নতুন প্রেম নিয়ে কয়েক মাসে বলিউড অভিনেতা আমির খান ও গৌরীকে নিয়ে কম আলোচনা হয়নি। অবশ্য প্রেমের আভাস দিয়ে গৌরীকে সবার সঙ্গে পরিচয় করে দিয়েছেন আমির নিজেই। এরপর বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে দুজনকে। নতুন প্রেম নিয়ে আলোচনার মধ্যেই অতীতের বিবাহ সম্পর্ক নিয়ে কথা বললেন আমির। 

আমির খান জানান, তিনি একসময় ভেবেছিলেন নতুন সঙ্গী খুঁজে পাওয়া অনেক কঠিন হবে। তাই গৌরী সঙ্গে দেখা করার আগে তিনি থেরাপির মধ্য দিয়ে গিয়েছেন এবং নিজেকে সুস্থ করার জন্য কাজ করেন।

গৌরীর সাথে তার দেখা সম্পর্কে বলতে গিয়ে, আমির রাজ শামানির পডকাস্টে বলেন, ‘আমার মনে হচ্ছিল আমি বৃদ্ধ হয়ে গেছি এবং ভাবছিলাম জীবনের এই পর্যায়ে আমি কার সাথে দেখা করব। থেরাপির সময়, আমি বুঝতে পেরেছিলাম আমার প্রথমে নিজেকে ভালোবাসা এবং মানসিকভাবে সুস্থ থাকার ওপর মনোযোগ দেওয়া উচিত।’

গৌরীর সঙ্গে কীভাবে তার পরিচয় হয়েছিল, সে বিষয়ে কথা বলতে গিয়ে আমির বলেন, ‘গৌরীর সঙ্গে আমার দেখা হয়েছিল একদম ভুলবশত, কিন্তু আমাদের মধ্যে একটা সংযোগ তৈরি হয় এবং আমরা বন্ধুত্ব গড়ে তুলি, এরপর ভালোবাসা আসে।’

অতীতে রীনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গে তার গভীর এবং অর্থপূর্ণ সম্পর্ক ছিল। এখনও তিনি উভয়ের সাথেই ঘনিষ্ঠ বন্ধন ভাগ করে নেন।

আমির খানের কথায়, ‘বিচ্ছেদ মানেই সম্পর্ক শেষ হয়ে যাওয়া নয়। রীনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে এখন সম্পর্ক আছে। আমরা একে অপরকে সম্মান করি এবং একে অপরের জীবনের অংশ।’

আমিরের ভাষ্য, ‘কিরণ, রীনা এবং আমি এখনও পানি ফাউন্ডেশনের কাজ একসঙ্গে করি, আমরা প্রতিদিনই বসে কথা বলি। আমাদের মধ্যে সত্যিকারের ভালোবাসা ও আন্তরিকতা রয়েছে। আমরা একটি পরিবারের মতো এবং সবসময় তাইই থাকব। আমরা হয়তো স্বামী-স্ত্রী নই, কিন্তু আমরা সবসময়ই একটি পরিবার। ওরা সবসময়ই আমার জীবনের অবিচল অংশ হয়ে থাকবে।”

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আম র খ ন আম র খ ন জ বন র

এছাড়াও পড়ুন:

আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে: অঙ্কিতা

দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের স্বামী, ব্যবসায়ী ভিকি জৈন। হাতে গুরুতর আঘাত পেয়েছেন। তার হাতে অস্ত্রোপচার করা হয়েছে। প্রায় ৪৫টি সেলাই পড়েছে। ভিকি এখন আগের চেয়ে সুস্থ এবং হাসপাতাল থেকে বাড়িও ফিরেছেন।

হাসপাতাল থেকে বাড়ি ফিরে কু-নজর কাটাতে পূজা-আর্চনার আয়োজন করেন অভিনেত্রী অঙ্কিতা। ‘পবিত্র রিশতা’-খ্যাত এই অভিনেত্রী বলেন, “আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে। তাই হয়তো এত বড় দুর্ঘটনা। কোনোমতে এবার প্রাণে বেঁচেছে ও।”

আরো পড়ুন:

‘উদয়ের সঙ্গে ব্রেকআপের পর অনেক কষ্ট পেয়েছিলাম’

‘রিয়েলিটি শোয়ের জন্য পুরুষের সঙ্গে একই বিছানায় ঘুমাতে পারব না’

স্বামীর কু-নজর কাটানোর একটি ভিডিও ইউটিউবে পোস্ট করেছেন অঙ্কিতা। ভিডিওতে দেখা যাচ্ছে, অঙ্কিতা হাসপাতালে ভিকির জন্য চা বানাচ্ছেন, তখন ভিকিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার প্রস্তুতি চলছিল। পরে দেখা যায়, অঙ্কিতা ভিকিকে বাড়িতে স্বাগত জানাচ্ছেন। অঙ্কিতা একটি রীতি পালন করছেন, যাতে কু-নজর থেকে রক্ষা পায় তার স্বামী।  

অঙ্কিতার পরনে সবুজ রঙের সালোয়ার-কামিজ, মাথায় ওড়না। স্টিলের থালায় একটি গ্লাস ও রীতি পালনে ব্যবহৃত অন্যান্য জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। এদিকে, ভিকি সাদা শার্ট ও কালো রঙের প্যান্ট পরে দরজার কাছে দাঁড়িয়ে আছেন। 

সোশ্যাল মিডিয়ায় অনেকে অঙ্কিতাকে প্রশ্ন করেছেন। অঙ্কিতা কি ‘ব্ল্যাক-ম্যাজিকে’ বিশ্বাসী? কেউ কেউ সরাসরি এ প্রশ্ন করেছেন অঙ্কিতাকে। অভিনেত্রীর ভাষ্য, “বড় ধকল পেরিয়েছে ও। তাই সবটা সামলে উঠতে অনেকটা সময় লাগবে।” 

প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অঙ্কিতা লোখান্ডে। ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকের সেটে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। দীর্ঘ ছয় বছর একসঙ্গে ছিলেন। বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তাদের ব্রেকআপ হয়। এরপর ভিকি জৈনর সঙ্গে সম্পর্কে জড়ান অঙ্কিতা; যা পরিণয় পেয়েছে।  

রিয়েলিটি শো দিয়ে অঙ্কিতার শোবিজ অঙ্গনে পথচলা শুরু। এরপর ‘পবিত্র রিশতা’ টিভি ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি লাভ করেন তিনি। বড় পর্দাতেও অভিনয় করছেন। কঙ্গনা রাণৌত অভিনীত ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন এই অভিনেত্রী। টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘বাঘি-থ্রি’ সিনেমাতেও দেখা গেছে তাকে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ফের রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার 
  • আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে: অঙ্কিতা
  • শান্তি স্থাপনের লক্ষ্যে আত্মসমর্পণ ও অস্ত্রত্যাগের প্রস্তাব মাওবাদীদের
  • যে ১০ কারণে স্বামী–স্ত্রীর মধ্যে বেশি ঝগড়া হয়
  • স্মার্ট সিটি হবে চট্টগ্রাম, একসঙ্গে কাজ করবে গ্রামীণফোন-চসিক
  • অনলাইন জীবন আমাদের আসল সম্পর্কগুলোকে কোথায় নিয়ে যাচ্ছে
  • হাইতিতে গ্যাং হামলায় ৫০ জনের বেশি নিহত
  • তিনি চাকরি ছাড়বেন শুনলেই সহকর্মীরা হাসাহাসি করেন
  • প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন হুমা কুরেশি!
  • একসঙ্গে জন্ম দেওয়া মোকসেদার ছয় সন্তানের পাঁচজনই মারা গেল