথা হয়নি। তাকে ফোন করতে চাই, তবে জানি না করা উচিত হবে কিনা। আমাদের ক্রিকেট কমিউনিটির ছন্দটা হঠাৎ থমকে গেছে। আমি চেষ্টা করব সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা আবার ফিরিয়ে আনতে। খেলোয়াড় হিসেবে ফারুক ভাই, নান্নু ভাই, লিপু ভাই, বাদশা ভাই, আশরাফুল ভাই সবার সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সেঞ্চুরির অপেক্ষায় মুশফিকুর, তিন দিনেই জয় রাজশাহীর
জাতীয় ক্রিকেট লিগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিনদিনেই জয় পেয়েছে রাজশাহী বিভাগ। ৭ উইকেটে তারা হারিয়েছে খুলনা বিভাগকে। এদিকে সিলেটে সেঞ্চুরির অপেক্ষায় জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। ডানহাতি ব্যাটসম্যান ৯৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।
তার ব্যাটে ভর করে ঢাকা বিভাগের বিপক্ষে লড়ছে সিলেট। ঢাকার করা ৩১০ রানের জবাবে সিলেটের ৭ উইকেটে রান ২৬০। ৫০ রানে পিছিয়ে তারা। ১৭০ বলে ৪ চার ও ২ ছক্কায় ৯৩ রান করে অপরাজিত আছেন মুশফিকুর। তার সঙ্গে ৫ রানে অপরাজিত আছেন ইবাদত হোসেন। এছাড়া শাহানুর ৩০ ও তোফায়েল ২৭ রান করেন।
আরো পড়ুন:
মাহিদুল-মজিদের সেঞ্চুরির দিনে মুমিনুলের ৮ রানের আক্ষেপ
স্বীকৃতির ১০ বছর পর জাতীয় ক্রিকেট লিগে ময়মনসিংহ
 
মিরপুরে খুলনার দ্বিতীয় ইনিংসের ব্যাটিংও যুৎসই হয়নি। এবার ২৫৫ রানে থেমে যায় তাদের ইনিংস। ১ উইকেটে ৬৮ রানে দিন শুরু করে তারা। এনামুলের ইনিংস থেমে যায় ৩৪ রানে। মোহাম্মদ মিথুন খুলতে পারেননি রানের খাতা। মিরাজ ৪৮ ও জিয়াউর এবং ইয়াসির মুনতাসির ৩২ রানের দুটি ইনিংস খেলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাতেও তাদের স্কোর বড় হয়নি।
১৪৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ২৫৫ রানের বেশি করতে পারেনি। তাতে ১০৯ রানের লক্ষ্য পায় রাজশাহী। ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে নাজমুল হোসেন শান্তর দল।
হাবিবুর রহমান সোহান ৬৮ বলে ৬২ রান করেন ৪ চার ও ৩ ছক্কায়। ২৫ রান আসে সাব্বির হোসেনের ব্যাট থেকে। সাব্বির রহমান ১২ ও মেহরব ৪ রানে অপরাজিত থেকে জয় নিয়ে ফেরেন। প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল তারা।
কক্সবাজারে ময়মনসিংহ বিভাগ ও রংপুর বিভাগের ম্যাচ বাজে আউটফিল্ডের কারণে ভেস্তে যায়। একটি বলও মাঠে গড়ায়নি। ২ উইকেট হারিয়ে রংপুরের রান ১৮। এখনও তারা ৫৩৭ রানে পিছিয়ে। ময়মনসিংহ প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৫৫ রানে ইনিংস ঘোষণা করে।
পাশের মাঠে ঘণ্টাখানেকের বেশি সময় খেলা হয়েছে। আগের দিনের ২ উইকেটে ১১৫ রানের সঙ্গে ৫১ রান যোগ করেন বরিশাল বিভাগ। খেলা হয়েছে কেবল ১৫ ওভার। জাহিদুজ্জামান খান ৩২ ও সালমান হোসেন ইমন ৭৫ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে এখনও তারা ১৯২ রানে পিছিয়ে।
ঢাকা/ইয়াসিন/আমিনুল