সুনামগঞ্জের খাসিয়ামারা নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বাসিন্দারা এ কর্মসূচির আয়োজন করে।
সোমবার বিকেল সাড়ে ৫টায় লিয়াকতগঞ্জ বাংলাবাজারে এ মানববন্ধনে গ্রাম বাচাঁও, ড্রেজার হঠাও; সড়ক বাঁচাও, ড্রেজার হটাও স্লোগান ওঠে খাসিয়ামারা নদীরক্ষায়। নদী তীরবর্তী বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমর্থন জানিয়ে অংশগ্রহণ করেন।
স্থানীয়রা জানান, খাসিয়ামারা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে লক্ষ্মীপুর বাজার, জিরারগাঁও, বক্তারপুর, লক্ষ্মীপুর, ভাঙ্গাপাড়া, মাঠগাঁও, ইদ্রিসপুর, নোয়াপাড়া, মিরপুরসহ আটটি গ্রাম ও দারুল কোরআন, জিরারগাঁও হাফিজিয়া, আল হিকমা ও ভাঙ্গাপাড়া হাফিজিয়া মাদ্রাসা হুমকির মুখে পড়েছে।
এ সময় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয় থেকে খাসিয়ামারা নদীসংলগ্ন বালুমহালের ইজারা দেওয়া হয়। ইজারা দেওয়ার পর থেকে ক্ষমতার দাপট দেখিয়ে নিয়মবহির্ভূতভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীর তীর কেটে বালু উত্তোলন করছে ইজারাদারের লোকজন।
ইউএনও অরুপ রতন সিংহ বলেন, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন নিয়মবহির্ভূত। বালুমহাল ইজারা নীতিমালার বাইরে গিয়ে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। এলাকার স্বার্থ রক্ষার্থে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সোনারগাঁয়ে মাদ্রাসায় কমিটি গঠনের বিরুদ্ধে মানববন্ধন

সোনারগাঁয়ে বারদী ইউনিয়নের  বারদী নেছারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় অবৈধ ও নির্বাচন ছাড়া কমিটি গঠনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে উক্ত মাদ্রাসার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, চারবারের ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবক আব্দুর রাজ্জাক, মো. জসিম উদ্দিন ও জাহাঙ্গীর হোসেনসহ মাদ্রাসার শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ।

এসময় ম্যানেজিং কমিটির সাবেক চারবারের সদস্য আব্দুর রাজ্জাক ও উপস্থিত শিক্ষার্থীরা বলেন, অবিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াই মাদ্রাসার অধ্যক্ষ মো. মহিউদ্দিন আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে কমিটি গঠন করেছে যাহা আগামী ২ আগষ্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়ার কথা রয়েছে।

এসময় মাদ্রাসার গঠনতন্ত্র পরিপন্থী ও অগণতান্ত্রিক কমিটি ভেঙে দিয়ে পূনরায় সঠিকভাবে কমিটি করে ঘোষণা দেয়ার জন্য জোর দাবী জানান মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ।

নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রসার একাধিক শিক্ষক জানান, অধ্যক্ষের বিরুদ্ধে আমরা কোন কথা বলতে পারিনা। কমিটির বিষয়ে উনি নিজে নিজেই সকল প্রক্রিয়া সম্পন্ন করেছেন। আমরা কিছু বলতে গেলে আমাদের চাকরির হুমকি দেন।

মাদ্রাসার অধ্যক্ষ মো. মহিউদ্দিন বলেন, আমি সবাইকে জানিয়েই কমিটি করেছি, মনগড়া কমিটি করা হয়নি। আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে কমিটি করেছেন জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, আমি এখন অফিসিয়াল কাজে বোর্ড অফিসে ব্যস্ত রয়েছি, এবিষয়ে মাদ্রাসায় গিয়ে পরে কথা বলবো।
 

সম্পর্কিত নিবন্ধ

  • জকসুর রোডম্যাপ ও সম্পূরক বৃত্তি দাবি শিক্ষার্থীদের
  • সোনারগাঁয়ে মাদ্রাসায় কমিটি গঠনের বিরুদ্ধে মানববন্ধন
  • রূপগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
  • অবকাঠামো উন্নয়নের দাবিতে ববিতে মানববন্ধন
  • সিজু নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে মোহাম্মদপুরে মিছিল-সমাবেশ
  • নেত্রকোনায় বাবরকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন
  • মানিকগঞ্জের দৌলতপুরে সরকারি মতিলাল ডিগ্রি কলেজে সম্মান কোর্স চালুর দাবিতে মানববন্ধন
  • ১ কোটি শিশু শিক্ষার্থীর অধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • ১ কোটি শিশু শিক্ষার্থীর অধিকার নিশ্চিতের দাবিতে  মানববন্ধন, স্মারকলিপি