কিরণ-রীনা এখনও আমার জীবনের বড় অংশ: আমির খান
Published: 2nd, June 2025 GMT
নতুন প্রেম নিয়ে কয়েক মাসে বলিউড অভিনেতা আমির খান ও গৌরীকে নিয়ে কম আলোচনা হয়নি। অবশ্য প্রেমের আভাস দিয়ে গৌরীকে সবার সঙ্গে পরিচয় করে দিয়েছেন আমির নিজেই। এরপর বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে দুজনকে। নতুন প্রেম নিয়ে আলোচনার মধ্যেই অতীতের বিবাহ সম্পর্ক নিয়ে কথা বললেন আমির।
আমির খান জানান, তিনি একসময় ভেবেছিলেন নতুন সঙ্গী খুঁজে পাওয়া অনেক কঠিন হবে। তাই গৌরী সঙ্গে দেখা করার আগে তিনি থেরাপির মধ্য দিয়ে গিয়েছেন এবং নিজেকে সুস্থ করার জন্য কাজ করেন।
গৌরীর সাথে তার দেখা সম্পর্কে বলতে গিয়ে, আমির রাজ শামানির পডকাস্টে বলেন, ‘আমার মনে হচ্ছিল আমি বৃদ্ধ হয়ে গেছি এবং ভাবছিলাম জীবনের এই পর্যায়ে আমি কার সাথে দেখা করব। থেরাপির সময়, আমি বুঝতে পেরেছিলাম আমার প্রথমে নিজেকে ভালোবাসা এবং মানসিকভাবে সুস্থ থাকার ওপর মনোযোগ দেওয়া উচিত।’
গৌরীর সঙ্গে কীভাবে তার পরিচয় হয়েছিল, সে বিষয়ে কথা বলতে গিয়ে আমির বলেন, ‘গৌরীর সঙ্গে আমার দেখা হয়েছিল একদম ভুলবশত, কিন্তু আমাদের মধ্যে একটা সংযোগ তৈরি হয় এবং আমরা বন্ধুত্ব গড়ে তুলি, এরপর ভালোবাসা আসে।’
অতীতে রীনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গে তার গভীর এবং অর্থপূর্ণ সম্পর্ক ছিল। এখনও তিনি উভয়ের সাথেই ঘনিষ্ঠ বন্ধন ভাগ করে নেন।
আমির খানের কথায়, ‘বিচ্ছেদ মানেই সম্পর্ক শেষ হয়ে যাওয়া নয়। রীনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে এখন সম্পর্ক আছে। আমরা একে অপরকে সম্মান করি এবং একে অপরের জীবনের অংশ।’
আমিরের ভাষ্য, ‘কিরণ, রীনা এবং আমি এখনও পানি ফাউন্ডেশনের কাজ একসঙ্গে করি, আমরা প্রতিদিনই বসে কথা বলি। আমাদের মধ্যে সত্যিকারের ভালোবাসা ও আন্তরিকতা রয়েছে। আমরা একটি পরিবারের মতো এবং সবসময় তাইই থাকব। আমরা হয়তো স্বামী-স্ত্রী নই, কিন্তু আমরা সবসময়ই একটি পরিবার। ওরা সবসময়ই আমার জীবনের অবিচল অংশ হয়ে থাকবে।”
.উৎস: Samakal
কীওয়ার্ড: আম র খ ন আম র খ ন জ বন র
এছাড়াও পড়ুন:
ওয়েস্ট ইন্ডিজকে আবারও হতাশায় ডুবিয়ে এগিয়ে গেল পাকিস্তান
নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার কাছে বারবার হেরে হতাশ ওয়েস্ট ইন্ডিজ এবার ভিন্ন দেশে, ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষেও ঘুরে দাঁড়াতে পারল না। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৪ রানে জয় তুলে নিয়ে ক্যারিবিয়ানদের জয়হীন ধারা অব্যাহত রাখল পাকিস্তান।
লডারহিলের সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। তবে সেই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে ফেরে হোপের দলের ঘাড়ে। প্রথমে সাইম আইয়ুবের ব্যাটে ঝড়, পরে বল হাতে মোহাম্মদ নেওয়াজের নিখুঁত স্পিন; সব মিলিয়ে জমজমাট শুরু পেয়ে গেল পাকিস্তান।
পাওয়ার প্লে’তে পাকিস্তান পড়ে প্রথম ধাক্কায়। সাহিবজাদা ফারহানকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন শামার জোসেফ। কিন্তু এরপর সাইম আইয়ুব এবং অভিজ্ঞ ফখর জামান গড়ে তোলেন ৮১ রানের গুরুত্বপূর্ণ জুটি। সাইমের ব্যাট থেকে আসে ৫৮ রানের দুর্দান্ত ইনিংস, যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। শেষদিকে সালমান আগা, ফাহিম আশরাফ ও হাসান নওয়াজদের ছোট ছোট কার্যকর ইনিংসের কল্যাণে স্কোরবোর্ডে ১৭৮ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় পাকিস্তান।
আরো পড়ুন:
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্নের ঘোষণা ট্রাম্পের
‘পরীক্ষা-নিরীক্ষা’ পছন্দ হয়নি মিনহাজুলের
জবাবে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু এনে দেন জনসন চার্লস ও অভিষিক্ত জুয়েল অ্যান্ড্রু। উদ্বোধনী জুটিতে তারা তোলে ৭২ রান। কিন্তু সেটা করতে খরচ করেন ৬৭ বল, যা টি-টোয়েন্টিতে ছন্দ হারানোর ইঙ্গিতই দেয়। এরপর দ্রুত উইকেট হারিয়ে ৭ উইকেটে ১১০ রানে দাঁড়িয়ে যায় ক্যারিবিয়ানরা। শেষদিকে জেসন হোল্ডার ও শামার জোসেফ মিলে ঝড় তুলে ৫৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়লেও ম্যাচ থেকে আর ফিরে আসা সম্ভব হয়নি।
পাকিস্তানের হয়ে মোহাম্মদ নেওয়াজ নেন ৩টি উইকেট, সাইম আইয়ুব ২টি। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন সাইম আইয়ুব।
এ জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে, বাংলাদেশ সময় রোববার সকালে।
সংক্ষেপে স্কোরকার্ড:
পাকিস্তান– ১৭৮/৬ (আইয়ুব ৫৮, ফখর ২৮; শামার ৩/৩০)
ওয়েস্ট ইন্ডিজ– ১৬৪/৭ (অ্যান্ড্রু ৩৫, হোল্ডার ৩০\*; নেওয়াজ ৩/২৩, আইয়ুব ২/২০)
ফল: পাকিস্তান ১৪ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: সাইম আইয়ুব
সিরিজ অবস্থা: পাকিস্তান ১–০ এগিয়ে।
ঢাকা/আমিনুল