২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতে ৮২৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। এর মধ্যে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৪৮৭ কোটি এবং উন্নয়ন ব্যয় ৩৩৭ কোটি টাকা। সোমবার বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বাজেট বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন। 

তবে এবারের বাজেটে চলতি বছরের তুলনায় বরাদ্দ কিছুটা বৃদ্ধি পেলেও শিল্পী ও সংস্কৃতিকর্মীদের দীর্ঘদিনের দাবি এক শতাংশ বরাদ্দের বিষয়টি এবারও পূরণ হয়নি। 

চলতি অর্থবছরে সংস্কৃতি খাতে বরাদ্দ ছিল ৭৭৯ কোটি টাকা, যা সংশোধিত হয়ে দাঁড়ায় ৭৪২ কোটিতে। সেই হিসেবে এবারের বরাদ্দ ৮২ কোটি টাকা বেশি। তবে বাজেট প্রস্তাবে দেখা গেছে, এই বরাদ্দও মোট বাজেটের তুলনায় অত্যন্ত সামান্য।

প্রস্তাবিত বাজেটের মোট আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এর মধ্যে বিনোদন, সংস্কৃতি ও ধর্ম খাতে বরাদ্দ রাখা হয়েছে মাত্র শূন্য দশমিক ৮ শতাংশ। এই খাতের আওতায় রয়েছে চারটি মন্ত্রণালয়-তথ্য ও সম্প্রচার, সংস্কৃতি, ধর্ম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই চার মন্ত্রণালয়ের জন্য মোট বরাদ্দ ৬ হাজার ৫৪০ কোটি টাকা, যা জাতীয় বাজেটের এক শতাংশেরও কম।

এবারের প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, অতীতেও যেমন পরিকল্পনা ছাড়া সংস্কৃতি খাতের বাজেট বরাদ্দ হয়েছে, এবারও তাই ঘটেছে। সংস্কৃতির সার্বিক উন্নয়ন ঘটানোর মতো কিছু নেই এই বাজেটে।

তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে সংস্কৃতি খাতের বরাদ্দ মোট বাজেটের এক শতাংশ দাবি করে আসছি। কারণ, সাংস্কৃতিক জাগরণ না ঘটলে মানবিক সমাজ বিনির্মাণ সম্ভব নয়। সেই বিবেচনায় এবার ৮২ কোটি বাড়ানো হলেও আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। 

৮২৪ কোটি টাকার বরাদ্দ দিয়ে সারা দেশে সংস্কৃতিচর্চা ছড়িয়ে দেওয়া সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এই স্বল্প টাকায় প্রতিটি জেলা ও উপজেলা কিংবা গ্রাম পর্যায়ে পাঠাগার গড়া, বিভিন্ন আঙ্গিকের শিল্প পরিবেশনার জন্য সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ, তরুণ প্রজন্মকে নাচ-গান আবৃত্তি শেখানো জন্য সাংস্কৃতিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা সম্ভব নয়। তাছাড়া কিছু পরিমাণ টাকা বৃদ্ধি করা হলেও সংস্কৃতিকে গতিশীল করার মতো কোনো পরিকল্পনা নেই সংস্কৃতি খাতের জন্য বরাদ্দকৃত বাজেটে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব জ ট ২০২৫ ২৬ প রস ত ব বর দ দ

এছাড়াও পড়ুন:

সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি বাস্তবায়নে কমিটি 

সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (গভর্নেন্স পারফরমেন্স মনিটরিং সিস্টেম- জিপিএমএস)’ বাস্তবায়নে অর্থ উপদেষ্টা  সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করে তিন সদস্যের উপদেষ্টা পরিষদ কমিটি’ গঠন করেছে সরকার। 

সম্প্রতি এই কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটিতে বাকি দুই সদস্য হলেন, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে সরকারি কাজের জবাবদিহিতা, দক্ষতা ও জনকল্যাণ নিশ্চিতে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের কাজের মূল্যায়নের নতুন পদ্ধতি চালু হয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) পরিবর্তে নতুন সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (জিপিএমএস) চালু করা হয়েছে। এই জিপিএমএস বাস্তবায়নে উপদেষ্টা পরিষদ কমিটি’ গঠন করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব বা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার), বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিব কমিটিকে সহায়তা করবেন। তাছাড়া, মন্ত্রিপরিষদ বিভাগ এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

এ কমিটি জিপিএমএস বাস্তবায়নের বিষয়ে সার্বিক দিক-নির্দেশনা দেবে। মন্ত্রণালয় বা বিভাগের জিপিএমএসে সেকশন ১-এর আওতায় প্রস্তুত করা পরিকল্পনা অনুমোদন দেবে এবং অর্থবছর শুরুর আগে মন্ত্রণালয় বা বিভাগের জিপিএমএস পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত করবে এ কমিটি।

এছাড়া, প্রতি অর্থবছর শেষে মন্ত্রণালয় বা বিভাগের জিপিএমএসের সার্বিক মূল্যায়ন পর্যালোচনা করে সুপারিশ দেবে। জিপিএমএস বিষয়ে সরকারের দেওয়া অন্য যেকোনো দায়িত্ব পালন করবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • টানা তিন মাস কমল দেশের পণ্য রপ্তানি
  • বেসরকারি ঋণ তলানিতে, তবে ঋণপত্র খোলায় গতি
  • টানা দুই মাস আড়াই বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয় এসেছে
  • তিন মাসে গৃহকর আদায় কমেছে ৩০ কোটি টাকা
  • জুলাই–সেপ্টেম্বরে ঋণছাড়ে এগিয়ে বিশ্বব্যাংক ও রাশিয়া, কোনো অর্থ দেয়নি চীন
  • সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি বাস্তবায়নে কমিটি