আবারও নীতি সুদহার কমিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। শুক্রবার ঋণনীতির ঘোষণায় টানা চতুর্থবারের মতো সুদহার কমিয়েছে তারা। এবার ৫০ ভিত্তি পয়েন্ট রেপো হার কমিয়ে ৫ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মোট ১ শতাংশ সুদ কমিয়েছে আরবিআই।

৪ থেকে ৬ জুন অনুষ্ঠিত মুদ্রানীতি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। মুদ্রানীতি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পাশাপাশি নগদ জমার অনুপাতও (সিআরআর) ১০০ ভিত্তি পয়েন্ট কমিয়ে ব্যাংক ব্যবস্থায় তরল অর্থের জোগান বাড়ানো হয়েছে। এতে ব্যাংক খাতে আড়াই লাখ কোটি রুপির জোগান বাড়বে। ব্যাংকগুলোও সহজে ঋণ দিতে পারবে—এই পরিস্থিতি বাজারে চাহিদা বাড়াতে সাহায্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এনডিটিভির সংবাদে বলা হয়েছে, সুদের হার কমায় আবাসন ও গাড়ির ঋণের সুদ কমবে। কমবে মাসিক কিস্তির বোঝা। ফলে ভোক্তাদের ব্যয়ের সক্ষমতা বাড়বে। সামগ্রিকভাবে অর্থনীতিতে গতি ফেরাতে সহায়ক হবে এই সিদ্ধান্ত। এ পরিস্থিতিতে ভারতের প্রবৃদ্ধির পালে হাওয়া লাগাতে এই সিদ্ধান্ত প্রয়োজন ছিল বলে মনে করেন বিশ্লেষকেরা। তাঁরা মনে করছেন, এ সিদ্ধান্তে আবাসন খাতে চাহিদা বাড়বে।

আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন, ভবিষ্যতে সুদের হার আরও কমার সম্ভাবনা ক্ষীণ। কারণ হিসেবে তিনি বলেন, এখন থেকে কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিকে ধারণ করার নীতির বদলে নিরপেক্ষ অবস্থান নেবে। অর্থাৎ প্রয়োজনে সুদ বাড়ানোর পথও খোলা থাকছে।

বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা, পণ্যের দামের ওঠানামা ও স্থিতিশীলতা রক্ষার চ্যালেঞ্জ সম্পর্কে আরবিআই এখন আরও সতর্ক। বন্ধন ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ সিদ্ধার্থ সান্যাল বলেন, ‘আমরা ধারণা করেছিলাম, ২৫ ভিত্তি পয়েন্ট সুদ কমানো হবে; কিন্তু ৫০ ভিত্তি পয়েন্ট কমানো আমাদের বিস্মিত করেছে। এ ছাড়া স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির হার ৫ দশমিক ২৫ শতাংশ এবং মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি ও ব্যাংক রেট ৫ দশমিক ৭৫ শতাংশ করা হয়েছে।’

গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন, ‘বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার মধ্যেও ভারতীয় অর্থনীতি শক্তিমত্তা দেখিয়েছে; সেই সঙ্গে আছে স্থিতিশীলতা। ভারতীয় অর্থনীতি অত্যন্ত দ্রুতগতিতে প্রবৃদ্ধি অর্জন করছে। বিকশিত ভারতের লক্ষ্য পূরণের জন্য সেই গতি আরও বাড়াতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে।

গত অর্থবছরের জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে ভারতীয় অর্থনীতি ৭ দশমিক ৪ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করেছে বলে জানিয়েছে শীর্ষ ব্যাংক। চলতি অর্থবছরের চার ত্রৈমাসিকে অর্থনৈতিক প্রবৃদ্ধির হতে পারে যথাক্রমে ৬ দশমিক ৫ শতাংশ, ৬ দশমিক ৭ শতাংশ, ৬ দশমিক ৬ শতাংশ ও ৬ দশমিক ৩ শতাংশ বলে পূর্বাভাসে জানিয়েছে আরবিআই।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ র কম য় প রব দ ধ ৬ দশম ক

এছাড়াও পড়ুন:

সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি বাস্তবায়নে কমিটি 

সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (গভর্নেন্স পারফরমেন্স মনিটরিং সিস্টেম- জিপিএমএস)’ বাস্তবায়নে অর্থ উপদেষ্টা  সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করে তিন সদস্যের উপদেষ্টা পরিষদ কমিটি’ গঠন করেছে সরকার। 

সম্প্রতি এই কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটিতে বাকি দুই সদস্য হলেন, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে সরকারি কাজের জবাবদিহিতা, দক্ষতা ও জনকল্যাণ নিশ্চিতে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের কাজের মূল্যায়নের নতুন পদ্ধতি চালু হয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) পরিবর্তে নতুন সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (জিপিএমএস) চালু করা হয়েছে। এই জিপিএমএস বাস্তবায়নে উপদেষ্টা পরিষদ কমিটি’ গঠন করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব বা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার), বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিব কমিটিকে সহায়তা করবেন। তাছাড়া, মন্ত্রিপরিষদ বিভাগ এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

এ কমিটি জিপিএমএস বাস্তবায়নের বিষয়ে সার্বিক দিক-নির্দেশনা দেবে। মন্ত্রণালয় বা বিভাগের জিপিএমএসে সেকশন ১-এর আওতায় প্রস্তুত করা পরিকল্পনা অনুমোদন দেবে এবং অর্থবছর শুরুর আগে মন্ত্রণালয় বা বিভাগের জিপিএমএস পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত করবে এ কমিটি।

এছাড়া, প্রতি অর্থবছর শেষে মন্ত্রণালয় বা বিভাগের জিপিএমএসের সার্বিক মূল্যায়ন পর্যালোচনা করে সুপারিশ দেবে। জিপিএমএস বিষয়ে সরকারের দেওয়া অন্য যেকোনো দায়িত্ব পালন করবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • বেসরকারি ঋণ তলানিতে, তবে ঋণপত্র খোলায় গতি
  • টানা দুই মাস আড়াই বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয় এসেছে
  • তিন মাসে গৃহকর আদায় কমেছে ৩০ কোটি টাকা
  • জুলাই–সেপ্টেম্বরে ঋণছাড়ে এগিয়ে বিশ্বব্যাংক ও রাশিয়া, কোনো অর্থ দেয়নি চীন
  • সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি বাস্তবায়নে কমিটি 
  • ২৯ দিনে প্রবাসী আয় ২৪৩ কোটি ডলার