চকরিয়ায় অস্ত্র তৈরির সরঞ্জামসহ কারিগর আটক
Published: 4th, June 2025 GMT
কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, আটক নুরুল আলম অস্ত্র তৈরির কারিগর।
মঙ্গলবার (৩ জুন) উপজেলার বিএমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছৈইন্ন্যামারঘোনা এলাকা থেকে অস্ত্র তৈরির এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক নুরুল আলম ওই এলাকার আব্দুল বাচ্চুর ছেলে।
উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে- একটি দেশীয় অস্ত্রের তৈরি কাঠের বাটসহ বডি, ৩৬টি দেশীয় অস্ত্র তৈরির ব্যারেল, ৫টি গুলির খালি খোসা, দেশীয় অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত একটি ওয়েল্ডিং মেশিন এবং ৪টি অস্ত্র তৈরির বাটের সরঞ্জাম।
আরো পড়ুন:
সাভারে যাত্রীর অপেক্ষায় দূরপাল্লার পরিবহন
সাভারে ৩ মহাসড়কে চাপ বাড়ছে
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ কারিগরকে আটক করা হয়েছে। নুরুল আলম দীর্ঘদিন ধরে গোপনে দেশীয় অস্ত্র তৈরি করে আসছিলেন। এর আগেও, র্যাব তাকে আটক করেছিল। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’’
ঢাকা/তারেকুর/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আটক র সরঞ জ ম
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫